ETV Bharat / bharat

গান্ধির অহিংসা নীতির পথে হেঁটেই আসবে বিশ্বশান্তি - Noble Peace Prize

ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ও অহিংস আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধি । তাঁর দীর্ঘ অথচ শান্তিপূর্ণ আন্দোলনই ভারতকে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে । তাঁর সেই অহিংস আন্দোলন, মানবতাবাদী দর্শন ও ধর্মীয় সহিষ্ণুতা শুধু ভারত নয়, সারা বিশ্বের জন্য এক আলোকস্তম্ভ ।

মহাত্মা গান্ধি
author img

By

Published : Aug 22, 2019, 7:01 AM IST

যে সব রাজনীতিবিদ ইতিহাসের গতি নির্ধারণ করেছেন, শান্তি, মানবতা ও সাম্যপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের মধ্যে অন্যতম মহাত্মা গান্ধি । 2 অক্টোবর তাঁর জন্মদিন ভারতে গান্ধি জয়ন্তী হিসেবে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় । পাশাপাশি 2007 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয় । রাষ্ট্রসংঘের সকল সদস্য দেশ এই দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে । তবে বিশ্বের অনেক দেশই গান্ধিকে সম্মানজ্ঞাপন করলেও তাঁর পথ অনুসরণে শান্তি স্থাপনে অনীহা প্রকাশ করে ।

ভারতের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় মহাত্মা গান্ধির আদর্শ, জীবন ও শিক্ষা অনুকরণীয় । গান্ধি সারা জীবন অহিংস আন্দোলন করেছেন । শান্তির বাণী শুনিয়েছেন । বর্তমান বিশ্বে যখন উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন গান্ধির আদর্শ আমাদের কাছে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে । মহাত্মা গান্ধির আদর্শ ও শিক্ষা সারা বিশ্বের মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে শান্তি স্থাপন করার কথা এককালে নেলসন ম্যান্ডেলা বা মার্টিন লুথার কিং জুনিয়র ভেবেছিলেন বটে । তবে বর্তমান প্রজন্মের অনেক নেতা তা ভাবেন না ।

ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ও অহিংস আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধি । তাঁর দীর্ঘ অথচ শান্তিপূর্ণ আন্দোলনই ভারতকে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে । তাঁর সেই অহিংস আন্দোলন, মানবতাবাদী দর্শন ও ধর্মীয় সহিষ্ণুতা শুধু ভারত নয়, সারা বিশ্বের জন্য এক আলোকস্তম্ভ । গান্ধি অহিংসার সঙ্গে আপোশ করতেন না । তাই চৌরি চৌরায় গণহত্যার পর গান্ধি মাঝপথে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন ।

গান্ধির সেই আন্দোলনের পথকে স্মরণ করিয়ে দিয়েই কত কয়েক বছরের শান্তির জন্য নোবেলজয়ীরা মনে করেন, তাঁর আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব । গান্ধিবাদে বিশ্বাসী সেই ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন, মারত্তি আহতিসারি (2008 সালের নোবেলজয়ী), মুহম্মদ ইউনুস (2006 সালের নোবেলজয়ী), ওয়াঙ্গারি মাথাই (2004 সালের নোবেলজয়ী), শিরিন এদাবি (2003 সালের নোবেলজয়ী) । এই শতাব্দীর এই সমস্ত শান্তিকামী মানুষের আদর্শ গান্ধি । তাঁদেরই মতো বিশ্বের রাষ্ট্রনেতারাও যদি গান্ধির অহিংসার আদর্শকে মেনে নেন, তবে বিশ্বশান্তি বিঘ্নিত করার ক্ষমতা কারও থাকবে না ।

যে সব রাজনীতিবিদ ইতিহাসের গতি নির্ধারণ করেছেন, শান্তি, মানবতা ও সাম্যপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের মধ্যে অন্যতম মহাত্মা গান্ধি । 2 অক্টোবর তাঁর জন্মদিন ভারতে গান্ধি জয়ন্তী হিসেবে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় । পাশাপাশি 2007 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয় । রাষ্ট্রসংঘের সকল সদস্য দেশ এই দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে । তবে বিশ্বের অনেক দেশই গান্ধিকে সম্মানজ্ঞাপন করলেও তাঁর পথ অনুসরণে শান্তি স্থাপনে অনীহা প্রকাশ করে ।

ভারতের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় মহাত্মা গান্ধির আদর্শ, জীবন ও শিক্ষা অনুকরণীয় । গান্ধি সারা জীবন অহিংস আন্দোলন করেছেন । শান্তির বাণী শুনিয়েছেন । বর্তমান বিশ্বে যখন উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন গান্ধির আদর্শ আমাদের কাছে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে । মহাত্মা গান্ধির আদর্শ ও শিক্ষা সারা বিশ্বের মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে শান্তি স্থাপন করার কথা এককালে নেলসন ম্যান্ডেলা বা মার্টিন লুথার কিং জুনিয়র ভেবেছিলেন বটে । তবে বর্তমান প্রজন্মের অনেক নেতা তা ভাবেন না ।

ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ও অহিংস আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধি । তাঁর দীর্ঘ অথচ শান্তিপূর্ণ আন্দোলনই ভারতকে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে । তাঁর সেই অহিংস আন্দোলন, মানবতাবাদী দর্শন ও ধর্মীয় সহিষ্ণুতা শুধু ভারত নয়, সারা বিশ্বের জন্য এক আলোকস্তম্ভ । গান্ধি অহিংসার সঙ্গে আপোশ করতেন না । তাই চৌরি চৌরায় গণহত্যার পর গান্ধি মাঝপথে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন ।

গান্ধির সেই আন্দোলনের পথকে স্মরণ করিয়ে দিয়েই কত কয়েক বছরের শান্তির জন্য নোবেলজয়ীরা মনে করেন, তাঁর আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব । গান্ধিবাদে বিশ্বাসী সেই ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন, মারত্তি আহতিসারি (2008 সালের নোবেলজয়ী), মুহম্মদ ইউনুস (2006 সালের নোবেলজয়ী), ওয়াঙ্গারি মাথাই (2004 সালের নোবেলজয়ী), শিরিন এদাবি (2003 সালের নোবেলজয়ী) । এই শতাব্দীর এই সমস্ত শান্তিকামী মানুষের আদর্শ গান্ধি । তাঁদেরই মতো বিশ্বের রাষ্ট্রনেতারাও যদি গান্ধির অহিংসার আদর্শকে মেনে নেন, তবে বিশ্বশান্তি বিঘ্নিত করার ক্ষমতা কারও থাকবে না ।

Uttarkashi (Uttarakhand), Aug 21 (ANI): Three people died who were on-board a helicopter that was carrying relief material to flood-affected areas, after it crashed in Uttarkashi on August 21. The helicopter was going from Mori to Moldi, in Uttarkashi district. While speaking to ANI, Uttarakhand CM, Trivendra Singh Rawat announced a compensation of Rs 15 lakh for person's next of kin of those who lost their lives in crash.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.