বেঙ্গালুরু, 16 সেপ্টেম্বর : হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার পক্ষে অমিত শাহের সওয়ালের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক । অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মুখ খুলেছেন একাধিক বিরোধী দলনেতা । ঝড় বয়েছে দক্ষিণের রাজ্য রাজনীতিতে । এবার এই বিষয়ে মুখ খুললেন দক্ষিণে একমাত্র BJP শাসিত রাজ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । অমিত শাহের প্রস্তাবে দৃঢ়ভাবে না জানালেন ইয়েদুরাপ্পা ।
আজ টুইট করে ইয়েদুরাপ্পা লেখেন, "আমাদের দেশের সমস্ত সরকারি ভাষাই সমান । যাই হোক, কর্নাটক বিষয়টি নিয়ে উদ্বিগ্ন । কন্নড় আমাদের রাজ্যের মূল ভাষা । কন্নড়ের গুরুত্বের সঙ্গে আমরা কখনই আপোস করব না । কন্নড় ভাষা এবং রাজ্যের সংস্কৃতি তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।"
-
All official languages in our country are equal. However, as far as Karnataka is concerned, #Kannada is the principal language. We will never compromise its importance and are committed to promote Kannada and our state's culture.
— CM of Karnataka (@CMofKarnataka) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All official languages in our country are equal. However, as far as Karnataka is concerned, #Kannada is the principal language. We will never compromise its importance and are committed to promote Kannada and our state's culture.
— CM of Karnataka (@CMofKarnataka) September 16, 2019All official languages in our country are equal. However, as far as Karnataka is concerned, #Kannada is the principal language. We will never compromise its importance and are committed to promote Kannada and our state's culture.
— CM of Karnataka (@CMofKarnataka) September 16, 2019
এর আগে গত সপ্তাহে, অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান । সরব হন DMK নেতা এম কে স্ট্যালিন ।
সম্প্রতি হিন্দি দিবসের অনুষ্ঠানে অমিত শাহ বলেছিলেন, "এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি । বিশ্বের দরবারে একটি ভাষার মাধ্যমে নিজেদের পরিচিতি দৃঢ় করা প্রয়োজন । ভাষা হিসেবে একমাত্র হিন্দি পারে ভারতকে এক সূত্রে গাঁথতে ।" এর বিরোধিতায় কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন টুইট করেন, 'হিন্দি দেশকে একত্রিত করতে পারে, এই দাবি অবান্তর । ওই ভাষাটি বেশিরভাগ ভারতীয়রই মাতৃভাষা নয় । তাদের অনুগত করে তোলার জন্যই হিন্দি চাপিয়ে দেওয়ার পদক্ষেপ । কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, অহিন্দিভাষীদের মাতৃভাষার বিরুদ্ধে যুদ্ধের ডাক ।"