ETV Bharat / bharat

6 মাস পর ককপিটে অভিনন্দন - Abhinandan Starts Flying MiG 21

পাকিস্তানের হেপাজত থেকে দেশে ফেরার তিনদিনের মাথায় ককপিটে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । সেইসময় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া জানিয়েছিলেন, অভিনন্দনের ফিট হওয়ার খবর মিললেই ককপিটে ফিরতে পারবেন তিনি । দীর্ঘ 6 মাস পর ফের MIG-21 এর ককপিটে ফিরলেন অভিনন্দন ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 22, 2019, 4:32 AM IST

দিল্লি, 22 অগাস্ট : 6 মাস পর ককপিটে ফিরলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । বায়ুসেনার এক আধিকারিক জানান, ইতিমধ্যেই তিনি যুদ্ধবিমান MIG-21 চালাতে শুরু করে দিয়েছেন ।

14 ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলা করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ । এর বারোদিনের মাথায় 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা । পরেরদিন 27 ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান বায়ুসেনা F-16 যুদ্ধবিমান । পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান । যার মধ্যে একটি MIG-21 বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন । তিনি একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন । ওইসময় পাকিস্তান তাঁর বিমানটিকে গুলি করে ৷ উইং কমান্ডার অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে করে ঝাঁপ দেন । এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ল্যান্ড করেন তিনি । সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয় ।

দীর্ঘ টালবাহানার পর 1 মার্চ রাত 9টা 21 মিনিটে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন । সেদিন রাতেই তাঁকে দিল্লি ক্যান্টনমেন্টের রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু'দিন ধরে সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয় । জানানো হয় আরও এক সপ্তাহের বেশি তাঁকে হাসপাতালেই কাটাতে হবে ।

সংবাদসংস্থা PTI সূত্রে জানা যায়, হাসপাতালে শারীরিক চিকিৎসা চলাকালীন ঊর্ধ্বতন কমান্ডার ও চিকিৎসকদের কাছে ককপিটে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অভিনন্দন ।

সেইসময় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেছিলেন, "অভিনন্দন আবার নিজের ছন্দে আকাশে উড়বেন কি না তা নির্ভর করছে তাঁর শারীরিক সক্ষমতার উপর । যখনই তাঁর ফিট হওয়ার খবর পাওয়া যাবে তিনি আবার ককপিটে ফিরবেন ।"

দীর্ঘ 6 মাস পর ককপিটে ফেরার ইচ্ছাপূরণ হল অভিনন্দনের । এই মুহূর্তে অভিনন্দন বায়ুসেনার রাজস্থান বেসে কর্তব্যরত ।

দিল্লি, 22 অগাস্ট : 6 মাস পর ককপিটে ফিরলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । বায়ুসেনার এক আধিকারিক জানান, ইতিমধ্যেই তিনি যুদ্ধবিমান MIG-21 চালাতে শুরু করে দিয়েছেন ।

14 ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলা করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ । এর বারোদিনের মাথায় 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা । পরেরদিন 27 ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান বায়ুসেনা F-16 যুদ্ধবিমান । পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান । যার মধ্যে একটি MIG-21 বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন । তিনি একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন । ওইসময় পাকিস্তান তাঁর বিমানটিকে গুলি করে ৷ উইং কমান্ডার অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে করে ঝাঁপ দেন । এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ল্যান্ড করেন তিনি । সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয় ।

দীর্ঘ টালবাহানার পর 1 মার্চ রাত 9টা 21 মিনিটে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন । সেদিন রাতেই তাঁকে দিল্লি ক্যান্টনমেন্টের রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু'দিন ধরে সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয় । জানানো হয় আরও এক সপ্তাহের বেশি তাঁকে হাসপাতালেই কাটাতে হবে ।

সংবাদসংস্থা PTI সূত্রে জানা যায়, হাসপাতালে শারীরিক চিকিৎসা চলাকালীন ঊর্ধ্বতন কমান্ডার ও চিকিৎসকদের কাছে ককপিটে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অভিনন্দন ।

সেইসময় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেছিলেন, "অভিনন্দন আবার নিজের ছন্দে আকাশে উড়বেন কি না তা নির্ভর করছে তাঁর শারীরিক সক্ষমতার উপর । যখনই তাঁর ফিট হওয়ার খবর পাওয়া যাবে তিনি আবার ককপিটে ফিরবেন ।"

দীর্ঘ 6 মাস পর ককপিটে ফেরার ইচ্ছাপূরণ হল অভিনন্দনের । এই মুহূর্তে অভিনন্দন বায়ুসেনার রাজস্থান বেসে কর্তব্যরত ।

Kolkata (West Bengal), Aug 22 (ANI): While speaking to ANI about getting trolled on twitter famous lyricist, poet and writer of Bollywood industry, Javed Akhtar said, "I am being trolled everyday and since last 2-3 days there are lots of hate messages on my twitter because I have made my comment and given my point of view on Pakistan Prime Minister Imran Khan's tweet so some people are upset with me." "I get trolled by all Muslim extremists and Hindu extremists but, as long as both the brigades are abusing me I am totally convinced that I am saying something right," Akhtar added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.