ETV Bharat / bharat

ভারতের এয়ারস্ট্রাইক ন্যায়সঙ্গত : ফরাসি দূত - PULWAMA

বরাবর মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি জানিয়ে আসছে ফ্রান্স। এবার একই দাবি তুলল ভারতে নিযুক্ত ফরাসি দূত।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 7, 2019, 7:46 AM IST

দিল্লি, ৭ মার্চ : পুলওয়ামা হামলার পর পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক মহল। তাদের দেশে গজিয়ে ওঠা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যেন পাকিস্তান যথাযথ ব্যবস্থা নেয়, এই কথা বলতে শোনা গেছে একাধিক রাষ্ট্রকে। এর পাশাপাশি জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি উঠেছে রাষ্ট্রসংঘে। এই দাবি তোলার পিছনে রয়েছে অ্যামেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলি। আরও একবার একই দাবির কথা শোনা গেল ভারতে নিযুক্ত ফরাসি দূত আলেকজ়ান্ডার জ়িগলারের গলায়।

এপ্রসঙ্গে সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, "জঙ্গি কার্যকলাপ সহ্য করা হবে না। মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য আমরা রাষ্ট্রসংঘে লড়ব। তাকে ওই তকমা না দেওয়ার পিছনে কোনও যুক্তি নেই। গত ২ বছর ধরে আমরা এই দাবি তুলে আসছি।" জইশ ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনার অভিযানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, "আমরা মনে করি, সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতের পদক্ষেপ (এয়ারস্ট্রাইক) ন্যায়সঙ্গত। পাশাপাশি উইং কমান্ডার অভিনন্দনের মুক্তিকেও আমরা স্বাগত জানাচ্ছি।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালায় জইশ ই মহম্মদ জঙ্গি। শহিদ হন প্রায় ৪০ জন জওয়ান। ঘটনার দায় স্বীকার করে নেয় জইশ। পাকিস্তানে বেড়ে ওঠা এই জঙ্গি সংগঠন এর আগেও ভারতে একাধিক কার্যকলাপ চালিয়েছে। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মহলে সেকথা জানিয়ে এসেছে ভারত। এমনকী রাষ্ট্রসংঘেও বিষয়টি নিয়ে সরব হয়েছে। কিন্তু, জইশের বিরুদ্ধে আন্তর্জাতিকস্তরে একসাথে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমন কী জইশ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে বাধা দিয়ে এসেছে চিন। এবার পুলওয়ামা হামলার নিন্দা করলেও, চিন এখনও মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার বিরোধিতা করছে। তবে, এবার তাদের বিরোধিতা কতটা ধোপে টেকে তা নিয়ে সংশয় আছে। কারণ, পুলওয়ামা হামলার পর একযোগে ফ্রান্স, অ্যামেরিকা এবং ব্রিট্রেন মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি তুলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। এই দাবিতে তারা আগামীদিনে আরও সরব হতে পারে বলে সংশ্লিষ্ট দেশের কূটনীতিকদের কথায় তার ইঙ্গিত মিলছে।

undefined

দিল্লি, ৭ মার্চ : পুলওয়ামা হামলার পর পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক মহল। তাদের দেশে গজিয়ে ওঠা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যেন পাকিস্তান যথাযথ ব্যবস্থা নেয়, এই কথা বলতে শোনা গেছে একাধিক রাষ্ট্রকে। এর পাশাপাশি জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি উঠেছে রাষ্ট্রসংঘে। এই দাবি তোলার পিছনে রয়েছে অ্যামেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলি। আরও একবার একই দাবির কথা শোনা গেল ভারতে নিযুক্ত ফরাসি দূত আলেকজ়ান্ডার জ়িগলারের গলায়।

এপ্রসঙ্গে সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, "জঙ্গি কার্যকলাপ সহ্য করা হবে না। মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য আমরা রাষ্ট্রসংঘে লড়ব। তাকে ওই তকমা না দেওয়ার পিছনে কোনও যুক্তি নেই। গত ২ বছর ধরে আমরা এই দাবি তুলে আসছি।" জইশ ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনার অভিযানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, "আমরা মনে করি, সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতের পদক্ষেপ (এয়ারস্ট্রাইক) ন্যায়সঙ্গত। পাশাপাশি উইং কমান্ডার অভিনন্দনের মুক্তিকেও আমরা স্বাগত জানাচ্ছি।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালায় জইশ ই মহম্মদ জঙ্গি। শহিদ হন প্রায় ৪০ জন জওয়ান। ঘটনার দায় স্বীকার করে নেয় জইশ। পাকিস্তানে বেড়ে ওঠা এই জঙ্গি সংগঠন এর আগেও ভারতে একাধিক কার্যকলাপ চালিয়েছে। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মহলে সেকথা জানিয়ে এসেছে ভারত। এমনকী রাষ্ট্রসংঘেও বিষয়টি নিয়ে সরব হয়েছে। কিন্তু, জইশের বিরুদ্ধে আন্তর্জাতিকস্তরে একসাথে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমন কী জইশ প্রধান মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রে বাধা দিয়ে এসেছে চিন। এবার পুলওয়ামা হামলার নিন্দা করলেও, চিন এখনও মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার বিরোধিতা করছে। তবে, এবার তাদের বিরোধিতা কতটা ধোপে টেকে তা নিয়ে সংশয় আছে। কারণ, পুলওয়ামা হামলার পর একযোগে ফ্রান্স, অ্যামেরিকা এবং ব্রিট্রেন মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি তুলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। এই দাবিতে তারা আগামীদিনে আরও সরব হতে পারে বলে সংশ্লিষ্ট দেশের কূটনীতিকদের কথায় তার ইঙ্গিত মিলছে।

