শ্রীনগর, 13 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি দেখতে রাহুল গান্ধির জন্য প্লেন পাঠাবেন । গতকাল এ কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । সম্প্রতি কাশ্মীরের পরিস্থিতি প্রসঙ্গে রাহুল গান্ধির মন্তব্যের কড়া সমালোচনা করেন সত্যপাল মালিক । তিনি রাহুলকে কাশ্মীরে এসে পরিস্থিতি দেখে যেতে বলেন ।
সত্যপাল মালিক বলেন, "আমি রাহুল গান্ধিকে এখানে আসতে আমন্ত্রণ জানিয়েছি । আমি ওনাকে একটি প্লেন পাঠিয়ে দেব । তিনি এখানে এসে পরিস্থিতি পর্যালোচনা করুন । তারপর এই বিষয়ে কথা বলুন । উনি একজন দায়িত্ববান নাগরিক । তাঁর এ ভাবে কথা বলা উচিত না ।"
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই কংগ্রেস ও কয়েকটি বিরোধী দলের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন । এরই মধ্যে রাহুল গান্ধি শনিবার দাবি করেছিলেন, জম্মু ও কাশ্মীর থেকে হিংসার কিছু খবর এসেছে ।
কাশ্মীর উপত্যকা "বন্দীশিবিরে" পরিণত করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে এক প্রশ্নের জবাবে সত্যপাল মালিক বলেন, "আমি জানি বন্দীশিবির কী । আমি 30 বার কারাগারে গিয়েছি । তবু আমি এটিকে বন্দীশিবির বলব না । কংগ্রেস জরুরি অবস্থার সময় মানুষকে দেড় বছরের জন্য বন্দী করেছিল । কিন্তু কেউই সেগুলোকে বন্দীশিবির বলেনি । নিরাপত্তার জন্য আটক করাকে কি বন্দীশিবির বলে?"