ETV Bharat / bharat

শ্লীলতাহানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা - চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা

শ্লীলতাহানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলাকে ৷ উত্তরপ্রদেশের প্রীতমবরপুর স্টেশনের ঘটনা ৷

Woman thrown off moving train
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 28, 2019, 10:33 AM IST

Updated : Dec 28, 2019, 11:06 AM IST

বরেলি, 28 ডিসেম্বর : শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল ৷ শুক্রবার রাতে উত্তরপ্রদেশের প্রীতমবরপুর স্টেশনের কাছে ঘটে ঘটনাটি ৷ মহিলাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

মুরাদাবাদ RPF-র অ্যাসিন্ট্যান্ট সিকিউরিটি কমিশনার জানিয়েছেন, "কাঠগুদাম এক্সপ্রেসের মহিলা কামরায় ঘটনাটি ঘটে । বর্তমানে মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি ৷

মহিলার দাবি, এক অপরিচিত ব্যক্তি তাঁকে উত্ত্যক্ত করছিল ৷ তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেয় সেই দুষ্কৃতী ৷

বরেলি, 28 ডিসেম্বর : শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল ৷ শুক্রবার রাতে উত্তরপ্রদেশের প্রীতমবরপুর স্টেশনের কাছে ঘটে ঘটনাটি ৷ মহিলাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

মুরাদাবাদ RPF-র অ্যাসিন্ট্যান্ট সিকিউরিটি কমিশনার জানিয়েছেন, "কাঠগুদাম এক্সপ্রেসের মহিলা কামরায় ঘটনাটি ঘটে । বর্তমানে মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি ৷

মহিলার দাবি, এক অপরিচিত ব্যক্তি তাঁকে উত্ত্যক্ত করছিল ৷ তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেয় সেই দুষ্কৃতী ৷

Raipur (Chhattisgarh), Dec 28 (ANI): While addressing at the 102nd annual conference of the Indian Economic Association at Raipur in Chhattisgarh on Dec 28, Vice President M Venkaiah Naidu said that proper coordination between Centre and State Governments will lead India to 3rd largest economy of the world. "It is true that there are some challenges in India economy that the growth has decline in this fiscal year. There are ups and down around the globe, we must be optimistic nor pessimistic we should not do self condemnation, if there is proper coordination between centre and state India will become the third largest economy,"
Last Updated : Dec 28, 2019, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.