দুমকা(ঝাড়খণ্ড), 9 ডিসেম্বর : দুমকা জেলার মুফসসিল থানা এলাকায় 35 বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল । এই ঘটনায় 17 জন অভিযুক্ত । জেলার ডিআইজি এবং পুলিশ খোদ ঘটনাটি খতিয়ে দেখছে ।
সাঁওতাল পরগনার এডিজি সুদর্শন মণ্ডল জানান, গতকাল রাতে ওই মহিলা স্বামীর সাথে বাজার করে ফিরছিলেন । নির্যাতিতার অভিযোগ, সেইসময় 17 জন মিলে তার উপর যৌন নির্যাতন চালায় ।
তিনি আরও জানান, নির্যাতিতাকে আপাতত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । পুলিশ সমস্তরকমভাবে তদন্ত শুরু করেছে ।