ETV Bharat / bharat

সমগ্র বিশ্ব নমস্কার করছে, আসুন এটিকে অভ্যাসে পরিণত করি : মোদি - PMBJP

কোরোনা সংক্রমণে সতর্কতা অবলম্বন করতে জনঔষধি যোজনার অনুষ্ঠান থেকে বার্তা প্রধানমন্ত্রীর । বললেন, "আসুন সবাই মিলে আবার নমস্কার করার অভ্যাস করি।"

ছবি
ছবি
author img

By

Published : Mar 7, 2020, 1:54 PM IST

দিল্লি, 7 মার্চ : কোরোনা সংক্রমণ এড়াতে হাতে হাত না মিলিয়ে নমস্কার করতে বলা হচ্ছে । আজ জনঔষধির অনুষ্ঠানে সে কথাই বললেন প্রধানমন্ত্রী । নমস্কার করার যে অভ্যাস তৈরি হচ্ছে তা নিয়ে তিনি বলেন, "সমগ্র বিশ্ব এখন নমস্কার করছে । আসুন, আমরাও এটিকে অভ্যাসে পরিণত করি ।"

কোরোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দৈনন্দিন জীবনযাপনে একাধিক বিষয়ের উপর নজর দিতে বলা হচ্ছে সাধারণ মানুষকে । পরামর্শ দেওয়া হচ্ছে, ভিড় এড়াতে, কারও সঙ্গে হাত না মেলাতে, বার বার হাত ধুতে । ইতিমধ্যেই কোরোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একাধিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এনিয়ে একাধিক টুইটও করেছেন প্রধানমন্ত্রী । বলেছেন, অযথা আতঙ্কিত না হয়ে আগাম সতর্কতা অবলম্বন করতে । চিকিৎসকের পরামর্শ নিতে ।

আজ জনঔষধি প্রকল্পে উপভোক্তাদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে আরও একবার সচেতন করেন প্রধানমন্ত্রী। বলেন, "এই মুহূর্তে একে অন্যের সঙ্গে দেখা হলে সবাই হাত না মিলিয়ে নমস্কার করছেন । সমগ্র বিশ্ব এটিকে অভ্যাসে পরিণত করেছে । যদি কোনও কারণে আমরা এই অভ্যাস ভুলে গিয়ে থাকি, চলুন আবার এই অভ্যাস শুরু করা যাক । এটাই উপযুক্ত সময় ।"

আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এই যোজনার আওতায় এক কোটির বেশি পরিবার অল্প দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন । দেশে 6000-এর বেশি জনঔষধি কেন্দ্র সাধারণ মানুষের প্রায় 2000-2500 কোটি টাকা পর্যন্ত বাঁচাচ্ছে ।

দিল্লি, 7 মার্চ : কোরোনা সংক্রমণ এড়াতে হাতে হাত না মিলিয়ে নমস্কার করতে বলা হচ্ছে । আজ জনঔষধির অনুষ্ঠানে সে কথাই বললেন প্রধানমন্ত্রী । নমস্কার করার যে অভ্যাস তৈরি হচ্ছে তা নিয়ে তিনি বলেন, "সমগ্র বিশ্ব এখন নমস্কার করছে । আসুন, আমরাও এটিকে অভ্যাসে পরিণত করি ।"

কোরোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দৈনন্দিন জীবনযাপনে একাধিক বিষয়ের উপর নজর দিতে বলা হচ্ছে সাধারণ মানুষকে । পরামর্শ দেওয়া হচ্ছে, ভিড় এড়াতে, কারও সঙ্গে হাত না মেলাতে, বার বার হাত ধুতে । ইতিমধ্যেই কোরোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একাধিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এনিয়ে একাধিক টুইটও করেছেন প্রধানমন্ত্রী । বলেছেন, অযথা আতঙ্কিত না হয়ে আগাম সতর্কতা অবলম্বন করতে । চিকিৎসকের পরামর্শ নিতে ।

আজ জনঔষধি প্রকল্পে উপভোক্তাদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে আরও একবার সচেতন করেন প্রধানমন্ত্রী। বলেন, "এই মুহূর্তে একে অন্যের সঙ্গে দেখা হলে সবাই হাত না মিলিয়ে নমস্কার করছেন । সমগ্র বিশ্ব এটিকে অভ্যাসে পরিণত করেছে । যদি কোনও কারণে আমরা এই অভ্যাস ভুলে গিয়ে থাকি, চলুন আবার এই অভ্যাস শুরু করা যাক । এটাই উপযুক্ত সময় ।"

আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এই যোজনার আওতায় এক কোটির বেশি পরিবার অল্প দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন । দেশে 6000-এর বেশি জনঔষধি কেন্দ্র সাধারণ মানুষের প্রায় 2000-2500 কোটি টাকা পর্যন্ত বাঁচাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.