ETV Bharat / bharat

বিহারে বিধানসভা নির্বাচনের আগে NDA জোট কি ভাঙতে চলেছে ? - NDA

বিহারে NDA জোটের শরিক JDU ও LJP-র মধ্যে সংঘাত বেড়েছে । সোমবার LJP সংসদীয় বোর্ডের একটি বৈঠক হয় । সেখানে বোর্ডের সদস্যরা বলেন নীতিশ কুমারের নেতৃত্বে LJP যেন কোনও নির্বাচন না করে ।

Election
Election
author img

By

Published : Sep 8, 2020, 2:12 PM IST

পটনা , 8 সেপ্টেম্বর : সামনেই বিহার বিধানসভা নির্বাচন । এদিকে , NDA- তে সবকিছু স্বাভাবিক নেই । জোটের শরিক JDU ও LJP-র মধ্যে সংঘাত বেড়েছে। সূত্রের খবর , সোমবার LJP সংসদীয় বোর্ডের বৈঠকে চিরাগ পাসওয়ানের সামনে JDU-র বক্তব্য নিয়ে সমস্ত সদস্য অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

143 টি আসনে প্রার্থী দিতে চলেছেন চিরাগ !

বিহারের LJP সংসদীয় বোর্ডের বৈঠকের নেতৃত্বে ছিলেন LJP- র জাতীয় সভাপতি-সহ জামুই সাংসদ চিরাগ পাসওয়ান । তিন ঘণ্টা ধরে বৈঠকটি চলে । এই বৈঠকে দল 143 টি আসনের জন্য প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেখানে BJP প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না । খুব তাড়াতাড়ি এই তালিকাটি কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের কাছে পেশ করা হবে ।

বিহারে NDA জোট কি ভাঙতে চলেছে ?

সূত্রের খবর, সংসদীয় বোর্ডের সদস্যরা বলেছেন যে , JDU নেতারা প্রচার করছেন যে LJP-র সঙ্গে জোট নেই । এমন পরিস্থিতিতে LJP-র উচিত JDU-র বিরুদ্ধে প্রার্থী দেওয়া । বোর্ডের সদস্যরা বলেছেন , মুখ্যমন্ত্রী নীতিশের কুমারের নামে রাজ্যের জনগণের মধ্যে কোনও উৎসাহ নেই । সেক্ষেত্রে নীতিশের নেতৃত্বে LJP-র নির্বাচন না করাই উচিত । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছিলেন যে, কোরোনা আবহে নির্বাচন না হওয়া উচিত । ত্রই বিষয়টি নিয়ে জনগণ ক্ষুব্ধ ।

সূত্রের আরও খবর , LJP NDA থেকে আলাদা হয়ে বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে । প্রতিটি আসনে JDU-র বিপক্ষে প্রার্থী দেওয়া হতে পারে। তবে, কেন্দ্রে LJP NDA-র সঙ্গে জোটে থাকতে পারে ।

কী চাইছেন চিরাগ?

'বিহার ফার্স্ট-বিহারি ফার্স্ট ভিশন' নথিটি NDA-র ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে চায় । পাশাপাশি তাদের দাবি , রাজ্যপালের কোটা থেকে, 12 জন বিধায়ককে আইনসভা পরিষদে মনোনীত করতে হবে । যেখানে তারা 2 টি আসন চাইছেন । এই মুহুর্তে, BJP দৃঢ়ভাবে LJP-র সঙ্গে রয়েছে । তবে JDU LJP-র দাবি অগ্রাহ্য করছে । সে ক্ষেত্রে মনে করা হচ্ছে , বিহারে LJP NDA-র থেকে আলাদা হয়ে বিধানসভা নির্বাচন লড়তে পারে ।

NDA-তে মাঞ্জির প্রবেশ নিয়ে ক্ষুব্ধ চিরাগ

অন্যদিকে , প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হিন্দুস্তানি মোর্চার জাতীয় রাষ্ট্রপতি জিতন রাম মাঞ্জিকে NDA-তে নিয়ে এসেছেন নীতিশ কুমার । এই কারণে , চিরাগ পাসওয়ানও রেগে আছেন বলে জানা গেছে। JDU এবং LJP-র মধ্যে দ্বন্দ্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং মেটার সম্ভাবনা এখন কম । এর আগে চিরাগ পাসওয়ান বহুবার নীতীশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন । JDU- র তরফ থেকেও বহুবার পালটা আক্রমণ করা হয়েছে ।

