দিল্লি, 18 জুলাই : কুলভূষণ যাদবকে মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠানো হোক । আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) - এর রায়ের পর এ কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।
সংসদে আজ কুলভূষণ মামলায় ICJ - এর রায় নিয়ে বিবৃতি দেন বিদেশমন্ত্রী । তিনি বলেন, "একাধিকবার পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে । ভারতের এই অভিযোগকে 15-1 ভোটে সমর্থন করেছে ICJ । আদালতের নির্দেশ, অবিলম্বে পাকিস্তানকে বাধ্যতামূলকভাবে (কুলভূষণ) যাদবকে তাঁর অধিকারের বিষয়ে জানাতে হবে । পাশাপাশি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতীয় হাইকমিশনের অফিসারদের তাঁর কাছে যাওয়ার ছাড়পত্র দিতে হবে । "
এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আন্তর্জাতিক আদালতে ভারতের ঐতিহাসিক জয়
বিদেশমন্ত্রী জানান, কুলভূষণকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে কেন্দ্রীয় সরকার । তিনি বলেন, "2017 সালে কেন্দ্রীয় সরকার সংসদে প্রতিশ্রুতি দিয়েছিল, কুলভূষণের স্বার্থরক্ষায় সবরকম পদক্ষেপ নেওয়া হবে । ICJ-তে আইনি পথের মাধ্যমে তাঁর মুক্তির জন্য সরকার অক্লান্ত পরিশ্রম করেছে । আমি নিশ্চিত করে বলছি, তাঁর (কুলভূষণের) সুরক্ষা ও সুস্থতার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার । " পাশাপাশি, কঠিন পরিস্থিতিতে সাহস দেখানোর জন্য কুলভূষণের পরিবারেরও প্রশংসা করেন বিদেশমন্ত্রী ।
এই সংক্রান্ত আরও খবর : সত্য ও ন্যায়ের জয় হয়েছে, কুলভূষণ রায়ের পর টুইট প্রধানমন্ত্রীর
বিদেশমন্ত্রীর বিবৃতির পর রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, "ICJ-র রায়কে পুরো হাউজ় স্বাগত জানাচ্ছে দেখে আমি অত্যন্ত খুশি ।"