ETV Bharat / bharat

বিশ্ব ক্যানসার দিবস : মারণ রোগ থেকে কীভাবে দূরে থাকবেন - কলকাতা

এবছর বিশ্ব ক্যানসার দিবসের থিম 'আমি আছি এবং আমি থাকব' ৷ কীভাবে ক্যানসারকে হারাতে পারেন ? ক্যানসার থেকে দূরে থাকতে কী কী সাবধানতা অবলম্বন করবেন ? আসুন দেখে নেওয়া যাক ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 4, 2020, 10:41 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : প্রতি বছর ফেব্রুয়ারি মাসের চার তারিখ পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস ৷ এ বছর বিশ্ব ক্যানসার দিবসের থিম 'আমি আছি এবং আমি থাকব' ৷ সঠিক সময়ে চিকিৎসা না হলে ক্যানসার মারাত্মক আকার ধারণ করে ৷ বিশ্বে এই রোগে মৃত্যুর সংখ্যা অনেক বেশি ৷

বিশ্ব ক্যানসার দিবস

1933 সালে জেনিভাতে আন্তর্জাতিক ক্যানসার কন্ট্রোল সংস্থা প্রথম বিশ্ব ক্যানসার দিবস পালন করেছিল ৷ প্রতি বছর ফেব্রুয়ারি মাসের চার তারিখ ক্যানসার দিবস পালন করা হয় ৷ ক্যানসার নিয়ে সকলকে সচেতন করার জন্য 2000 সালের 4 ফেব্রুয়ারিতে বিশ্ব ক্যানসার সম্মেলনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ভারতীয় ক্যানসার সোসাইটি রিপোর্ট

ভারতীয় ক্যানসার সোসাইটির রিপোর্ট অনুযায়ী, আগামী 10 বছরে প্রায় 15 লাখ ভারতীয়র মধ্যে ক্যানসার দেখা দিতে পারে ৷ যাঁদের মধ্যে 50 শতাংশের মধ্যে দূরারোগ্য ক্যানসার দেখা দিতে পারে ৷

ক্যানসার আক্রান্ত পুরুষদের মধ্যে 25 শতাংশ মাড়িতে ও ফুসফুসে ক্যানসারের ফলে মারা যান ৷ অন্যদিকে, ক্যানসার আক্রান্ত মহিলাদের মধ্যে 25 শতাংশ ব্রেস্ট ও মাড়িতে ক্যানসারের ফলে মারা যান ৷ এই ধরনের ক্যানসার প্রথম ধাপে ধরা পড়লে চিকিৎসার পর তা থেকে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে ৷ এর ফলে ক্যানসারে মৃত্যুর সংখ্যা কমতে পারে ৷

ভারতে ক্যানসারের বোঝা

একটি সমীক্ষায় দেখা যায়, 1990 থেকে 2016-র মধ্যে ভারতের প্রতিটি রাজ্যে 28 ধরনের ক্যানসারে আক্রান্তর ঘটনা ঘটেছে ৷ পাশাপাশি, এই বছরের মধ্যে ক্যানসারের নতুন কেস ও মৃত্যুর সংখ্যা বেড়েছে ৷ ক্যানসারে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি কেরালা ও মিজ়োরামে ৷ এরপর রয়েছে হরিয়ানা, দিল্লি, কর্নাটক, গোয়া, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও অসম ৷ 1990 থেকে 2016-র মধ্যে ক্যানসারের DALY রেট 25.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

শরীরের এই পরিবর্তনগুলিতে নজর দিন

মুখে ঘা, টানা অনেক দিন ধরে কাশি, শরীরের কোথাও মাংসপিণ্ড বা অপ্রয়োজনীয় রক্তপাত ক্যানসারের সাধারণ লক্ষণ ৷ তবে, এই লক্ষণগুলি যে সবসময় ক্যানসারের জন্যই হবে তা নয় ৷ কিন্তু, সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ ৷

8টি ধাপ যা ক্যানসারের সম্ভাবনা কমায়

  • নুন খাওয়া কমান
  • সকালে সূর্যরশ্মি গায়ে লাগান
  • প্লাস্টিকের মধ্যে রাখা খাবার খাবেন না ৷
  • রেড মিট খাওয়া কমান
  • ওজন নিয়ন্ত্রণ করুন
  • ধূমপান বন্ধ করুন
  • পর্যাপ্ত ঘুম প্রয়োজন
  • ক্যানসারের পরীক্ষা করুন

ক্যানসারের সম্ভাবনা কমাতে কী খাবেন

অ্যামেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে রিসার্চ বেলিভিউ ও ডেনিস জিনগ্রাসের গবেষণা অনুযায়ী, খাওয়ারের অভ্যাস ক্যানসারের সম্ভাবনা কমায় ৷

টমেটো, ফুলকপি, ব্রকোলি, পালং শাক, রসুন, গ্রিন টি, মাছ (স্যালমন, টুনা), বেদানা ও আখরোট খেলে বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়া থেকে সাবধান থাকা যায় ৷