পটনা , 8 সেপ্টেম্বর : সামনেই বিহার বিধানসভা নির্বাচন । এদিকে , NDA- তে সবকিছু স্বাভাবিক নেই । জোটের শরিক JDU ও LJP-র মধ্যে সংঘাত বেড়েছে। সূত্রের খবর , সোমবার LJP সংসদীয় বোর্ডের বৈঠকে চিরাগ পাসওয়ানের সামনে JDU-র বক্তব্য নিয়ে সমস্ত সদস্য অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

143 টি আসনে প্রার্থী দিতে চলেছেন চিরাগ !

বিহারের LJP সংসদীয় বোর্ডের বৈঠকের নেতৃত্বে ছিলেন LJP- র জাতীয় সভাপতি-সহ জামুই সাংসদ চিরাগ পাসওয়ান । তিন ঘণ্টা ধরে বৈঠকটি চলে । এই বৈঠকে দল 143 টি আসনের জন্য প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেখানে BJP প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না । খুব তাড়াতাড়ি এই তালিকাটি কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের কাছে পেশ করা হবে ।

বিহারে NDA জোট কি ভাঙতে চলেছে ?

সূত্রের খবর, সংসদীয় বোর্ডের সদস্যরা বলেছেন যে , JDU নেতারা প্রচার করছেন যে LJP-র সঙ্গে জোট নেই । এমন পরিস্থিতিতে LJP-র উচিত JDU-র বিরুদ্ধে প্রার্থী দেওয়া । বোর্ডের সদস্যরা বলেছেন , মুখ্যমন্ত্রী নীতিশের কুমারের নামে রাজ্যের জনগণের মধ্যে কোনও উৎসাহ নেই । সেক্ষেত্রে নীতিশের নেতৃত্বে LJP-র নির্বাচন না করাই উচিত । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছিলেন যে, কোরোনা আবহে নির্বাচন না হওয়া উচিত । ত্রই বিষয়টি নিয়ে জনগণ ক্ষুব্ধ ।

সূত্রের আরও খবর , LJP NDA থেকে আলাদা হয়ে বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে । প্রতিটি আসনে JDU-র বিপক্ষে প্রার্থী দেওয়া হতে পারে। তবে, কেন্দ্রে LJP NDA-র সঙ্গে জোটে থাকতে পারে ।

কী চাইছেন চিরাগ?

'বিহার ফার্স্ট-বিহারি ফার্স্ট ভিশন' নথিটি NDA-র ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে চায় । পাশাপাশি তাদের দাবি , রাজ্যপালের কোটা থেকে, 12 জন বিধায়ককে আইনসভা পরিষদে মনোনীত করতে হবে । যেখানে তারা 2 টি আসন চাইছেন । এই মুহুর্তে, BJP দৃঢ়ভাবে LJP-র সঙ্গে রয়েছে । তবে JDU LJP-র দাবি অগ্রাহ্য করছে । সে ক্ষেত্রে মনে করা হচ্ছে , বিহারে LJP NDA-র থেকে আলাদা হয়ে বিধানসভা নির্বাচন লড়তে পারে ।

NDA-তে মাঞ্জির প্রবেশ নিয়ে ক্ষুব্ধ চিরাগ

অন্যদিকে , প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হিন্দুস্তানি মোর্চার জাতীয় রাষ্ট্রপতি জিতন রাম মাঞ্জিকে NDA-তে নিয়ে এসেছেন নীতিশ কুমার । এই কারণে , চিরাগ পাসওয়ানও রেগে আছেন বলে জানা গেছে। JDU এবং LJP-র মধ্যে দ্বন্দ্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং মেটার সম্ভাবনা এখন কম । এর আগে চিরাগ পাসওয়ান বহুবার নীতীশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন । JDU- র তরফ থেকেও বহুবার পালটা আক্রমণ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.