আসানসোল, 29 ফেব্রুয়ারি : 2018-19 আর্থিকবর্ষে সর্বাধিক বেশি ইঞ্জিন বানানোয় বিশ্বরেকর্ড করে ফেলল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) । গতকাল দিল্লিতে লিমকা বুক অফ রেকর্ডস এই স্বীকৃতি দেয় । চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাসের আধিকারিকরা সেই সম্মান গ্রহণ করেছেন । আজ বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন সংস্থার মুখপাত্র মন্তার সিং ।
প্রতিবছরই লোকো ইঞ্জিন বানানোয় চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাস উত্তরোত্তর এগিয়ে চলেছে । রেল ইঞ্জিন কারখানা সূত্রে জানা গেছে, 2018-19 আর্থিকবর্ষে 402টি ইঞ্জিন বানিয়েছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস । যা এখনও পর্যন্ত পৃথিবীতে কোনও রেলইঞ্জিন কারখানার রেকর্ডে নেই । শুধু তাই নয়, 2017-18 সালে নিজেদের করা রেকর্ড নিজেরাই ভেঙেছে CLW। ওই আর্থিক বর্ষে 350টি ইঞ্জিন বানিয়েছিল তারা । কারখানার মুখপাত্র মন্তার সিং বলেন, চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার রেকর্ডসংখ্যক ইঞ্জিন উৎপাদনের কৃতিত্বকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস । গতকাল লিমকা বুক অফ রেকর্ডসের দিল্লির অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের হাতে শংসাপত্রটি তুলে দেওয়া হয় ।
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনেরাল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র উৎপাদনের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব এবং লিমকা বুক অফ রেকর্ডসে নিজেদের নাম নথিভুক্তকরণের জন্য সমস্ত কারখানার আধিকারিক ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন । তবে মন্তার সিংয়ের দাবি, এই আর্থিক বছরে গতবারের রেকর্ডও ভেঙে ফেলবে CLW৷ এখনও পর্যন্ত 390টি ইঞ্জিন এবছর বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেল কারখানা । আগামী 5 মার্চের মধ্যেই সব রেকর্ড ভেঙে CLW 405টি ইঞ্জিন বানিয়ে ফেলতে পারবে বলে দাবি করেছেন মন্তার সিং ।