ETV Bharat / bharat

দিল্লিতে বাড়িতে দুষ্কৃতী হামলা, মৃত্যু বিদেশ মন্ত্রকের প্রাক্তন আধিকারিকের স্ত্রীর - Delhi

দুই সন্তান মারা যাওয়ার পর একা থাকতেন বিদেশ মন্ত্রকের অবসরপ্রাপ্ত আধিকারিক ও তাঁর স্ত্রী । গতকাল রাত ন'টা নাগাদ বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী ও তার কয়েকজন সঙ্গী ওই বৃদ্ধের ঘরে হামলা চালায় বলে অভিযোগ ।

Mischief attack in delhi
দিল্লিতে দুষ্কৃতী হামলা
author img

By

Published : Jun 21, 2020, 8:28 PM IST

দিল্লি, 21 জুন : দিল্লির সফদরজং এলাকায় বিদেশ মন্ত্রকের অবসরপ্রাপ্ত আধিকারিকের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় নতুন তথ্য পেল হাতে পেল পুলিশ । পুলিশ সূত্রে খবর, 94 বছর বয়সি বি আর চাওলা এবং তাঁঁর স্ত্রী কান্তা চাওলা বাড়িতে একা থাকতেন । কয়েক বছর আগে তাঁঁদের দুই সন্তান মারা যান ।

প্রাক্তন কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা হামলা চালায় । পুলিশ সূত্রে খবর, রাত ন'টা নাগাদ ঘটনাটি ঘটে । যে বিল্ডিংয়ে তাঁরা থাকতেন, সেখানে নবনিযুক্ত নিরাপত্তারক্ষী ও তার কয়েকজন সহকারী হামলা চালায় । দুই বৃদ্ধ-বৃদ্ধাকে সোফায় জোর করে বসিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা । বাধা দিতে গেলে বৃদ্ধের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা । এরপর তাঁঁদের শোয়ার ঘরের আলমারি থেকে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । পরে প্রতিবেশীদের ঘটনার খবর দেন বৃদ্ধ । গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় কান্তা চাওলার । গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । বিল্ডিং এবং ওই এলাকার CCTV ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ‌। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

দিল্লি, 21 জুন : দিল্লির সফদরজং এলাকায় বিদেশ মন্ত্রকের অবসরপ্রাপ্ত আধিকারিকের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় নতুন তথ্য পেল হাতে পেল পুলিশ । পুলিশ সূত্রে খবর, 94 বছর বয়সি বি আর চাওলা এবং তাঁঁর স্ত্রী কান্তা চাওলা বাড়িতে একা থাকতেন । কয়েক বছর আগে তাঁঁদের দুই সন্তান মারা যান ।

প্রাক্তন কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা হামলা চালায় । পুলিশ সূত্রে খবর, রাত ন'টা নাগাদ ঘটনাটি ঘটে । যে বিল্ডিংয়ে তাঁরা থাকতেন, সেখানে নবনিযুক্ত নিরাপত্তারক্ষী ও তার কয়েকজন সহকারী হামলা চালায় । দুই বৃদ্ধ-বৃদ্ধাকে সোফায় জোর করে বসিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা । বাধা দিতে গেলে বৃদ্ধের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা । এরপর তাঁঁদের শোয়ার ঘরের আলমারি থেকে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । পরে প্রতিবেশীদের ঘটনার খবর দেন বৃদ্ধ । গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় কান্তা চাওলার । গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । বিল্ডিং এবং ওই এলাকার CCTV ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ‌। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.