ETV Bharat / bharat

পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ - 370 ধারা

যতক্ষণ 370 ধারা আছে, দেশের অখণ্ডতা রক্ষা অসম্ভব ৷ আজ রাজ্যসভায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 5, 2019, 6:53 PM IST

Updated : Aug 5, 2019, 10:18 PM IST

দিল্লি, 5 অগাস্ট : রাজ্যসভায় কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরে যতক্ষণ 370 ধারা আছে, দেশের অখণ্ডতা রক্ষা অসম্ভব ৷"

আজ রাজ্যসভায় অমিত শাহ বলেন, "যতক্ষণ 370 ধারা আছে, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে দমন সম্ভব নয় ৷ তবে আমরা কোনও বিশেষ ধর্মকে টার্গেট করছি না ৷ এখন জম্মু ও কাশ্মীরের অবস্থা স্থিতিশীল নয় ৷ শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অনেক প্রতিকূলতা রয়েছে ৷ ভ্রমণ ক্ষেত্রেও কোনও উন্নয়ন হয়নি ৷ আমাদের পাঁচবছর সময় দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব ৷ মনে রাখবেন, কাশ্মীর আমাদের স্বর্গ ছিল, আছে, থাকবে ৷ "

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

তিনি বলেন, "370 ধারা তুলতে ভোট ব্যাঙ্কের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন ছিল ৷ প্রধানমন্ত্রীর তা আছে ৷" স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "অনেক সাংসদ প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীর কতদিন পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে ? আমি তাঁদের আশ্বস্ত করতে চাই যে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সঠিক সময় আসবে আমরা জম্মু ও কাশ্মীরকে পুনরায় রাজ্য হিসেবে গড়ে তুলব ৷ হয়তো একটু সময় লাগবে ৷ তবে একদিন আবার রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

রাজ্যসভায় অমিত শাহর বক্তব্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট বার্তায় তিনি লেখেন, তাঁর বক্তব্যের মর্মার্থ ও ব্যাপকতা প্রশংসনীয় ৷ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে যেমন অতীতে জম্মু ও কাশ্মীরে হওয়া অবিচারের প্রসঙ্গ উঠে এসেছে৷ সেভাবেই বর্তমানে সেখানকার ভাই বোনদের জন্য আমাদের লক্ষ্যও ফুটে উঠেছে ৷

দিল্লি, 5 অগাস্ট : রাজ্যসভায় কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরে যতক্ষণ 370 ধারা আছে, দেশের অখণ্ডতা রক্ষা অসম্ভব ৷"

আজ রাজ্যসভায় অমিত শাহ বলেন, "যতক্ষণ 370 ধারা আছে, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে দমন সম্ভব নয় ৷ তবে আমরা কোনও বিশেষ ধর্মকে টার্গেট করছি না ৷ এখন জম্মু ও কাশ্মীরের অবস্থা স্থিতিশীল নয় ৷ শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অনেক প্রতিকূলতা রয়েছে ৷ ভ্রমণ ক্ষেত্রেও কোনও উন্নয়ন হয়নি ৷ আমাদের পাঁচবছর সময় দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব ৷ মনে রাখবেন, কাশ্মীর আমাদের স্বর্গ ছিল, আছে, থাকবে ৷ "

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

তিনি বলেন, "370 ধারা তুলতে ভোট ব্যাঙ্কের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন ছিল ৷ প্রধানমন্ত্রীর তা আছে ৷" স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "অনেক সাংসদ প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীর কতদিন পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে ? আমি তাঁদের আশ্বস্ত করতে চাই যে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সঠিক সময় আসবে আমরা জম্মু ও কাশ্মীরকে পুনরায় রাজ্য হিসেবে গড়ে তুলব ৷ হয়তো একটু সময় লাগবে ৷ তবে একদিন আবার রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

রাজ্যসভায় অমিত শাহর বক্তব্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট বার্তায় তিনি লেখেন, তাঁর বক্তব্যের মর্মার্থ ও ব্যাপকতা প্রশংসনীয় ৷ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে যেমন অতীতে জম্মু ও কাশ্মীরে হওয়া অবিচারের প্রসঙ্গ উঠে এসেছে৷ সেভাবেই বর্তমানে সেখানকার ভাই বোনদের জন্য আমাদের লক্ষ্যও ফুটে উঠেছে ৷

New Delhi, Aug 05 (ANI): Janata Dal (United), ally of Bharatiya Janata Party, on Monday opposed Home Minister Amit Shah's proposal of to repeal Article 370 of the constitution that grants special status to the state. Opposing the proposal, JD(U) leader said that "I on behalf of the party and our leader Nitish Kumar want to boycott the bills brought by Home Minister with some clarifications."

Last Updated : Aug 5, 2019, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.