ETV Bharat / bharat

লখনউয়ে লোকভবনের কাছে আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের, সাসপেন্ড 4 পুলিশকর্মী - 4 Cops Suspended

গত সন্ধ্যায় লখনউয়ের রাস্তায় গায়ে আগুন দেয় গুড়িয়া ও তাঁর মেয়ে । গুড়িয়ার অবস্থা আশঙ্কাজনক । লখনউয়ের ওই রাস্তাতেই রয়েছে যোগী আদিত্যনাথের একটি কার্যালয় এবং বিধানসভা । ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ।

up
up
author img

By

Published : Jul 18, 2020, 9:06 PM IST

লখনউ, 18জুলাই : উত্তরপ্রদেশে লোকভবনের কাছে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের । দুইজনকেই উদ্ধার করে লখনউয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একজনের অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনায় আবার আঙুল উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের দিকেই । তাদের নিষ্ক্রিয়তাই ওই দুইজনকে এইরকম পদক্ষেপ করতে বাধ্য করেছে বলে অভিযোগ বিরোধীদের । চারজন পুলিশকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে । MIM নেতা কাদির খান এবং কংগ্রেস নেতা অনুপ প্যাটেলকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গত সন্ধ্যায় লখনউয়ের রাস্তায় গায়ে আগুন দেয় গুড়িয়া ও তাঁর মেয়ে । গুড়িয়ার অবস্থা আশঙ্কাজনক । লখনউয়ের ওই রাস্তাতেই রয়েছে যোগী আদিত্যনাথের একটি কার্যালয় এবং বিধানসভা । যুগ্ম পুলিশ কমিশনার নবীন আরোরা বলেন, "দুইজন যুবতি লোকভবনের কাছে আত্মহত্যার চেষ্টা করেন । একজনকে পুলিশ বাঁচিয়েছে । অন্যজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের COVID-19 পরীক্ষা করা হবে । "

তবে কেন গুড়িয়া ও তাঁর মেয়ে এইরকম পদক্ষেপ করল, সেই প্রশ্ন উঠতেই পুলিশের নিষ্ক্রিয়তা প্রকাশ্যে আসে । আহত মা ও মেয়ের অভিযোগ, নর্দমা নিয়ে বিবাদের জেরে ওই তাঁদের হুমকি দেওয়া হয়েছিল । পুলিশে জানালেও কোনও পদক্ষেপ করেনি তারা । এবং অন্যদলের সঙ্গে জোট বেঁধে তাদের হেনস্থা করেছিল । ওই গ্রামের থানার ইন-চার্জকে সাসপেন্ড করা হয়েছে ।

MIM নেতা কাদির খান সহ মোট চারজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । লখনউ পুলিশ কমিশনার সুজিত পাণ্ডে জানিয়েছেন, "এই দুইজনকে প্ররোচিত করার ক্ষেত্রে কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে । আমরা ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে FIR দায়ের করেছি । একজন সাব-ইন্সপেক্টর, এক হেড কন্সটেবল এবং দুই কন্সটেবলকে সাসপেন্ড করা হয়েছে ।"

এই ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন বিরোধীরা । প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী নেতা অখিলেশ যাদব যোগী সরকারকেই দায়ী করেছেন । তিনি বলেন, "লখনউয়ে লোকভবনের সামনে দুই মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন । কারণ তাঁদের হেনস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ । BJP সরকারে গরিবের কথা কেউ শোনে না । "

লখনউ, 18জুলাই : উত্তরপ্রদেশে লোকভবনের কাছে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের । দুইজনকেই উদ্ধার করে লখনউয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একজনের অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনায় আবার আঙুল উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের দিকেই । তাদের নিষ্ক্রিয়তাই ওই দুইজনকে এইরকম পদক্ষেপ করতে বাধ্য করেছে বলে অভিযোগ বিরোধীদের । চারজন পুলিশকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে । MIM নেতা কাদির খান এবং কংগ্রেস নেতা অনুপ প্যাটেলকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গত সন্ধ্যায় লখনউয়ের রাস্তায় গায়ে আগুন দেয় গুড়িয়া ও তাঁর মেয়ে । গুড়িয়ার অবস্থা আশঙ্কাজনক । লখনউয়ের ওই রাস্তাতেই রয়েছে যোগী আদিত্যনাথের একটি কার্যালয় এবং বিধানসভা । যুগ্ম পুলিশ কমিশনার নবীন আরোরা বলেন, "দুইজন যুবতি লোকভবনের কাছে আত্মহত্যার চেষ্টা করেন । একজনকে পুলিশ বাঁচিয়েছে । অন্যজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের COVID-19 পরীক্ষা করা হবে । "

তবে কেন গুড়িয়া ও তাঁর মেয়ে এইরকম পদক্ষেপ করল, সেই প্রশ্ন উঠতেই পুলিশের নিষ্ক্রিয়তা প্রকাশ্যে আসে । আহত মা ও মেয়ের অভিযোগ, নর্দমা নিয়ে বিবাদের জেরে ওই তাঁদের হুমকি দেওয়া হয়েছিল । পুলিশে জানালেও কোনও পদক্ষেপ করেনি তারা । এবং অন্যদলের সঙ্গে জোট বেঁধে তাদের হেনস্থা করেছিল । ওই গ্রামের থানার ইন-চার্জকে সাসপেন্ড করা হয়েছে ।

MIM নেতা কাদির খান সহ মোট চারজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । লখনউ পুলিশ কমিশনার সুজিত পাণ্ডে জানিয়েছেন, "এই দুইজনকে প্ররোচিত করার ক্ষেত্রে কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে । আমরা ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে FIR দায়ের করেছি । একজন সাব-ইন্সপেক্টর, এক হেড কন্সটেবল এবং দুই কন্সটেবলকে সাসপেন্ড করা হয়েছে ।"

এই ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন বিরোধীরা । প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী নেতা অখিলেশ যাদব যোগী সরকারকেই দায়ী করেছেন । তিনি বলেন, "লখনউয়ে লোকভবনের সামনে দুই মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন । কারণ তাঁদের হেনস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ । BJP সরকারে গরিবের কথা কেউ শোনে না । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.