গান্ধিনগর, ৩০ মার্চ : "আমরা কখনও পিছন থেকে ছুরি মারিনি, মারবও না। আমার বাবা আমাকে সবকিছু হৃদয় দিয়ে করতে শিখিয়েছেন। আমরা জনগণের বিষয় উত্থাপন করেছি। আমাদের (BJP ও শিবসেনা) যে সমস্যা ছিল, তা মিটিয়ে নিয়েছি।" আজ বিজয় সংকল্প সভায় এসে একথা বলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
আজ মনোনয়ন জমা দিচ্ছেন BJP প্রার্থী অমিত শাহ। গুজরাতের রাজধানী গান্ধিনগর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন তিনি। অমিত শাহ রাজ্যসভারও সাংসদ। এই প্রথম তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন।
মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে আহমেদাবাদে একটি রোড শো করছেন অমিত শাহ। উপস্থিত আছেন রাজনাথ সিং, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও অন্যরা। 4 কিমি রোড শো শুরু হবে আহমেদাবাদের নরনপুরার সর্দার প্যাটেল স্ট্যাচু থেকে। শেষ হবে ঘাটলোদিয়ার পতিদার চকে।
গুজরাতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল। ২৬ আসনে নির্বাচন হবে ২৩ এপ্রিল।