দিল্লি, ৭ মার্চ : পুলওয়ামা হামলার পর পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক মহল। তাদের দেশে গজিয়ে ওঠা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যেন পাকিস্তান যথাযথ ব্যবস্থা নেয়, এই কথা বলতে শোনা গেছে একাধিক রাষ্ট্রকে। এর পাশাপাশি জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি উঠেছে রাষ্ট্রসংঘে। এই দাবি তোলার পিছনে রয়েছে অ্যামেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলি। আরও একবার একই দাবির কথা শোনা গেল ভারতে নিযুক্ত ফরাসি দূত আলেকজ়ান্ডার জ়িগলারের গলায়।
এপ্রসঙ্গে সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, "জঙ্গি কার্যকলাপ সহ্য করা হবে না। মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য আমরা রাষ্ট্রসংঘে লড়ব। তাকে ওই তকমা না দেওয়ার পিছনে কোনও যুক্তি নেই। গত ২ বছর ধরে আমরা এই দাবি তুলে আসছি।" জইশ ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনার অভিযানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, "আমরা মনে করি, সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতের পদক্ষেপ (এয়ারস্ট্রাইক) ন্যায়সঙ্গত। পাশাপাশি উইং কমান্ডার অভিনন্দনের মুক্তিকেও আমরা স্বাগত জানাচ্ছি।"
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালায় জইশ ই মহম্মদ জঙ্গি। শহিদ হন প্রায় ৪০ জন জওয়ান। ঘটনার দায় স্বীকার করে নেয় জইশ। পাকিস্তানে বেড়ে ওঠা এই জঙ্গি সংগঠন এর আগেও ভারতে একাধিক কার্যকলাপ চালিয়েছে। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মহলে সেকথা জানিয়ে এসেছে ভারত। এমনকী রাষ্ট্রসংঘেও বিষয়টি নিয়ে সরব হয়েছে। কিন্তু, জইশের বিরুদ্ধে আন্তর্জাতিকস্তরে একসাথে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমন কী জইশ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে বাধা দিয়ে এসেছে চিন। এবার পুলওয়ামা হামলার নিন্দা করলেও, চিন এখনও মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার বিরোধিতা করছে। তবে, এবার তাদের বিরোধিতা কতটা ধোপে টেকে তা নিয়ে সংশয় আছে। কারণ, পুলওয়ামা হামলার পর একযোগে ফ্রান্স, অ্যামেরিকা এবং ব্রিট্রেন মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি তুলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। এই দাবিতে তারা আগামীদিনে আরও সরব হতে পারে বলে সংশ্লিষ্ট দেশের কূটনীতিকদের কথায় তার ইঙ্গিত মিলছে।