ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে উদ্ধার খাটিয়ায় বাঁধা দগ্ধ দেহ, পাশে খালি কার্তুজ - পুলিশ আধিকারিক লক্ষ্মী নিবাস মিশ্র

পুলিশ জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মহিলাকে শনাক্ত করা হবে এবং ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ৷

দগ্ধ মহিলার দেহ উদ্ধার বিজনোরে
দগ্ধ মহিলার দেহ উদ্ধার বিজনোরে
author img

By

Published : Jan 18, 2020, 12:19 PM IST

Updated : Jan 18, 2020, 12:27 PM IST

বিজনোর, 18 জানুয়ারি : খাটিয়ার সঙ্গে বেঁধে দেওয়া রয়েছে ৷ গোটা দেহ পোড়া ৷ উত্তরপ্রদেশের বিজনোর জেলায় অজ্ঞাতপরিচয় এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করা হল ৷ ঘটনাস্থান থেকে তিনটি খালি কার্তুজ়ও উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ওই মহিলাকে গুলি করে মারা হয়েছে ৷

গতকাল সন্ধ্যায় গ্রামের শেষপ্রান্তে একটি টিউবওয়েলের কাছে গ্রামবাসীরা খাটিয়ার সাথে বাঁধা দেহটি দেখতে পড়ে থাকতে দেখেন ৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহ শনাক্তকরণের কাজ করছে ৷ পুলিশ আধিকারিক লক্ষ্মীনিবাস মিশ্র বলেন, পরিচয় জানার জন্য ওই মহিলার DNA-এর নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ মহিলাকে যৌন নির্যাতন হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে সেটিও ৷

ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মহিলাকে শনাক্ত করা হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ৷

বিজনোর, 18 জানুয়ারি : খাটিয়ার সঙ্গে বেঁধে দেওয়া রয়েছে ৷ গোটা দেহ পোড়া ৷ উত্তরপ্রদেশের বিজনোর জেলায় অজ্ঞাতপরিচয় এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করা হল ৷ ঘটনাস্থান থেকে তিনটি খালি কার্তুজ়ও উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ওই মহিলাকে গুলি করে মারা হয়েছে ৷

গতকাল সন্ধ্যায় গ্রামের শেষপ্রান্তে একটি টিউবওয়েলের কাছে গ্রামবাসীরা খাটিয়ার সাথে বাঁধা দেহটি দেখতে পড়ে থাকতে দেখেন ৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহ শনাক্তকরণের কাজ করছে ৷ পুলিশ আধিকারিক লক্ষ্মীনিবাস মিশ্র বলেন, পরিচয় জানার জন্য ওই মহিলার DNA-এর নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ মহিলাকে যৌন নির্যাতন হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে সেটিও ৷

ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মহিলাকে শনাক্ত করা হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ৷

Lucknow (UP), Jan 18 (ANI): Muslim women continued to protest against the Citizenship (Amendment) Act and National Register of Citizens at Ghanta Ghar in Lucknow on January 18. A number of protestors participated in the protest rally. CAA came into effect from January 10 amid unrest.
Last Updated : Jan 18, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.