ETV Bharat / bharat

আমরা সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই, বিরিয়ানি না : যোগী

শনিবার দিল্লিতে ভোটের প্রচারে আসেন যোগী । করওয়াল নগর, আদর্শ নগর, নারেলা এবং রোহিনিতে একাধিক সভা করেন । সভা থেকে কেজরিওয়ালকে আক্রমণ করেন যোগী । বলেন, নাগরিকদের পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেন না । অথচ, শাহিনবাগের প্রতিবাদকারীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন ।

author img

By

Published : Feb 2, 2020, 2:09 PM IST

Updated : Feb 2, 2020, 5:26 PM IST

yogi
yogi

দিল্লি, 2 ফেব্রুয়ারি : আমরা সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই বিরিয়ানি না । দিল্লিতে ভোটের আগে দলীয় সভা থেকে মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ । মূলত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আক্রমণ করেই তিনি একথা বলেন । শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলরত মানুষের জন্য বিরিয়ানি পাঠিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । সন্দেহ নেই, যোগীর নিশানায় কেজরিই ।

শনিবার দিল্লিতে ভোটের প্রচারে আসেন যোগী । করওয়াল নগর, আদর্শ নগর, নারেলা এবং রোহিনিতে একাধিক সভা করেন । সভা থেকে কেজরিওয়ালকে আক্রমণ করেন যোগী । কেজরিওয়াল তাঁর নাগরিকদের স্বচ্ছ পানীয় জল দিতে পারেন না বলেও অভিযোগ করেন আদিত্যনাথ । তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেন না । একটি সমীক্ষার রিপোর্ট বলছে, দিল্লি সরকার নাগরিকদের দূষিত জল পান করাচ্ছে । কিন্তু শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদকারীদের বা শহরের অন্যান্য স্থানে প্রতিবাদকারীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন ।"

পরোক্ষভাবে কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন যোগী আদিত্যনাথ । তিনি বলেন আগে সন্ত্রাসবাদীরা পাকিস্তানের থেকে টাকা নিত এবং পাথর ছুড়ে দেশের সম্পত্তি নষ্ট করত । কেজরিওয়ালের দল এবং কংগ্রেস তাদের সমর্থন করত । কিন্তু তাদের থেকে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার পর থেকেই এইসব বন্ধ হয়েছে । পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সঠিক শিক্ষা দিচ্ছে আমাদের জওয়ানরা । কেজরিওয়াল ও কংগ্রেস তাদের বিরিয়ানি খাওয়াত, আমরা তাদের বুলেট খাওয়াই ।

কেজরিওয়ালকে কটাক্ষ করে যোগী এদিন আরও বলেন, "কেজরিওয়াল মেট্রো পরিষেবা চান না । নাগরিকদের বিদ্যুৎ পরিষেবা, পরিস্রুত জল পৌঁছে দিতে চান না । আপনারাই সিদ্ধান্ত নিন আপনারা মেট্রো পরিষেবা, রাস্তা চান না কি শাহিনবাগ চান । কেজরিওয়াল শাহিনবাগের প্রতিবাদকারীদের জন্য বিরিয়ানি পাঠাবেন, উন্নয়নের জন্য কোনও টাকা লাগাবেন না ।"

8 ফেব্রুয়ারি রাজধানীতে ভোট । তার আগে প্রচার শুরু করছে BJP । তাদের প্রচার বক্তৃতায় বারবার উঠে এসেছে নাগরিকত্ব সংশোধনী আইন, শাহিনবাগের কথা । প্রতিবাদকারীদের উপর গুলি চালানোর মত কথাও শোনা গিয়েছে BJP নেতাদের মুখে । এরপর প্রথমে জামিয়ার পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে গুলি চলে । জখম হন এক পড়ুয়া । শাহিনবাগেও গুলি চলে শনিবার ।

দিল্লি, 2 ফেব্রুয়ারি : আমরা সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই বিরিয়ানি না । দিল্লিতে ভোটের আগে দলীয় সভা থেকে মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ । মূলত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আক্রমণ করেই তিনি একথা বলেন । শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলরত মানুষের জন্য বিরিয়ানি পাঠিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । সন্দেহ নেই, যোগীর নিশানায় কেজরিই ।

শনিবার দিল্লিতে ভোটের প্রচারে আসেন যোগী । করওয়াল নগর, আদর্শ নগর, নারেলা এবং রোহিনিতে একাধিক সভা করেন । সভা থেকে কেজরিওয়ালকে আক্রমণ করেন যোগী । কেজরিওয়াল তাঁর নাগরিকদের স্বচ্ছ পানীয় জল দিতে পারেন না বলেও অভিযোগ করেন আদিত্যনাথ । তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেন না । একটি সমীক্ষার রিপোর্ট বলছে, দিল্লি সরকার নাগরিকদের দূষিত জল পান করাচ্ছে । কিন্তু শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদকারীদের বা শহরের অন্যান্য স্থানে প্রতিবাদকারীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন ।"

পরোক্ষভাবে কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন যোগী আদিত্যনাথ । তিনি বলেন আগে সন্ত্রাসবাদীরা পাকিস্তানের থেকে টাকা নিত এবং পাথর ছুড়ে দেশের সম্পত্তি নষ্ট করত । কেজরিওয়ালের দল এবং কংগ্রেস তাদের সমর্থন করত । কিন্তু তাদের থেকে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার পর থেকেই এইসব বন্ধ হয়েছে । পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সঠিক শিক্ষা দিচ্ছে আমাদের জওয়ানরা । কেজরিওয়াল ও কংগ্রেস তাদের বিরিয়ানি খাওয়াত, আমরা তাদের বুলেট খাওয়াই ।

কেজরিওয়ালকে কটাক্ষ করে যোগী এদিন আরও বলেন, "কেজরিওয়াল মেট্রো পরিষেবা চান না । নাগরিকদের বিদ্যুৎ পরিষেবা, পরিস্রুত জল পৌঁছে দিতে চান না । আপনারাই সিদ্ধান্ত নিন আপনারা মেট্রো পরিষেবা, রাস্তা চান না কি শাহিনবাগ চান । কেজরিওয়াল শাহিনবাগের প্রতিবাদকারীদের জন্য বিরিয়ানি পাঠাবেন, উন্নয়নের জন্য কোনও টাকা লাগাবেন না ।"

8 ফেব্রুয়ারি রাজধানীতে ভোট । তার আগে প্রচার শুরু করছে BJP । তাদের প্রচার বক্তৃতায় বারবার উঠে এসেছে নাগরিকত্ব সংশোধনী আইন, শাহিনবাগের কথা । প্রতিবাদকারীদের উপর গুলি চালানোর মত কথাও শোনা গিয়েছে BJP নেতাদের মুখে । এরপর প্রথমে জামিয়ার পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে গুলি চলে । জখম হন এক পড়ুয়া । শাহিনবাগেও গুলি চলে শনিবার ।

Thiruvananthapuram (Kerala), Feb 02 (ANI): Speaking on Union Budget for the financial year 2020-21, Kerala Finance Minister TM Thomas Isaac said, "Kerala has suffered. Our tax share was Rs 17,800 crore last year and now it will be only Rs 15,000 crore, it is an absolute decline to the devolution to the state," said Kerala Finance Minister.

Last Updated : Feb 2, 2020, 5:26 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.