ETV Bharat / bharat

বিশ্ব ব্যাঙ্কের কাছে 2.5 বিলিয়ন ডলার ঋণ ভারতের - World Bank

এই ঋণ দেশের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও আর্থিক উন্নতির কথা ভেবেই নেওয়া হয়েছে । রাজ্যসভায় একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ।

Anurag Thakur
Anurag Thakur
author img

By

Published : Sep 16, 2020, 7:07 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : কোরোনা মোকবিলায় বিশ্ব ব্যাঙ্কের কাছে তিন ভাগে 2.5 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে ভারত । এই ঋণ দেশের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও আর্থিক উন্নতির খাতে দেওয়া হয়েছে । রাজ্যসভায় একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ।

এই ঋণে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপকৃত হবেন বলে তিনি জানান । রাজ্যসভায় তিনি বলেন, দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ার পর স্বাস্থ্যের কথা মাথায় রেখে 3 এপ্রিল প্রথম ভাগের এক বিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছিল । কোরোনা সংক্রমণ রুখতে, শনাক্তকরণে এবং চিকিৎসার উন্নতিতে সেই অর্থের 502.5 মিলিয়ন ব্যয় করা হয়েছে ।

অনুরাগ ঠাকুর জানান, বিশ্ব ব্যাঙ্ক থেকে দেশের আর্থিক সহায়তার দ্বিতীয় কিস্তি এসেছিল 15 মে এবং তা পুরোপুরি বিলি করা হয়েছে । রাজ্যসভায় তিনি জানান, দেশের সামাজিক সুরক্ষার খাতে 750 মিলিয়ন ডলারের দ্বিতীয় কিস্তি 15 মে স্বাক্ষরিত হয়েছিল । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ-এর আওতায় "একসেলেরেটিং ইন্ডিয়াজ় কোভিড-19 সোশাল প্রটেকশন রেসপন্স প্রোগ্রাম"-র মাধ্যমে সুবিধাভোগীদের ত্রাণ দেওয়া হয়েছে । দেশের আর্থিক উন্নতির খাতে 750 মিলিয়ন ডলারের তৃতীয় কিস্তি 6 জুলাই স্বাক্ষরিত হয়েছিল । এবং তা আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় ব্যয় হচ্ছে ।

উল্লেখ্য, বিশ্ব ব্যাঙ্কের সহায়তার প্রথম দিন থেকে ভারতে পাঁচ মিলিয়নেরও বেশি কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে। কোরোনায় মৃত্যু হয়েছে 82 হাজার 66 জনের । কোরোনা প্রাদুর্ভাবের দিক দিয়ে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত ।

দিল্লি, 16 সেপ্টেম্বর : কোরোনা মোকবিলায় বিশ্ব ব্যাঙ্কের কাছে তিন ভাগে 2.5 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে ভারত । এই ঋণ দেশের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও আর্থিক উন্নতির খাতে দেওয়া হয়েছে । রাজ্যসভায় একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ।

এই ঋণে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপকৃত হবেন বলে তিনি জানান । রাজ্যসভায় তিনি বলেন, দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ার পর স্বাস্থ্যের কথা মাথায় রেখে 3 এপ্রিল প্রথম ভাগের এক বিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছিল । কোরোনা সংক্রমণ রুখতে, শনাক্তকরণে এবং চিকিৎসার উন্নতিতে সেই অর্থের 502.5 মিলিয়ন ব্যয় করা হয়েছে ।

অনুরাগ ঠাকুর জানান, বিশ্ব ব্যাঙ্ক থেকে দেশের আর্থিক সহায়তার দ্বিতীয় কিস্তি এসেছিল 15 মে এবং তা পুরোপুরি বিলি করা হয়েছে । রাজ্যসভায় তিনি জানান, দেশের সামাজিক সুরক্ষার খাতে 750 মিলিয়ন ডলারের দ্বিতীয় কিস্তি 15 মে স্বাক্ষরিত হয়েছিল । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ-এর আওতায় "একসেলেরেটিং ইন্ডিয়াজ় কোভিড-19 সোশাল প্রটেকশন রেসপন্স প্রোগ্রাম"-র মাধ্যমে সুবিধাভোগীদের ত্রাণ দেওয়া হয়েছে । দেশের আর্থিক উন্নতির খাতে 750 মিলিয়ন ডলারের তৃতীয় কিস্তি 6 জুলাই স্বাক্ষরিত হয়েছিল । এবং তা আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় ব্যয় হচ্ছে ।

উল্লেখ্য, বিশ্ব ব্যাঙ্কের সহায়তার প্রথম দিন থেকে ভারতে পাঁচ মিলিয়নেরও বেশি কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে। কোরোনায় মৃত্যু হয়েছে 82 হাজার 66 জনের । কোরোনা প্রাদুর্ভাবের দিক দিয়ে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.