undefined
AP Video Delivery Log - 0000 GMT ENTERTAINMENT
Thursday, 7 March, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last 6 hours. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2344: ARCHIVE Mad about You Content has significant restrictions; see script for details 4199581
Helen Hunt, Paul Reiser reunite for 'Mad About You' sequel
AP-APTN-2341: US Alex Trebek Content has significant restrictions; see script for details 4199590
Jeopardy! host Alex Trebek announces he's been diagnosed with pancreatic cancer
AP-APTN-2320: US Affleck Zack Snyder AP Clients Only 4199591
Ben Affleck reacts to Zack Snyder's farewell to his portrayal of Batman saying, he's got a very nice chin too and shouldn't sell himself short'
AP-APTN-2302: US R Kelly Court AP Clients Only 4199587
R. Kelly taken back into custody after child-support hearing
AP-APTN-2252: US Triple Frontier Junket Content has significant restrictions; see script for details 4199585
Ben Affleck and Oscar Isaac admit to trying popular weight loss tactics including the 10 day challenge and intermittent fasting
AP-APTN-2040: US R Kelly Savage AP Clients Only 4199562
Joycelyn Savage, one of the women R. Kelly is accused of holding her against their will, calls parents and says she’s “happy”
AP-APTN-1817: US R Kelly Reax Content has significant restrictions; see script for details 4199544
Family: R Kelly holding daughter against her will
AP-APTN-1727: UK Jackson Protest Must credit content creator 4199534
Protest against documentary Leaving Neverland
AP-APTN-1635: UK William and Kate AP Clients Only 4199516
Duke and Duchess of Cambridge watch dancers at England's Blackpool Tower
AP-APTN-1609: ARCHIVE Camila Cabello Content has significant restrictions; see script for details 4199517
Camila Cabello's 'Havana' named best-selling digital single of 2018
AP-APTN-1451: UK Royals 2 MUST CREDIT WE 4199500
Duchess of Sussex makes surprise appearance at husband's WE Day speech
AP-APTN-1338: UK Royals STILLS AP Clients Only 4199479
Duchess of Sussex makes surprise appearance at husband's WE Day speech STILL IMAGES
AP-APTN-1328: US Aretha Franklin Tribute Concert Content has significant restrictions, see script for details 4199415
Smokey Robinson, Clive Davis, Patti LaBelle remember Aretha Franklin at tribute concert
AP-APTN-1300: US CE First Fashion Purchase AP Clients Only 4199472
Stars Kiki Layne, Patrick Starrr, Tess Holliday and Karrueche Tran reveal their first ever fashion splurges
AP-APTN-1232: UK CE After Life Content has significant restrictions; see script for details 4199471
Ricky Gervais and cast of 'After Life' don't suffer fools gladly - but usually stay silent
AP-APTN-1145: US CE Fighting With My Family Content has significant restrictions, see script for details 4199442
'Fighting With My Family' star Nick Frost and director Stephen Merchant imagine their pro wrestling alter egos
AP-APTN-0942: US Adnan Syed Documentary Content has significant restrictions, see script for details 4199432
New HBO documentary looks at murder case made famous by 'Serial' podcast
AP-APTN-0942: Haiti Carnival AP Clients Only 4199431
Thousands flock to Haiti Carnival, despite unrest
AP-APTN-0915: US Streaming Debate AP Clients Only 4199414
Sampling of filmmakers: Streaming-service money is fine, but movies should be seen on big screens
AP-APTN-0901: US Kelsea Ballerini AP Clients Only 4199427
Kelsea Ballerini surprised by Little Big Town with Opry invitation
AP-APTN-0830: France Louis Vuitton AP Clients Only 4199386
Willow and Jaden Smith, Emma Stone, others attend Louis Vuitton show in Paris
AP-APTN-0138: US Adwoa Aboah Barbie Content has significant restrictions; see script for details 4199405
British model and activist Adwoa Aboah honored with Role Model Barbie
AP-APTN-0136: US CBS R Kelly Content has significant restrictions; see script for details 4199404
R. Kelly tells CBS 'I didn't do this stuff' in interview
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.