ETV Bharat / bharat

পিছন থেকে ছুরি মারিনি, মারবও না; অমিতের পাশে দাঁড়িয়ে বললেন উদ্ধব - gandhinagar

আজ মনোনয়ন জমা দিচ্ছেন BJP প্রার্থী অমিত শাহ। সেখানে বিজয় সংকল্প সভায় যোগ দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরে
author img

By

Published : Mar 30, 2019, 12:06 PM IST

গান্ধিনগর, ৩০ মার্চ : "আমরা কখনও পিছন থেকে ছুরি মারিনি, মারবও না। আমার বাবা আমাকে সবকিছু হৃদয় দিয়ে করতে শিখিয়েছেন। আমরা জনগণের বিষয় উত্থাপন করেছি। আমাদের (BJP ও শিবসেনা) যে সমস্যা ছিল, তা মিটিয়ে নিয়েছি।" আজ বিজয় সংকল্প সভায় এসে একথা বলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

আজ মনোনয়ন জমা দিচ্ছেন BJP প্রার্থী অমিত শাহ। গুজরাতের রাজধানী গান্ধিনগর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন তিনি। অমিত শাহ রাজ্যসভারও সাংসদ। এই প্রথম তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন।

মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে আহমেদাবাদে একটি রোড শো করছেন অমিত শাহ। উপস্থিত আছেন রাজনাথ সিং, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও অন্যরা। 4 কিমি রোড শো শুরু হবে আহমেদাবাদের নরনপুরার সর্দার প্যাটেল স্ট্যাচু থেকে। শেষ হবে ঘাটলোদিয়ার পতিদার চকে।

গুজরাতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল। ২৬ আসনে নির্বাচন হবে ২৩ এপ্রিল।

গান্ধিনগর, ৩০ মার্চ : "আমরা কখনও পিছন থেকে ছুরি মারিনি, মারবও না। আমার বাবা আমাকে সবকিছু হৃদয় দিয়ে করতে শিখিয়েছেন। আমরা জনগণের বিষয় উত্থাপন করেছি। আমাদের (BJP ও শিবসেনা) যে সমস্যা ছিল, তা মিটিয়ে নিয়েছি।" আজ বিজয় সংকল্প সভায় এসে একথা বলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

আজ মনোনয়ন জমা দিচ্ছেন BJP প্রার্থী অমিত শাহ। গুজরাতের রাজধানী গান্ধিনগর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন তিনি। অমিত শাহ রাজ্যসভারও সাংসদ। এই প্রথম তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন।

মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে আহমেদাবাদে একটি রোড শো করছেন অমিত শাহ। উপস্থিত আছেন রাজনাথ সিং, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও অন্যরা। 4 কিমি রোড শো শুরু হবে আহমেদাবাদের নরনপুরার সর্দার প্যাটেল স্ট্যাচু থেকে। শেষ হবে ঘাটলোদিয়ার পতিদার চকে।

গুজরাতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল। ২৬ আসনে নির্বাচন হবে ২৩ এপ্রিল।

New Delhi, Mar 30 (ANI): India's ace shutler P V Sindhu reached semi-finals after defeating Denmark's Mia Blichfeldt in the ongoing India Open 2019. While talking to media persons, she shared her experience of the match. Sindhu said, "I could have finished it off much earlier because I was maintaining the lead but again I was making it equal and then, taking it until the crucial point. Even, in the first set, I was leading and in the second set, I could have won comfortably. But there were too many errors." She further said, "Overall, It's been a good match and I think these matches keep happening and we have to control it accordingly. I won it and that is important for me."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.