কলকাতা, 4 ফেব্রুয়ারি : প্রতি বছর ফেব্রুয়ারি মাসের চার তারিখ পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস ৷ এ বছর বিশ্ব ক্যানসার দিবসের থিম 'আমি আছি এবং আমি থাকব' ৷ সঠিক সময়ে চিকিৎসা না হলে ক্যানসার মারাত্মক আকার ধারণ করে ৷ বিশ্বে এই রোগে মৃত্যুর সংখ্যা অনেক বেশি ৷

বিশ্ব ক্যানসার দিবস

1933 সালে জেনিভাতে আন্তর্জাতিক ক্যানসার কন্ট্রোল সংস্থা প্রথম বিশ্ব ক্যানসার দিবস পালন করেছিল ৷ প্রতি বছর ফেব্রুয়ারি মাসের চার তারিখ ক্যানসার দিবস পালন করা হয় ৷ ক্যানসার নিয়ে সকলকে সচেতন করার জন্য 2000 সালের 4 ফেব্রুয়ারিতে বিশ্ব ক্যানসার সম্মেলনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ভারতীয় ক্যানসার সোসাইটি রিপোর্ট

ভারতীয় ক্যানসার সোসাইটির রিপোর্ট অনুযায়ী, আগামী 10 বছরে প্রায় 15 লাখ ভারতীয়র মধ্যে ক্যানসার দেখা দিতে পারে ৷ যাঁদের মধ্যে 50 শতাংশের মধ্যে দূরারোগ্য ক্যানসার দেখা দিতে পারে ৷

ক্যানসার আক্রান্ত পুরুষদের মধ্যে 25 শতাংশ মাড়িতে ও ফুসফুসে ক্যানসারের ফলে মারা যান ৷ অন্যদিকে, ক্যানসার আক্রান্ত মহিলাদের মধ্যে 25 শতাংশ ব্রেস্ট ও মাড়িতে ক্যানসারের ফলে মারা যান ৷ এই ধরনের ক্যানসার প্রথম ধাপে ধরা পড়লে চিকিৎসার পর তা থেকে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে ৷ এর ফলে ক্যানসারে মৃত্যুর সংখ্যা কমতে পারে ৷

ভারতে ক্যানসারের বোঝা

একটি সমীক্ষায় দেখা যায়, 1990 থেকে 2016-র মধ্যে ভারতের প্রতিটি রাজ্যে 28 ধরনের ক্যানসারে আক্রান্তর ঘটনা ঘটেছে ৷ পাশাপাশি, এই বছরের মধ্যে ক্যানসারের নতুন কেস ও মৃত্যুর সংখ্যা বেড়েছে ৷ ক্যানসারে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি কেরালা ও মিজ়োরামে ৷ এরপর রয়েছে হরিয়ানা, দিল্লি, কর্নাটক, গোয়া, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও অসম ৷ 1990 থেকে 2016-র মধ্যে ক্যানসারের DALY রেট 25.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

শরীরের এই পরিবর্তনগুলিতে নজর দিন

মুখে ঘা, টানা অনেক দিন ধরে কাশি, শরীরের কোথাও মাংসপিণ্ড বা অপ্রয়োজনীয় রক্তপাত ক্যানসারের সাধারণ লক্ষণ ৷ তবে, এই লক্ষণগুলি যে সবসময় ক্যানসারের জন্যই হবে তা নয় ৷ কিন্তু, সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ ৷

8টি ধাপ যা ক্যানসারের সম্ভাবনা কমায়

  • নুন খাওয়া কমান
  • সকালে সূর্যরশ্মি গায়ে লাগান
  • প্লাস্টিকের মধ্যে রাখা খাবার খাবেন না ৷
  • রেড মিট খাওয়া কমান
  • ওজন নিয়ন্ত্রণ করুন
  • ধূমপান বন্ধ করুন
  • পর্যাপ্ত ঘুম প্রয়োজন
  • ক্যানসারের পরীক্ষা করুন

ক্যানসারের সম্ভাবনা কমাতে কী খাবেন

অ্যামেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে রিসার্চ বেলিভিউ ও ডেনিস জিনগ্রাসের গবেষণা অনুযায়ী, খাওয়ারের অভ্যাস ক্যানসারের সম্ভাবনা কমায় ৷

টমেটো, ফুলকপি, ব্রকোলি, পালং শাক, রসুন, গ্রিন টি, মাছ (স্যালমন, টুনা), বেদানা ও আখরোট খেলে বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়া থেকে সাবধান থাকা যায় ৷

Hamilton (New Zealand), Feb 04 (ANI): While addressing a press conference ahead of ODI series with New Zealand, Indian Cricket Team captain Virat Kohli talked about playing eleven as Rohit Sharma will not be a part of the team after sustaining injury. He said, "It's unfortunate situation that Rohit can't be part of the series. He was always on the top of the list be it ODI, Test or T20. The thing is that we don't have one day tournament to look forward to so, it is actually ideal time for him to go away and rectify this as soon as he can. He played the T20 series, so from the team's balance point of view heading to the World Cup, it doesn't really hamper the combination as far as the T20 is concerned."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.