তিতলাগড়(ওড়িশা), 5 জুন : তেলাঙ্গানা থেকে ওড়িশাগামী শ্রমিক স্পেশালে জন্ম নিল একটি শিশু। জানা গিয়েছে, মা ও শিশু- দুজনেই সুস্থ রয়েছে।
তেলাঙ্গানার লিঙ্গামপালি থেকে ওড়িশার বালানগির যাচ্ছিলেন থদিবাহাল গ্রামের বাসিন্দা 19 বছরের মিনা কুম্ভর। চলন্ত ট্রেনেই তিনি সন্তান প্রসব করেন। পরে তাদের তিতলাগড়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।
পূর্ব উপকূল রেলওয়ের শ্রমিক স্পেশাল ট্রেনে এই নিয়ে তৃতীয় শিশু জন্ম গ্রহণ করল । শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতে এখনও পর্যন্ত 37টি শিশু জন্মগ্রহণ করেছে।