ETV Bharat / bharat

ম্যাঙ্গালোরে বাড়ি তৈরির সময় দেওয়াল ভেঙে মৃত বাংলার শ্রমিক - ম্যাঙ্গালোরে মৃত্যু বাংলার শ্রমিকের

ম্যাঙ্গালোর শহরের বানটস হস্টেলে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে । সেখানে একটি বাড়ি তৈরির কাজ চলছে । দুপুর 1টা নাগাদ দেওয়াল ভেঙে পড়ে । সেই সময়ে যে শ্রমিকরা কাজ করছিলেন তাঁদের মধ্যে কয়েকজন দেওয়ালের তলায় চাপা পড়েন । মৃত্যু হয় পশ্চিমবঙ্গের শ্রমিক মুশরিকুলের ।

karnataka
karnataka
author img

By

Published : Feb 28, 2020, 5:07 PM IST

ম্যাঙ্গালোর, 28 ফেব্রুয়ারি : ম্যাঙ্গালোরে বাড়ি তৈরির সময় দেওয়াল ভেঙে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিকের । মৃতের নাম মুশরিকুল । কর্নাটকের বাগালকোটের বাসিন্দা ভীমেশেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয় । দুর্ঘটনায় জখম হন পশ্চিমবঙ্গের অপর এক শ্রমিক হানিফুল্লা ।

ম্যাঙ্গালোর শহরের বানটস হস্টেলে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে । সেখানে একটি বাড়ি তৈরির কাজ চলছে । দুপুর 1টা নাগাদ দেওয়াল ভেঙে পড়ে । সেই সময়ে যে শ্রমিকরা কাজ করছিলেন তাঁদের মধ্যে কয়েকজন দেওয়ালের তলায় চাপা পড়েন । কাদায় আটকে যায় তাঁদের দেহ । দমকলে খবর দেওয়া হয় । দমকলকর্মীরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ।

আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেন দমকলকর্মীরা । কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মুশরিকুল এবং ভীমেশের । জখম শ্রমিক হানিফুল্লাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি সেখানে চিকিৎসাধীন । চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু নিশ্চিতভাবে জানাননি । এখনও আটকে রয়েছেন অনেকে । ম্যাঙ্গালোর দক্ষিণের বিধায়ক কামাথ এই ঘটনার তদারকি করছেন ।

ম্যাঙ্গালোর, 28 ফেব্রুয়ারি : ম্যাঙ্গালোরে বাড়ি তৈরির সময় দেওয়াল ভেঙে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিকের । মৃতের নাম মুশরিকুল । কর্নাটকের বাগালকোটের বাসিন্দা ভীমেশেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয় । দুর্ঘটনায় জখম হন পশ্চিমবঙ্গের অপর এক শ্রমিক হানিফুল্লা ।

ম্যাঙ্গালোর শহরের বানটস হস্টেলে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে । সেখানে একটি বাড়ি তৈরির কাজ চলছে । দুপুর 1টা নাগাদ দেওয়াল ভেঙে পড়ে । সেই সময়ে যে শ্রমিকরা কাজ করছিলেন তাঁদের মধ্যে কয়েকজন দেওয়ালের তলায় চাপা পড়েন । কাদায় আটকে যায় তাঁদের দেহ । দমকলে খবর দেওয়া হয় । দমকলকর্মীরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ।

আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেন দমকলকর্মীরা । কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মুশরিকুল এবং ভীমেশের । জখম শ্রমিক হানিফুল্লাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনি সেখানে চিকিৎসাধীন । চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু নিশ্চিতভাবে জানাননি । এখনও আটকে রয়েছেন অনেকে । ম্যাঙ্গালোর দক্ষিণের বিধায়ক কামাথ এই ঘটনার তদারকি করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.