দিল্লি, 16 জুন : 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 10 হাজার 667 জন ৷ তবে গত কয়েকদিনের তুলনায় সংখ্যাটা কিছুটা কম । মৃত্যু হয়েছে 380 জনের ৷
এই নিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 3 লাখ 43 হাজার 91 ৷ সুস্থ হয়েছেন মোট 1 লাখ 80 হাজার 13 জন ৷ চিকিৎসাধীন মোট 1 লাখ 53 হাজার 178 জন ৷ মোট মৃতের সংখ্যা 9 হাজার 900 ৷
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়ার পরই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত । এখনও পর্যন্ত দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে । এখানে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে । সেখানে আক্রান্তের সংখ্যা 1 লাখ 10 হাজার 744 ৷ তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু । সেখানে আক্রান্তের সংখ্যা 46 হাজার 504 ৷ তৃতীয় স্থানেই রয়েছে দিল্লি ৷ সেখানে আক্রান্তের সংখ্যা 42 হাজার 829 ৷
দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের ফেরার পর বেড়েছে সংক্রমণ । মৃত্যুর নিরিখে বিশ্বে 9 নম্বরে উঠে এসেছে ভারত । এদিকে বাড়তে থাকা কোরোনা সংক্রমণ প্রতিরোধে আজ ও আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী ৷