গাজ়িয়াবাদ, 8 অগাস্ট : কথা ছিল বিয়ে দেওয়ার । বিশ্বাসও করেছিলেন গাজ়িয়াবাদের টিলা মোড় এলাকার স্বামী-হারা এক মহিলা । তিন সন্তানও রয়েছে । ভেবেছিলেন বিয়ে হলে তিন সন্তানকে ভালোভাবে রাখতে পারবেন । রাজিও হয়েছিলেন । সেই মতো লোনিতেও গেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত বিয়ে আর হল না । দু'লাখ টাকায় তাঁকে বিক্রি করে দেওয়া হয়েছিল । কোনওরকমে সেখান থেকে পালিয়ে এসে অন্য এক মহিলার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন ওই মহিলা ।
এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন স্বামী-হারা ওই মহিলা । থানায় দায়ের করা FIR-এ তাঁর অভিযোগ, "আমাকে গাজিয়াবাদের লোনিতে পাঠানো হয়েছিল । সেখানে তিনজন আমাকে জোর করে ড্রাগ মেশানো জল খাইয়ে দিয়েছিল । আমি কোনওরকমে সেখান থেকে পালিয়ে এসেছি ।"
অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এর আগেও একাধিকবার এভাবে এমন অভিযোগ উঠেছিল বলে জানা গেছে । এদিকে ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই বিধবার তিন সন্তানেরও । অভিযোগ, তাঁর সন্তানদের অপহরণ করে নিয়েছে অভিযুক্ত । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।