ETV Bharat / bharat

কুলভূষণকে ভারতে ফেরানোর জন্য ফের পাকিস্তানকে আবেদন করা হবে  : বিদেশমন্ত্রী

বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, কুলভূষণ যাদবকের সুরক্ষা ও সুস্থতার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার ।

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Jul 18, 2019, 11:29 AM IST

Updated : Jul 18, 2019, 1:49 PM IST

দিল্লি, 18 জুলাই : কুলভূষণ যাদবকে মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠানো হোক । আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) - এর রায়ের পর এ কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

সংসদে আজ কুলভূষণ মামলায় ICJ - এর রায় নিয়ে বিবৃতি দেন বিদেশমন্ত্রী । তিনি বলেন, "একাধিকবার পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে । ভারতের এই অভিযোগকে 15-1 ভোটে সমর্থন করেছে ICJ । আদালতের নির্দেশ, অবিলম্বে পাকিস্তানকে বাধ্যতামূলকভাবে (কুলভূষণ) যাদবকে তাঁর অধিকারের বিষয়ে জানাতে হবে । পাশাপাশি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতীয় হাইকমিশনের অফিসারদের তাঁর কাছে যাওয়ার ছাড়পত্র দিতে হবে । "

এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আন্তর্জাতিক আদালতে ভারতের ঐতিহাসিক জয়

বিদেশমন্ত্রী জানান, কুলভূষণকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে কেন্দ্রীয় সরকার । তিনি বলেন, "2017 সালে কেন্দ্রীয় সরকার সংসদে প্রতিশ্রুতি দিয়েছিল, কুলভূষণের স্বার্থরক্ষায় সবরকম পদক্ষেপ নেওয়া হবে । ICJ-তে আইনি পথের মাধ্যমে তাঁর মুক্তির জন্য সরকার অক্লান্ত পরিশ্রম করেছে । আমি নিশ্চিত করে বলছি, তাঁর (কুলভূষণের) সুরক্ষা ও সুস্থতার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার । " পাশাপাশি, কঠিন পরিস্থিতিতে সাহস দেখানোর জন্য কুলভূষণের পরিবারেরও প্রশংসা করেন বিদেশমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : সত্য ও ন্যায়ের জয় হয়েছে, কুলভূষণ রায়ের পর টুইট প্রধানমন্ত্রীর

বিদেশমন্ত্রীর বিবৃতির পর রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, "ICJ-র রায়কে পুরো হাউজ় স্বাগত জানাচ্ছে দেখে আমি অত্যন্ত খুশি ।"

দিল্লি, 18 জুলাই : কুলভূষণ যাদবকে মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠানো হোক । আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) - এর রায়ের পর এ কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

সংসদে আজ কুলভূষণ মামলায় ICJ - এর রায় নিয়ে বিবৃতি দেন বিদেশমন্ত্রী । তিনি বলেন, "একাধিকবার পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে । ভারতের এই অভিযোগকে 15-1 ভোটে সমর্থন করেছে ICJ । আদালতের নির্দেশ, অবিলম্বে পাকিস্তানকে বাধ্যতামূলকভাবে (কুলভূষণ) যাদবকে তাঁর অধিকারের বিষয়ে জানাতে হবে । পাশাপাশি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতীয় হাইকমিশনের অফিসারদের তাঁর কাছে যাওয়ার ছাড়পত্র দিতে হবে । "

এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আন্তর্জাতিক আদালতে ভারতের ঐতিহাসিক জয়

বিদেশমন্ত্রী জানান, কুলভূষণকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে কেন্দ্রীয় সরকার । তিনি বলেন, "2017 সালে কেন্দ্রীয় সরকার সংসদে প্রতিশ্রুতি দিয়েছিল, কুলভূষণের স্বার্থরক্ষায় সবরকম পদক্ষেপ নেওয়া হবে । ICJ-তে আইনি পথের মাধ্যমে তাঁর মুক্তির জন্য সরকার অক্লান্ত পরিশ্রম করেছে । আমি নিশ্চিত করে বলছি, তাঁর (কুলভূষণের) সুরক্ষা ও সুস্থতার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার । " পাশাপাশি, কঠিন পরিস্থিতিতে সাহস দেখানোর জন্য কুলভূষণের পরিবারেরও প্রশংসা করেন বিদেশমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : সত্য ও ন্যায়ের জয় হয়েছে, কুলভূষণ রায়ের পর টুইট প্রধানমন্ত্রীর

বিদেশমন্ত্রীর বিবৃতির পর রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, "ICJ-র রায়কে পুরো হাউজ় স্বাগত জানাচ্ছে দেখে আমি অত্যন্ত খুশি ।"

Mumbai, July 17 (ANI): Celebrities attended special screening of 'The Lion King' in Mumbai. Many TV personalities included Jay Bhanushali, Ridhi Dogra, Sanaya Irani and Mohit Sehgal were in attendance. Singer Sunidhi Chauhan was also attended the screening. Actor Jim Sarabh also came in for the special screening. 'The Lion King' will hit the theaters on July 19.
Last Updated : Jul 18, 2019, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.