ETV Bharat / bharat

আদালতে গেলে উন্নাও-এর থেকেও খারাপ পরিণাম হবে, পোস্টার নির্যাতিতার বাড়িতে

চলতি বছর জুলাই মাসে ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতা । পুলিশ সোহরানকে গ্রেপ্তার করে ।  গতকাল সে জামিনে ছাড়া পায় । তারপরই গতকাল রাতে হুমকির পোস্টারটি দেখা যায় নির্যাতিতার বাড়ির দেওয়ালে ।

author img

By

Published : Dec 12, 2019, 8:53 PM IST

গ্রাফিক্স
গ্রাফিক্স

বাগপত (উত্তর প্রদেশ), 12 ডিসেম্বর : আদালতে হাজিরা দিলে উন্নাও-এর নির্যাতিতার থেকেও খারাপ পরিণাম হবে । উত্তর প্রদেশের বাগপতে গতকাল এক ধর্ষিতার বাড়ির সামনে এই হুমকি পোস্টার সাঁটা হয়েছে । এর জেরে আতঙ্কিত ওই নির্যাতিতা ও তাঁর পরিবার । হুমকি পোস্টারের ঘটনাটি সামনে আসার পর নির্যাতিতার বয়ানের ভিত্তিতে জামিনে বাইরে থাকা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

দিল্লির মুখার্জি নগরে গত বছর ধর্ষিত হন এই নির্যাতিতা । সোহরান সিং নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে । সোহরান পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে ধর্ষণ করেছিল বলে অভিযোগ । ধর্ষণের ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে পরে সে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করতে শুরু করে । চলতি বছর জুলাই মাসে ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতা । পুলিশ সোহরানকে গ্রেপ্তার করে । গতকাল সে জামিনে ছাড়া পায় । তারপরই গতকাল রাতে হুমকির পোস্টারটি দেখা যায় নির্যাতিতার বাড়ির দেওয়ালে ।

গত কয়েক বছরে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তর প্রদেশের উন্নাও-এর নাম একাধিকবার খবরের শিরোনামে এসেছে । দেশে অপরাধের হারও সব থেকে বেশি যোগী আদিত্যনাথের রাজ্যেই । উন্নাও-এ গণধর্ষণের দুটি ঘটনাই সারা দেশের নজর কেড়েছে । দুটি ক্ষেত্রেই মামলা চলাকালীন নির্যাতিতার উপর হামলা হয়েছে । একটি ক্ষেত্রে নির্যাতিতার গায়ে আগুন দেয় দুষ্কৃতীরা । পরে হাসপাতালে তার মৃত্যু হয় । সেই হামলার প্রসঙ্গ টেনে হুমকির পোস্টার সাঁটা হয় । বিষয়টি সামনে আসার পর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতাকে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে ।

বাগপত (উত্তর প্রদেশ), 12 ডিসেম্বর : আদালতে হাজিরা দিলে উন্নাও-এর নির্যাতিতার থেকেও খারাপ পরিণাম হবে । উত্তর প্রদেশের বাগপতে গতকাল এক ধর্ষিতার বাড়ির সামনে এই হুমকি পোস্টার সাঁটা হয়েছে । এর জেরে আতঙ্কিত ওই নির্যাতিতা ও তাঁর পরিবার । হুমকি পোস্টারের ঘটনাটি সামনে আসার পর নির্যাতিতার বয়ানের ভিত্তিতে জামিনে বাইরে থাকা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

দিল্লির মুখার্জি নগরে গত বছর ধর্ষিত হন এই নির্যাতিতা । সোহরান সিং নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে । সোহরান পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে ধর্ষণ করেছিল বলে অভিযোগ । ধর্ষণের ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে পরে সে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করতে শুরু করে । চলতি বছর জুলাই মাসে ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতা । পুলিশ সোহরানকে গ্রেপ্তার করে । গতকাল সে জামিনে ছাড়া পায় । তারপরই গতকাল রাতে হুমকির পোস্টারটি দেখা যায় নির্যাতিতার বাড়ির দেওয়ালে ।

গত কয়েক বছরে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তর প্রদেশের উন্নাও-এর নাম একাধিকবার খবরের শিরোনামে এসেছে । দেশে অপরাধের হারও সব থেকে বেশি যোগী আদিত্যনাথের রাজ্যেই । উন্নাও-এ গণধর্ষণের দুটি ঘটনাই সারা দেশের নজর কেড়েছে । দুটি ক্ষেত্রেই মামলা চলাকালীন নির্যাতিতার উপর হামলা হয়েছে । একটি ক্ষেত্রে নির্যাতিতার গায়ে আগুন দেয় দুষ্কৃতীরা । পরে হাসপাতালে তার মৃত্যু হয় । সেই হামলার প্রসঙ্গ টেনে হুমকির পোস্টার সাঁটা হয় । বিষয়টি সামনে আসার পর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতাকে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে ।

Amaravati (Andhra Pradesh), Dec 12 (ANI): Women legislators of YSRCP, on December 12, tied 'rakhi' (sacred-thread) to Chief Minister YS Jagan Mohan Reddy for introducing the 'Disha' Act for the women safety. The Andhra Pradesh Cabinet on December 11 under CM YS Jagan Mohan Reddy approved the enactment of the Andhra Pradesh Criminal Law (Amendment) Act also known as the 'Disha' Act that provides for harsher punishments, including the death sentence, to those guilty of heinous crimes against women. As announced earlier in the Assembly by Chief Minister, in the presence of adequate conclusive evidence in cases of crime against women such as rape, acid attacks among others the judgment must be pronounced within 21 days and trial must be completed in 14 days.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.