ETV Bharat / bharat

NEET ও JEE  বৈঠকে মমতাকে প্রাধান্য সনিয়ার, 'জোট বেঁধে' কেন্দ্রকে হুঁশিয়ারি - মমতা বন্দ্যোপাধ্যায়

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুলডোজ়ার দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । কেন্দ্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 26, 2020, 5:39 PM IST

Updated : Aug 26, 2020, 7:25 PM IST

কলকাতা, 26 অগাস্ট : কোরোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঐক্যবদ্ধ বিরোধীরা । আরও একবার কাছাকাছি সোনিয়া - মমতা । অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা বৈঠক পরিচালনা করার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের জায়গা ছেড়ে দিলেন সোনিয়া গান্ধি । BJP বিরোধী দলগুলির ঐক্যে আরও একবার শান দিতে দেখা গেল সোনিয়া-মমতার নেতৃত্বে এই বৈঠকে । 11 অগাস্ট অর্থমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল । সেই বৈঠকে রাজ্যগুলিকে 14 শতাংশ GST ক্ষতিপূরণ দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থসচিব । এদিকে শেষ দুই কোয়ার্টারের GST ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে বাংলা ও পঞ্জাব । কোরোনা মোকাবিলায় যে পরিমাণ টাকা মিলেছিল, তাও পর্যাপ্ত নয় বলেই বার বার অভিযোগ তুলেছিল এই দুই রাজ্য । বলা হচ্ছে, অবস্থা এতটাই খারাপ, যে কর্মীদের বেতনও ঠিক ভাবে দেওয়া যাচ্ছে না । এই পরিস্থিতিতে GST-র বকেয়া ক্ষতিপূরণ না পেলে আর্থিকভাবে আরও পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন রাজ্যগুলি ।

পাশাপাশি, 1 সেপ্টেম্বর থেকে NEET ও JEE পরীক্ষা শুরু হওয়ার কথা । কিন্তু একাধিক রাজ্যে কোরোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে । গণ পরিবহণও পর্যাপ্ত নয় । এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা আদতে পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ দেওয়া ছাড়া আর কিছুই নয় । এমনই মনে করছেন অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রীরা । এইসব ইশুগুলির বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন । সাত রাজ্যের BJP বিরোধী মুখ্যমন্ত্রীরা । সুপ্রিম কোর্টে সেই আবেদন গৃহীতও হয়েছে ।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।" এর প্রতিবাদে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করা উচিত বলেও মনে করছেন তিনি । বলেন, "এর জন্য কেন্দ্র চাইলে তাঁদের গ্রেপ্তার করতে পারে ।"

পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এখনও গণ পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হয়নি । ফলে অনেকক্ষেত্রেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হবে পরীক্ষার্থীদের । এমনই আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এইভাবে পরীক্ষা নেওয়ায় পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করা হচ্ছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ।

আজকের বৈঠকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী ছাড়াও ছিলেন সাত রাজ্যের অ-BJP মুখ্যমন্ত্রীরা । সদ্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের ঝড় কাটিয়ে উঠেছেন কংগ্রেস সুপ্রিমো । দলের মধ্যে তৈরি হতে বসা অন্তর্দ্বন্দ্বের আবহকে সুকৌশলে প্রশমিত করেছেন তিনি । আর এরই মধ্যে এবার BJP-র বিরোধী মতগুলিকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় সোনিয়া গান্ধি ।

11 অগাস্ট অর্থমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অর্থসচিব জানিয়েছিলেন, কেন্দ্র চলতি বছরের জন্য 14 শতাংশ বাধ্যতামূলক GST ক্ষতিপূরণ দেওয়ার মতো অবস্থায় নেই । "এই 14 শতাংশ GST দিতে অস্বীকার করা আদতে মোদী সরকারের কথার খেলাপ করা ছাড়া আর কিছু নয় ।" এমনই মনে করছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।

কেন্দ্রের কাছে বকেয়া টাকা চেয়েও খালি হাতে ফিরতে হয়েছে বলে এর আগেও বারবার অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "আমরা ভিখিরি নই ।" একইসঙ্গে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও । ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, "আমরা প্রায় 500 কোটি টাকা খরচ করেছি । কোরোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে । আমরা এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে রাজ্যগুলির কোষাগার প্রায় শেষ । কেন্দ্রও GST বাবদ অর্থ দিচ্ছে না । "

  • Some states tried to prevent NEET exam last year too. People are working, economies are opening with unlockdown. We successfully held the CET examinations in Karnataka amidst #COVID19. I condemn people who are going against NEET and JEE: CN Ashwath Narayan, Deputy CM, Karnataka pic.twitter.com/pABk1OZR6T

    — ANI (@ANI) August 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : CWC-র 7 ঘণ্টার বৈঠক, কংগ্রেস শীর্ষে সেই সোনিয়া

