ETV Bharat / bharat

"কাশ্মীরে আসুন, প্লেন পাঠাব", রাহুলকে কটাক্ষ সত্যপাল মালিকের - jammu an kashmir

সম্প্রতি কাশ্মীরের পরিস্থিতি প্রসঙ্গে রাহুল গান্ধির মন্তব্যের কড়া সমালোচনা করেন সত্যপাল মালিক ।

রাহুলকে কটাক্ষ সত্যপাল মালিকের
author img

By

Published : Aug 13, 2019, 1:06 PM IST

শ্রীনগর, 13 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি দেখতে রাহুল গান্ধির জন্য প্লেন পাঠাবেন । গতকাল এ কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । সম্প্রতি কাশ্মীরের পরিস্থিতি প্রসঙ্গে রাহুল গান্ধির মন্তব্যের কড়া সমালোচনা করেন সত্যপাল মালিক । তিনি রাহুলকে কাশ্মীরে এসে পরিস্থিতি দেখে যেতে বলেন ।

সত্যপাল মালিক বলেন, "আমি রাহুল গান্ধিকে এখানে আসতে আমন্ত্রণ জানিয়েছি । আমি ওনাকে একটি প্লেন পাঠিয়ে দেব । তিনি এখানে এসে পরিস্থিতি পর্যালোচনা করুন । তারপর এই বিষয়ে কথা বলুন । উনি একজন দায়িত্ববান নাগরিক । তাঁর এ ভাবে কথা বলা উচিত না ।"

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই কংগ্রেস ও কয়েকটি বিরোধী দলের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন । এরই মধ্যে রাহুল গান্ধি শনিবার দাবি করেছিলেন, জম্মু ও কাশ্মীর থেকে হিংসার কিছু খবর এসেছে ।

কাশ্মীর উপত্যকা "বন্দীশিবিরে" পরিণত করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে এক প্রশ্নের জবাবে সত্যপাল মালিক বলেন, "আমি জানি বন্দীশিবির কী । আমি 30 বার কারাগারে গিয়েছি । তবু আমি এটিকে বন্দীশিবির বলব না । কংগ্রেস জরুরি অবস্থার সময় মানুষকে দেড় বছরের জন্য বন্দী করেছিল । কিন্তু কেউই সেগুলোকে বন্দীশিবির বলেনি । নিরাপত্তার জন্য আটক করাকে কি বন্দীশিবির বলে?"

শ্রীনগর, 13 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি দেখতে রাহুল গান্ধির জন্য প্লেন পাঠাবেন । গতকাল এ কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । সম্প্রতি কাশ্মীরের পরিস্থিতি প্রসঙ্গে রাহুল গান্ধির মন্তব্যের কড়া সমালোচনা করেন সত্যপাল মালিক । তিনি রাহুলকে কাশ্মীরে এসে পরিস্থিতি দেখে যেতে বলেন ।

সত্যপাল মালিক বলেন, "আমি রাহুল গান্ধিকে এখানে আসতে আমন্ত্রণ জানিয়েছি । আমি ওনাকে একটি প্লেন পাঠিয়ে দেব । তিনি এখানে এসে পরিস্থিতি পর্যালোচনা করুন । তারপর এই বিষয়ে কথা বলুন । উনি একজন দায়িত্ববান নাগরিক । তাঁর এ ভাবে কথা বলা উচিত না ।"

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই কংগ্রেস ও কয়েকটি বিরোধী দলের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন । এরই মধ্যে রাহুল গান্ধি শনিবার দাবি করেছিলেন, জম্মু ও কাশ্মীর থেকে হিংসার কিছু খবর এসেছে ।

কাশ্মীর উপত্যকা "বন্দীশিবিরে" পরিণত করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে এক প্রশ্নের জবাবে সত্যপাল মালিক বলেন, "আমি জানি বন্দীশিবির কী । আমি 30 বার কারাগারে গিয়েছি । তবু আমি এটিকে বন্দীশিবির বলব না । কংগ্রেস জরুরি অবস্থার সময় মানুষকে দেড় বছরের জন্য বন্দী করেছিল । কিন্তু কেউই সেগুলোকে বন্দীশিবির বলেনি । নিরাপত্তার জন্য আটক করাকে কি বন্দীশিবির বলে?"

Intro:Body:

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/the-nilgiris/elephant-worshipped-in-temple/tamil-nadu20190813070430944

Elephants worshipped God!

The Nilgiris: Elephants worshipped God by doing squats and ringing the temple bell. The delighted scene was happened on 'World Elephant Day' (August 12).

'Muthumalai Theppakadu Elephant Camp' has celebrated  'World Elephant Day'. It has 25 elephants and all the elephants had shower early in the morning. The camp labours decorated the elephants by putting bindhi in sandles.

Followed by this, the elephants named as Krishna, Kiri were raisen their trumps, done squuats, and rang temple bell as a sign of worshipping God. 

After worshipping God, elephants have straightly taken for the food. Special foods have given since its World Elephant Day. The labours offered fruits, coconut, and also special vitamin medicines. Tourists have offered them sugarcane with pleasure.

Many tourists and forest officers have participated in World Elephant Day. 
 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.