ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর সাহস থাকলে বিহারের জন্য স্পেশাল স্টেটাস ঘোষণা করুক, চ্যালেঞ্জ সুরজেওয়ালার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিহার বিধানসভা নির্বাচনের আগে আজ সেখানে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তার আগে প্রধানমন্ত্রীর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷

will-pm-modi-show-courage-to-announce-special-status-for-bihar-asks-congress
বিহার নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণ সুরজেওয়ালার
author img

By

Published : Oct 23, 2020, 9:38 PM IST

দিল্লি, 23 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷ কার্যত চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহস থাকলে নির্বাচনের আগে বিহারের জন্য় স্পেশাল স্টেটাস ঘোষণা করুক ৷ প্রধানমন্ত্রীর কি সেই সাহস আছে ? তাঁর অভিযোগ, 2015 বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভাগলপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু পরের নির্বাচন চলে এলেও একটিও ইট ভাগলপুরের বিশ্ববিদ্য়ালয়ের জন্য় গাঁথা হয়নি ৷ শুধু ভাগলপুর বিশ্ববিদ্য়ালয় নয়, গত বিধানসভা নির্বাচন ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর বিহারের জন্য করা একাধিক প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন সুরজেওয়ালা ৷

প্রধানমন্ত্রীর উদ্দেশে 10টি প্রশ্ন রাখেন তিনি । বলেন, কেন প্রধানমন্ত্রী বিহারের যুবকদের ভবিষ্য়তের প্রশ্নে মুখ ফিরিয়ে রেখেছেন ? তাঁর অভিযোগ, 2015 সালে 500 কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় তৈরির প্রতিশ্রুতি পালন করেননি প্রধানমন্ত্রী ৷ এমনকী স্কিল ডেভেলপমেন্ট নিয়েও প্রধানমন্ত্রী কোনও কাজ বিহারে করতে পারেননি ৷ তিনি বলেন, নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী বিহারে স্কিল ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল ৷ কিন্তু, সেটা বিহার থেকে সরে বারাণসীতে হয়ে গেল ৷ পাশাপাশি বক্সারের চৌসায় 1300 মেগা ওয়াটের থার্মাল পাওয়ার ইউনিটের প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী পূরন করেননি ৷

তাঁর প্রশ্ন, পাঁচ বছরে কেন দেড় হাজার কোটি টাকা খরচে পটনায় ছয় লেনের রাস্তা তৈরি হল না ? এমনকী বিহারে একাধিক প্রকল্প ঘোষণা হয়েও তালাবন্ধ অবস্থায় কেন পড়ে রয়েছে ?

দিল্লি, 23 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷ কার্যত চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহস থাকলে নির্বাচনের আগে বিহারের জন্য় স্পেশাল স্টেটাস ঘোষণা করুক ৷ প্রধানমন্ত্রীর কি সেই সাহস আছে ? তাঁর অভিযোগ, 2015 বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভাগলপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু পরের নির্বাচন চলে এলেও একটিও ইট ভাগলপুরের বিশ্ববিদ্য়ালয়ের জন্য় গাঁথা হয়নি ৷ শুধু ভাগলপুর বিশ্ববিদ্য়ালয় নয়, গত বিধানসভা নির্বাচন ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর বিহারের জন্য করা একাধিক প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন সুরজেওয়ালা ৷

প্রধানমন্ত্রীর উদ্দেশে 10টি প্রশ্ন রাখেন তিনি । বলেন, কেন প্রধানমন্ত্রী বিহারের যুবকদের ভবিষ্য়তের প্রশ্নে মুখ ফিরিয়ে রেখেছেন ? তাঁর অভিযোগ, 2015 সালে 500 কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় তৈরির প্রতিশ্রুতি পালন করেননি প্রধানমন্ত্রী ৷ এমনকী স্কিল ডেভেলপমেন্ট নিয়েও প্রধানমন্ত্রী কোনও কাজ বিহারে করতে পারেননি ৷ তিনি বলেন, নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী বিহারে স্কিল ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল ৷ কিন্তু, সেটা বিহার থেকে সরে বারাণসীতে হয়ে গেল ৷ পাশাপাশি বক্সারের চৌসায় 1300 মেগা ওয়াটের থার্মাল পাওয়ার ইউনিটের প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী পূরন করেননি ৷

তাঁর প্রশ্ন, পাঁচ বছরে কেন দেড় হাজার কোটি টাকা খরচে পটনায় ছয় লেনের রাস্তা তৈরি হল না ? এমনকী বিহারে একাধিক প্রকল্প ঘোষণা হয়েও তালাবন্ধ অবস্থায় কেন পড়ে রয়েছে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.