ETV Bharat / bharat

ফরিদাবাদে প্রকাশ্যে যুবতিকে গুলি করে খুন, গ্রেপ্তার মূল অভিযুক্ত - ফরিদাবাদের খবর

ফরিদাবাদে যুবতিকে গুলি করে খুন । মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

haryna
haryna
author img

By

Published : Oct 27, 2020, 4:24 PM IST

Updated : Oct 27, 2020, 4:44 PM IST

ফরিদাবাদ, 27 অক্টোবর : প্রথমে যুবতিকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা । বাধা দেওয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি । ফরিদাবাদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিক্ষোভ । 21 বছরের নিকিতা তোমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি । পুলিশ ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত তৌসিফকে গ্রেপ্তার করেছে । যুবতিকে খুনের প্রতিবাদে চলে প্রতিবাদ-বিক্ষোভ । এদিকে পরিবারের অভিযোগ, নিকিতাকে আগেও উত্যক্ত করেছে তৌসিফ ।

গতকাল বিকেল 3টে 40 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । ফরিদাবাদের বল্লবগড়ের একটি কলেজের সামনে নিকিতাকে গুলি করে তৌসিফ । পরীক্ষা দিতে গিয়েছিলেন নিকিতা । বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ।

CCTV ফুটেজে দেখা যাচ্ছে, প্রথমে নিকিতা জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে । এদিকে হাত ছাড়াতে চাইছেন নিকিতা । তাঁর বান্ধবীও তাঁকে বাঁচাতে চেষ্টা করছেন । এরপরই নিকিতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওই যুবক । নিকিতা মাটিতে লুটিয়ে পড়েন । তাঁর বান্ধবীকে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । গাড়িতে উঠে পালিয়ে যায় দু'জন । পরে হাসপাতালে নিকিতার মৃত্যু হয় ।

ফরিদাবাদের পুলিশ আধিকারিক ও পি সিং বলেন, তৌসিফ ও তার বন্ধু রেহান গাড়িতে অপেক্ষা করছিল । তৌসিফ এবং নিকিতা একে অপরকে চিনত । 2018-তেও নিকিতাকে অপহরণ করেছিল সে । তৌসিফকে গ্রেপ্তার করা হয়েছে ।

কী হয়েছিল ঘটনাস্থানে ?

2018-তেও তৌসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নিকিতার বাবা । কিন্তু সেই অভিযোগ তুলে নেন । কেন ? নিকিতার বাবা বলেন, "আমার মেয়েকে আগেও হেনস্থা করেছিল তৌসিফ । আমরা অভিযোগ দায়ের করেছিলাম । কিন্তু আমার মেয়ের সম্মান রক্ষার্থে সেই অভিযোগ তুলে নিই । এখন ওরা আমার মেয়েকে মেরে ফেলল । আমার মেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল । সে জোর করে আমার মেয়েকে গাড়িতে তোলার চেষ্টা করে । না ওঠায় গুলি করে । "

মেয়ের হত্যাকারীর কঠোর শাস্তি চাইছেন নিকিতার মা । তিনি বলেন, "আমি চাই ওদের কঠোর শাস্তি হোক । ওদেরও এইভাবে গুলি করে মারা হোক ।"

এদিকে নিকিতার পরিবারের সদস্যরা ফিরোজ়াবাদে বিক্ষোভ দেখান । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা । ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি জানানো হয় ।

ফরিদাবাদ, 27 অক্টোবর : প্রথমে যুবতিকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা । বাধা দেওয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি । ফরিদাবাদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিক্ষোভ । 21 বছরের নিকিতা তোমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি । পুলিশ ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত তৌসিফকে গ্রেপ্তার করেছে । যুবতিকে খুনের প্রতিবাদে চলে প্রতিবাদ-বিক্ষোভ । এদিকে পরিবারের অভিযোগ, নিকিতাকে আগেও উত্যক্ত করেছে তৌসিফ ।

গতকাল বিকেল 3টে 40 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । ফরিদাবাদের বল্লবগড়ের একটি কলেজের সামনে নিকিতাকে গুলি করে তৌসিফ । পরীক্ষা দিতে গিয়েছিলেন নিকিতা । বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ।

CCTV ফুটেজে দেখা যাচ্ছে, প্রথমে নিকিতা জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে । এদিকে হাত ছাড়াতে চাইছেন নিকিতা । তাঁর বান্ধবীও তাঁকে বাঁচাতে চেষ্টা করছেন । এরপরই নিকিতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওই যুবক । নিকিতা মাটিতে লুটিয়ে পড়েন । তাঁর বান্ধবীকে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । গাড়িতে উঠে পালিয়ে যায় দু'জন । পরে হাসপাতালে নিকিতার মৃত্যু হয় ।

ফরিদাবাদের পুলিশ আধিকারিক ও পি সিং বলেন, তৌসিফ ও তার বন্ধু রেহান গাড়িতে অপেক্ষা করছিল । তৌসিফ এবং নিকিতা একে অপরকে চিনত । 2018-তেও নিকিতাকে অপহরণ করেছিল সে । তৌসিফকে গ্রেপ্তার করা হয়েছে ।

কী হয়েছিল ঘটনাস্থানে ?

2018-তেও তৌসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নিকিতার বাবা । কিন্তু সেই অভিযোগ তুলে নেন । কেন ? নিকিতার বাবা বলেন, "আমার মেয়েকে আগেও হেনস্থা করেছিল তৌসিফ । আমরা অভিযোগ দায়ের করেছিলাম । কিন্তু আমার মেয়ের সম্মান রক্ষার্থে সেই অভিযোগ তুলে নিই । এখন ওরা আমার মেয়েকে মেরে ফেলল । আমার মেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল । সে জোর করে আমার মেয়েকে গাড়িতে তোলার চেষ্টা করে । না ওঠায় গুলি করে । "

মেয়ের হত্যাকারীর কঠোর শাস্তি চাইছেন নিকিতার মা । তিনি বলেন, "আমি চাই ওদের কঠোর শাস্তি হোক । ওদেরও এইভাবে গুলি করে মারা হোক ।"

এদিকে নিকিতার পরিবারের সদস্যরা ফিরোজ়াবাদে বিক্ষোভ দেখান । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা । ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি জানানো হয় ।

Last Updated : Oct 27, 2020, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.