পাশাপাশি, জাতীয় শিক্ষানীতি নিয়েও আজ BJP বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করেন সোনিয়া গান্ধি । বলেন, "জাতীয় শিক্ষানীতিতে বদল আদতে একটি বড়সড় ধাক্কা । এই সম্পর্কিত যে ঘোষণাগুলি করা হয়েছে, তা সত্যিই আমাদের জন্য উদ্বেগজনক ।"

বৈঠকে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও । কোরোনা পরিস্থিতির মধ্যেও NEET ও JEE পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন শিবসেনা প্রধান । অ্যামেরিকার একটি রিপোর্ট তুলে ধরে তিনি বলেন, "অ্যামেরিকায় যখন স্কুল খোলে তখন প্রায় 97 হাজার পড়ুয়া কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এখানেও যদি সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তবে কী করব আমরা ?"

আরও পড়ুন : GST-JEE-NEET নিয়ে সরব, সোনিয়ার ডাকা বৈঠকে আজ থাকবেন মমতা

বিরোধী জোটগুলির ঐক্যে শান দেওয়া আপাতদৃষ্টিতে অনেকটাই সফল । তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশ্য আদালতের দ্বারস্থ হওয়ার আগে শেষ একবার কেন্দ্রের কাছে আবেদন করার পক্ষে মত দিয়েছেন ।

  • NEET-JEE aspirants are worried about their health & future.

    They have genuine concerns of:
    - fear of Covid19 infection
    - transport & lodging during pandemic
    - flood-mayhem in Assam & Bihar.

    GOI must listen to all stakeholders & find an acceptable solution.#AntiStudentModiGovt

    — Rahul Gandhi (@RahulGandhi) August 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

NEET ও JEE পরীক্ষার্থীদের জন্য উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাহুল গান্ধিও । কোরোনার সংক্রমণের ভয়, অপ্রতুল গণ পরিবহণ ব্যবস্থা এবং অসম ও বিহারের বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবে, সেই নিয়েও চিন্তা করছেন তিনি ।

এদিকে অ-BJP দলগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে মুখ খুলেছেন BJP শাসিত কর্নাটকের উপমুখ্যমন্ত্রী সি এন অশত্থ নারায়ণ । সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "গত বছরও কিছু রাজ্য NEET পরীক্ষায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল । আনলক শুরু হয়ে গেছে । মানুষ কাজে ফিরছেন । স্বাভাবিক ছন্দে ফিরছে অর্থনীতিও । কোরোনা পরিস্থিতির মধ্যেও আমরা কর্নাটকে সফলভাবে CET পরীক্ষা নিতে পেরেছি । NEET ও JEE-র বিরোধীতা করাটা নিন্দাজনক ।"

কলকাতা, 26 অগাস্ট : কোরোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঐক্যবদ্ধ বিরোধীরা । আরও একবার কাছাকাছি সোনিয়া - মমতা । অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা বৈঠক পরিচালনা করার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের জায়গা ছেড়ে দিলেন সোনিয়া গান্ধি । BJP বিরোধী দলগুলির ঐক্যে আরও একবার শান দিতে দেখা গেল সোনিয়া-মমতার নেতৃত্বে এই বৈঠকে । 11 অগাস্ট অর্থমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল । সেই বৈঠকে রাজ্যগুলিকে 14 শতাংশ GST ক্ষতিপূরণ দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থসচিব । এদিকে শেষ দুই কোয়ার্টারের GST ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে বাংলা ও পঞ্জাব । কোরোনা মোকাবিলায় যে পরিমাণ টাকা মিলেছিল, তাও পর্যাপ্ত নয় বলেই বার বার অভিযোগ তুলেছিল এই দুই রাজ্য । বলা হচ্ছে, অবস্থা এতটাই খারাপ, যে কর্মীদের বেতনও ঠিক ভাবে দেওয়া যাচ্ছে না । এই পরিস্থিতিতে GST-র বকেয়া ক্ষতিপূরণ না পেলে আর্থিকভাবে আরও পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন রাজ্যগুলি ।

পাশাপাশি, 1 সেপ্টেম্বর থেকে NEET ও JEE পরীক্ষা শুরু হওয়ার কথা । কিন্তু একাধিক রাজ্যে কোরোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে । গণ পরিবহণও পর্যাপ্ত নয় । এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা আদতে পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ দেওয়া ছাড়া আর কিছুই নয় । এমনই মনে করছেন অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রীরা । এইসব ইশুগুলির বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন । সাত রাজ্যের BJP বিরোধী মুখ্যমন্ত্রীরা । সুপ্রিম কোর্টে সেই আবেদন গৃহীতও হয়েছে ।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।" এর প্রতিবাদে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করা উচিত বলেও মনে করছেন তিনি । বলেন, "এর জন্য কেন্দ্র চাইলে তাঁদের গ্রেপ্তার করতে পারে ।"

পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এখনও গণ পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হয়নি । ফলে অনেকক্ষেত্রেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হবে পরীক্ষার্থীদের । এমনই আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এইভাবে পরীক্ষা নেওয়ায় পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করা হচ্ছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ।

আজকের বৈঠকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী ছাড়াও ছিলেন সাত রাজ্যের অ-BJP মুখ্যমন্ত্রীরা । সদ্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের ঝড় কাটিয়ে উঠেছেন কংগ্রেস সুপ্রিমো । দলের মধ্যে তৈরি হতে বসা অন্তর্দ্বন্দ্বের আবহকে সুকৌশলে প্রশমিত করেছেন তিনি । আর এরই মধ্যে এবার BJP-র বিরোধী মতগুলিকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় সোনিয়া গান্ধি ।

11 অগাস্ট অর্থমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অর্থসচিব জানিয়েছিলেন, কেন্দ্র চলতি বছরের জন্য 14 শতাংশ বাধ্যতামূলক GST ক্ষতিপূরণ দেওয়ার মতো অবস্থায় নেই । "এই 14 শতাংশ GST দিতে অস্বীকার করা আদতে মোদী সরকারের কথার খেলাপ করা ছাড়া আর কিছু নয় ।" এমনই মনে করছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।

কেন্দ্রের কাছে বকেয়া টাকা চেয়েও খালি হাতে ফিরতে হয়েছে বলে এর আগেও বারবার অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "আমরা ভিখিরি নই ।" একইসঙ্গে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও । ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, "আমরা প্রায় 500 কোটি টাকা খরচ করেছি । কোরোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে । আমরা এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে রাজ্যগুলির কোষাগার প্রায় শেষ । কেন্দ্রও GST বাবদ অর্থ দিচ্ছে না । "

  • Some states tried to prevent NEET exam last year too. People are working, economies are opening with unlockdown. We successfully held the CET examinations in Karnataka amidst #COVID19. I condemn people who are going against NEET and JEE: CN Ashwath Narayan, Deputy CM, Karnataka pic.twitter.com/pABk1OZR6T

    — ANI (@ANI) August 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : CWC-র 7 ঘণ্টার বৈঠক, কংগ্রেস শীর্ষে সেই সোনিয়া

পাশাপাশি, জাতীয় শিক্ষানীতি নিয়েও আজ BJP বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করেন সোনিয়া গান্ধি । বলেন, "জাতীয় শিক্ষানীতিতে বদল আদতে একটি বড়সড় ধাক্কা । এই সম্পর্কিত যে ঘোষণাগুলি করা হয়েছে, তা সত্যিই আমাদের জন্য উদ্বেগজনক ।"

বৈঠকে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও । কোরোনা পরিস্থিতির মধ্যেও NEET ও JEE পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন শিবসেনা প্রধান । অ্যামেরিকার একটি রিপোর্ট তুলে ধরে তিনি বলেন, "অ্যামেরিকায় যখন স্কুল খোলে তখন প্রায় 97 হাজার পড়ুয়া কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এখানেও যদি সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তবে কী করব আমরা ?"

আরও পড়ুন : GST-JEE-NEET নিয়ে সরব, সোনিয়ার ডাকা বৈঠকে আজ থাকবেন মমতা

বিরোধী জোটগুলির ঐক্যে শান দেওয়া আপাতদৃষ্টিতে অনেকটাই সফল । তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশ্য আদালতের দ্বারস্থ হওয়ার আগে শেষ একবার কেন্দ্রের কাছে আবেদন করার পক্ষে মত দিয়েছেন ।

  • NEET-JEE aspirants are worried about their health & future.

    They have genuine concerns of:
    - fear of Covid19 infection
    - transport & lodging during pandemic
    - flood-mayhem in Assam & Bihar.

    GOI must listen to all stakeholders & find an acceptable solution.#AntiStudentModiGovt

    — Rahul Gandhi (@RahulGandhi) August 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

NEET ও JEE পরীক্ষার্থীদের জন্য উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাহুল গান্ধিও । কোরোনার সংক্রমণের ভয়, অপ্রতুল গণ পরিবহণ ব্যবস্থা এবং অসম ও বিহারের বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবে, সেই নিয়েও চিন্তা করছেন তিনি ।

এদিকে অ-BJP দলগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে মুখ খুলেছেন BJP শাসিত কর্নাটকের উপমুখ্যমন্ত্রী সি এন অশত্থ নারায়ণ । সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "গত বছরও কিছু রাজ্য NEET পরীক্ষায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল । আনলক শুরু হয়ে গেছে । মানুষ কাজে ফিরছেন । স্বাভাবিক ছন্দে ফিরছে অর্থনীতিও । কোরোনা পরিস্থিতির মধ্যেও আমরা কর্নাটকে সফলভাবে CET পরীক্ষা নিতে পেরেছি । NEET ও JEE-র বিরোধীতা করাটা নিন্দাজনক ।"

Last Updated : Aug 26, 2020, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.