ETV Bharat / bharat

ইঞ্জিন তৈরিতে বিশ্বরেকর্ড, চিত্তরঞ্জন রেল কারখানাকে শংসাপত্র লিমকা বুক অফ রেকর্ডসের - World Record Certificate to Chittaranjan Railway Factory

প্রতিবছরই লোকো ইঞ্জিন বানানোয় চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাস উত্তরোত্তর এগিয়ে চলেছে । রেল ইঞ্জিন কারখানা সূত্রে জানা গেছে, 2018-19 আর্থিকবর্ষে 402টি ইঞ্জিন বানিয়েছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস । যা এখনও পর্যন্ত পৃথিবীতে কোনও রেলইঞ্জিন কারখানার রেকর্ডে নেই ৷

CLW_world_record
চিত্তরঞ্জন রেল কারখানাকে বিশ্বরেকর্ডের শংসাপত্র দিল লিমকা বুক অফ রেকর্ড
author img

By

Published : Mar 1, 2020, 12:00 AM IST

আসানসোল, 29 ফেব্রুয়ারি : 2018-19 আর্থিকবর্ষে সর্বাধিক বেশি ইঞ্জিন বানানোয় বিশ্বরেকর্ড করে ফেলল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) । গতকাল দিল্লিতে লিমকা বুক অফ রেকর্ডস এই স্বীকৃতি দেয় । চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাসের আধিকারিকরা সেই সম্মান গ্রহণ করেছেন । আজ বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন সংস্থার মুখপাত্র মন্তার সিং ।

প্রতিবছরই লোকো ইঞ্জিন বানানোয় চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাস উত্তরোত্তর এগিয়ে চলেছে । রেল ইঞ্জিন কারখানা সূত্রে জানা গেছে, 2018-19 আর্থিকবর্ষে 402টি ইঞ্জিন বানিয়েছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস । যা এখনও পর্যন্ত পৃথিবীতে কোনও রেলইঞ্জিন কারখানার রেকর্ডে নেই । শুধু তাই নয়, 2017-18 সালে নিজেদের করা রেকর্ড নিজেরাই ভেঙেছে CLW। ওই আর্থিক বর্ষে 350টি ইঞ্জিন বানিয়েছিল তারা । কারখানার মুখপাত্র মন্তার সিং বলেন, চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার রেকর্ডসংখ্যক ইঞ্জিন উৎপাদনের কৃতিত্বকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস । গতকাল লিমকা বুক অফ রেকর্ডসের দিল্লির অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের হাতে শংসাপত্রটি তুলে দেওয়া হয় ।

CLW_world_record
চিত্তরঞ্জন রেল কারখানাকে বিশ্বরেকর্ডের শংসাপত্র

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনেরাল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র উৎপাদনের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব এবং লিমকা বুক অফ রেকর্ডসে নিজেদের নাম নথিভুক্তকরণের জন্য সমস্ত কারখানার আধিকারিক ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন । তবে মন্তার সিংয়ের দাবি, এই আর্থিক বছরে গতবারের রেকর্ডও ভেঙে ফেলবে CLW৷ এখনও পর্যন্ত 390টি ইঞ্জিন এবছর বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেল কারখানা । আগামী 5 মার্চের মধ্যেই সব রেকর্ড ভেঙে CLW 405টি ইঞ্জিন বানিয়ে ফেলতে পারবে বলে দাবি করেছেন মন্তার সিং ।

আসানসোল, 29 ফেব্রুয়ারি : 2018-19 আর্থিকবর্ষে সর্বাধিক বেশি ইঞ্জিন বানানোয় বিশ্বরেকর্ড করে ফেলল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) । গতকাল দিল্লিতে লিমকা বুক অফ রেকর্ডস এই স্বীকৃতি দেয় । চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাসের আধিকারিকরা সেই সম্মান গ্রহণ করেছেন । আজ বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন সংস্থার মুখপাত্র মন্তার সিং ।

প্রতিবছরই লোকো ইঞ্জিন বানানোয় চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কাস উত্তরোত্তর এগিয়ে চলেছে । রেল ইঞ্জিন কারখানা সূত্রে জানা গেছে, 2018-19 আর্থিকবর্ষে 402টি ইঞ্জিন বানিয়েছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস । যা এখনও পর্যন্ত পৃথিবীতে কোনও রেলইঞ্জিন কারখানার রেকর্ডে নেই । শুধু তাই নয়, 2017-18 সালে নিজেদের করা রেকর্ড নিজেরাই ভেঙেছে CLW। ওই আর্থিক বর্ষে 350টি ইঞ্জিন বানিয়েছিল তারা । কারখানার মুখপাত্র মন্তার সিং বলেন, চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার রেকর্ডসংখ্যক ইঞ্জিন উৎপাদনের কৃতিত্বকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস । গতকাল লিমকা বুক অফ রেকর্ডসের দিল্লির অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের হাতে শংসাপত্রটি তুলে দেওয়া হয় ।

CLW_world_record
চিত্তরঞ্জন রেল কারখানাকে বিশ্বরেকর্ডের শংসাপত্র

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনেরাল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র উৎপাদনের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব এবং লিমকা বুক অফ রেকর্ডসে নিজেদের নাম নথিভুক্তকরণের জন্য সমস্ত কারখানার আধিকারিক ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন । তবে মন্তার সিংয়ের দাবি, এই আর্থিক বছরে গতবারের রেকর্ডও ভেঙে ফেলবে CLW৷ এখনও পর্যন্ত 390টি ইঞ্জিন এবছর বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেল কারখানা । আগামী 5 মার্চের মধ্যেই সব রেকর্ড ভেঙে CLW 405টি ইঞ্জিন বানিয়ে ফেলতে পারবে বলে দাবি করেছেন মন্তার সিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.