ETV Bharat / bharat

আর্থিক সাহায্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন 2 হাজার মহিলা আইনজীবীর - financially drained advocates amid pandemic

শুক্রবার মহিলা আইনজীবীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেয় । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় আইনজীবীদের আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করা হয় ।

amit
amit
author img

By

Published : Jul 26, 2020, 2:32 PM IST

দিল্লি, 26 জুলাই : আর্থিকভাবে বিপর্যস্ত আইনজীবীদের সাহায্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানালেন প্রায় দু'হাজারের বেশি মহিলা আইনজীবী । ভার্চুয়াল আদালতের পরিকাঠামো উন্নত করার আবেদনও জানান তাঁরা ।

শুক্রবার অমিত শাহকে স্মারকলিপি পাঠান মহিলা আইনজীবীরা । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় আইনজীবীদের আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করা হয় । তার একটি কপি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরেও । পাশাপাশি আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছেও একটি করে পাঠানো হয় ।

এই স্মারকলিপির জন্য 21জুলাই থেকে সই সংগ্রহ শুরু করেছিলেন মহিলা আইনজীবীরা । 40 ঘণ্টার মধ্যে দুই হাজারের উপর আইনজীবীর থেকে সাড়া পাওয়া যায় । আইনজীবী মীরা খাদাক্কর এবং অর্চনা পাঠকও সই করেন ।

22 জুলাই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার, বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং অন্যদের তাদের মতামত জানিয়ে আবেদন করতে বলে সুপ্রিম কোর্ট।

মহিলা আইনজীবীদের তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, "এই আনলকের সময়েও আদালতে সেভাবে কাজকর্ম শুরু হয়নি । এবং ভার্চুয়াল আদালতেই একমাত্র কাজ হচ্ছে । বেশিরভাগ আইনজীবীর কাছে সঠিক পরিকাঠামো নেই । প্রযুক্তি নেই, যেমন ল্যাপটপ, স্ক্যানার, ভালো ওয়াই-ফাই পরিষেবা নেই । এমনকী ভার্চুয়াল শুনানির জন্য যথাযথ পরিসরও নেই ।"

এছাড়াও বলা হয়, মহিলা আইনজীবীদের উপর গভীর প্রভাব পড়েছে । মার্চ থেকেই আইনজীবীরা কঠিন সমস্যার মুখোমুখি বলে উল্লেখ করা হয় ওই স্মারকলিপিতে ।

দিল্লি, 26 জুলাই : আর্থিকভাবে বিপর্যস্ত আইনজীবীদের সাহায্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানালেন প্রায় দু'হাজারের বেশি মহিলা আইনজীবী । ভার্চুয়াল আদালতের পরিকাঠামো উন্নত করার আবেদনও জানান তাঁরা ।

শুক্রবার অমিত শাহকে স্মারকলিপি পাঠান মহিলা আইনজীবীরা । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় আইনজীবীদের আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করা হয় । তার একটি কপি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরেও । পাশাপাশি আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছেও একটি করে পাঠানো হয় ।

এই স্মারকলিপির জন্য 21জুলাই থেকে সই সংগ্রহ শুরু করেছিলেন মহিলা আইনজীবীরা । 40 ঘণ্টার মধ্যে দুই হাজারের উপর আইনজীবীর থেকে সাড়া পাওয়া যায় । আইনজীবী মীরা খাদাক্কর এবং অর্চনা পাঠকও সই করেন ।

22 জুলাই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার, বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং অন্যদের তাদের মতামত জানিয়ে আবেদন করতে বলে সুপ্রিম কোর্ট।

মহিলা আইনজীবীদের তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, "এই আনলকের সময়েও আদালতে সেভাবে কাজকর্ম শুরু হয়নি । এবং ভার্চুয়াল আদালতেই একমাত্র কাজ হচ্ছে । বেশিরভাগ আইনজীবীর কাছে সঠিক পরিকাঠামো নেই । প্রযুক্তি নেই, যেমন ল্যাপটপ, স্ক্যানার, ভালো ওয়াই-ফাই পরিষেবা নেই । এমনকী ভার্চুয়াল শুনানির জন্য যথাযথ পরিসরও নেই ।"

এছাড়াও বলা হয়, মহিলা আইনজীবীদের উপর গভীর প্রভাব পড়েছে । মার্চ থেকেই আইনজীবীরা কঠিন সমস্যার মুখোমুখি বলে উল্লেখ করা হয় ওই স্মারকলিপিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.