ETV Bharat / bharat

বিশেষ বিমানে গুজরাতে আটকে পড়া মা ও শিশুকে দেশে ফেরাল নিউজ়িল্যান্ড

2019-এর ডিসেম্বর মাসে গুজরাতে এসেছিলেন সাত মাসের সন্তানকে নিয়ে । ফেরার কথা ছিল মার্চে । সেইমতো ফেরার টিকিটও কাটা ছিল । কিন্তু লকডাউনের জেরে আটকে পড়েন । অবশেষে গতকাল ভালসদ জেলা প্রশাসনের সাহায্যে সাত মাসের শিশুকে নিয়ে নিউজ়িল্যান্ড ফিরে গেলেন মহিলা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 28, 2020, 1:11 PM IST

ভাদোদরা, 28 এপ্রিল : সাত মাসের বাচ্চা নিয়ে গুজরাতে আটকে পড়েছিলেন যুবতি । বিমানের ব্যবস্থা করে গুজরাত থেকে তাঁদের নিয়ে গেল নিউজ়িল্যান্ড সরকার ।

সামান্থা তালিয়ের । বাড়ি গুজরাতের পারদিতে । কর্মসূত্রে কয়েক বছর ধরে নিউজ়িল্যান্ডে রয়েছেন । এখন সেখানকার নাগরিক তিনি । 2019-এর ডিসেম্বর মাসে গুজরাতে এসেছিলেন সাত মাসের সন্তানকে সঙ্গে নিয়ে । ফেরার কথা ছিল মার্চে । সেইমতো ফেরার টিকিটও কাটা ছিল । কিন্তু লকডাউনের জেরে আন্তর্জাতিক ও অন্তঃদেশীয় সব বিমান বাতিল হয়ে যাওয়ায় তিনি ফিরতে পারেননি । এদিকে, নিউজ়িল্যান্ডে কাজের জন্য ফেরাও দরকার ছিল ।

নিউজ়িল্যান্ড সরকার ভারতে আটকে পড়া দেশের মানুষজনদের জন্য লোনের ব্যবস্থা করেছে । যে লোনের টাকা দিয়ে তাঁরা ফ্লাইট বুক করে নিউজ়িল্যান্ড ফিরতে পারবে । টাকা পরে শোধ করে দেওয়া যাবে । সেইমতোই সামান্থা সেই লোনের জন্য আবেদন করেন। কিন্তু তাঁর পাসপোর্ট ভাদোদরায় তাঁর শ্বশুরবাড়িতে থাকায় সমস্যা শুরু হয় । লকডাউনে পারদি থেকে ভাদোদরা যাওয়ার জন্য যানবাহনও পাওয়া যায়নি । এই পরিস্থিতিতে সামান্থার বাবা বিষয়টি জানান পারদি পৌরসভার ভাইস প্রেসিডেন্টকে । তিনি যোগাযোগ করেন পারদি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সঙ্গে । তাঁরাই ভাদোদরা যাওয়ার জন্য সরকারি পাসের আবেদন করার পরামর্শ দেন । আবেদনের 24 ঘণ্টার মাথায় পাস পেয়েও যান সামান্থা । সেইমতো পাস ব্যবহার করে ভাদোদরা থেকে পাসপোর্ট নিয়ে আসেন তিনি ।

এরপর ভালসদ জেলা প্রশাসনের সাহায্যে গতকাল সাত মাসের শিশুকে নিয়ে নিউজ়িল্যান্ড ফিরে যান সামান্থা ।

ভাদোদরা, 28 এপ্রিল : সাত মাসের বাচ্চা নিয়ে গুজরাতে আটকে পড়েছিলেন যুবতি । বিমানের ব্যবস্থা করে গুজরাত থেকে তাঁদের নিয়ে গেল নিউজ়িল্যান্ড সরকার ।

সামান্থা তালিয়ের । বাড়ি গুজরাতের পারদিতে । কর্মসূত্রে কয়েক বছর ধরে নিউজ়িল্যান্ডে রয়েছেন । এখন সেখানকার নাগরিক তিনি । 2019-এর ডিসেম্বর মাসে গুজরাতে এসেছিলেন সাত মাসের সন্তানকে সঙ্গে নিয়ে । ফেরার কথা ছিল মার্চে । সেইমতো ফেরার টিকিটও কাটা ছিল । কিন্তু লকডাউনের জেরে আন্তর্জাতিক ও অন্তঃদেশীয় সব বিমান বাতিল হয়ে যাওয়ায় তিনি ফিরতে পারেননি । এদিকে, নিউজ়িল্যান্ডে কাজের জন্য ফেরাও দরকার ছিল ।

নিউজ়িল্যান্ড সরকার ভারতে আটকে পড়া দেশের মানুষজনদের জন্য লোনের ব্যবস্থা করেছে । যে লোনের টাকা দিয়ে তাঁরা ফ্লাইট বুক করে নিউজ়িল্যান্ড ফিরতে পারবে । টাকা পরে শোধ করে দেওয়া যাবে । সেইমতোই সামান্থা সেই লোনের জন্য আবেদন করেন। কিন্তু তাঁর পাসপোর্ট ভাদোদরায় তাঁর শ্বশুরবাড়িতে থাকায় সমস্যা শুরু হয় । লকডাউনে পারদি থেকে ভাদোদরা যাওয়ার জন্য যানবাহনও পাওয়া যায়নি । এই পরিস্থিতিতে সামান্থার বাবা বিষয়টি জানান পারদি পৌরসভার ভাইস প্রেসিডেন্টকে । তিনি যোগাযোগ করেন পারদি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সঙ্গে । তাঁরাই ভাদোদরা যাওয়ার জন্য সরকারি পাসের আবেদন করার পরামর্শ দেন । আবেদনের 24 ঘণ্টার মাথায় পাস পেয়েও যান সামান্থা । সেইমতো পাস ব্যবহার করে ভাদোদরা থেকে পাসপোর্ট নিয়ে আসেন তিনি ।

এরপর ভালসদ জেলা প্রশাসনের সাহায্যে গতকাল সাত মাসের শিশুকে নিয়ে নিউজ়িল্যান্ড ফিরে যান সামান্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.