ETV Bharat / bharat

বাস্তবের সঙ্গে সাযুজ্য রেখে রাষ্ট্রসংঘের সংস্কারমুখী হওয়া দরকার : প্রধানমন্ত্রী - স্থায়ী উন্নয়নে জোর দেওয়ার বার্তা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রসংঘের 75 তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক প্রাক্কালে আয়োজিত হয় এই বৈঠক । বৈঠকের মূলমন্ত্র ছিল, কোরোনা পরবর্তী সময়ে একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি ।

Narendra Modi
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Jul 17, 2020, 10:20 PM IST

দিল্লি, 17 জুলাই : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি আরও একবার জোরদার করলেন প্রধানমন্ত্রী । বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত রাষ্ট্রসংঘের সংস্কারের পথে হাঁটা দরকার বলেই মনে করেন তিনি । বললেন, "রাষ্ট্রসংঘে বর্তমান পরিস্থিতি প্রতিফলিত হওয়া দরকার ।"

কোরোনা পরবর্তী পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়তে হবে । রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের ভার্চুয়াল সভায় আজ এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে 150টি দেশকে ভারত ওষুধ দিয়ে সাহায্য করেছে ।"

প্রসঙ্গত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী । আজকের ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন নরওয়ের এরনা সোলবার্গ ও রাষ্ট্রসংঘের জেনেরাল সেক্রেটারি অ্যান্টোনিও গাতেরাস ৷ রাষ্ট্রসংঘের 75 তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক প্রাক্কালে আয়োজিত হয় এই বৈঠক । বৈঠকের মূলমন্ত্র ছিল, কোরোনা পরবর্তী সময়ে একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি ।

প্রধানমন্ত্রী বলেন, "আজ রাষ্ট্রসংঘ 193টি দেশকে এক ছাতার তলায় নিয়ে এসেছে । এতে সংগঠনের প্রতি আস্থাও বেড়েছে । রাষ্ট্রসংঘের স্থাপনের একেবারে প্রথম থেকেই ভারত সঙ্গে ছিল । ইকোনমিক ও সোশাল কাউন্সিলের কার্যকলাপকেও ভারত শুরু থেকেই সমর্থন করে এসেছে । ECOSOC -এর প্রথম প্রেসিডেন্টও ছিলেন ভারতীয় । ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারনের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত ।"

স্থায়ী উন্নয়নের জন্য ভারত ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে । পাশাপাশি বাকি উন্নয়নশীল দেশগুলিকেও স্থায়ী উন্নয়নের জন্য সাহায্য করে যাচ্ছে ভারত । "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।'' এই মন্ত্রেই উন্নতিসাধন হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী । পাশাপাশি আজকের বৈঠকে "সকলের জন্য গৃহ" প্রকল্পেরও মাধ্যমে প্রতিটি ভারতীয় আবাস নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন । 2022 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও জানান । প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার 75 তম বর্ষপূর্তিতে এই প্রকল্প উৎসর্গ করা হবে ।

সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত ৷ সদস্য দেশগুলির 192টি ভোটের মধ্যে 184টি ভোটই ভারতের পক্ষে গেছিল ৷ এই সদস্যপদের মেয়াদ দু'বছর ।

দিল্লি, 17 জুলাই : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি আরও একবার জোরদার করলেন প্রধানমন্ত্রী । বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত রাষ্ট্রসংঘের সংস্কারের পথে হাঁটা দরকার বলেই মনে করেন তিনি । বললেন, "রাষ্ট্রসংঘে বর্তমান পরিস্থিতি প্রতিফলিত হওয়া দরকার ।"

কোরোনা পরবর্তী পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়তে হবে । রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশাল কাউন্সিলের ভার্চুয়াল সভায় আজ এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে 150টি দেশকে ভারত ওষুধ দিয়ে সাহায্য করেছে ।"

প্রসঙ্গত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী । আজকের ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন নরওয়ের এরনা সোলবার্গ ও রাষ্ট্রসংঘের জেনেরাল সেক্রেটারি অ্যান্টোনিও গাতেরাস ৷ রাষ্ট্রসংঘের 75 তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক প্রাক্কালে আয়োজিত হয় এই বৈঠক । বৈঠকের মূলমন্ত্র ছিল, কোরোনা পরবর্তী সময়ে একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি ।

প্রধানমন্ত্রী বলেন, "আজ রাষ্ট্রসংঘ 193টি দেশকে এক ছাতার তলায় নিয়ে এসেছে । এতে সংগঠনের প্রতি আস্থাও বেড়েছে । রাষ্ট্রসংঘের স্থাপনের একেবারে প্রথম থেকেই ভারত সঙ্গে ছিল । ইকোনমিক ও সোশাল কাউন্সিলের কার্যকলাপকেও ভারত শুরু থেকেই সমর্থন করে এসেছে । ECOSOC -এর প্রথম প্রেসিডেন্টও ছিলেন ভারতীয় । ইকোনমিক ও সোশাল কাউন্সিলের নীতি নির্ধারনের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত ।"

স্থায়ী উন্নয়নের জন্য ভারত ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে । পাশাপাশি বাকি উন্নয়নশীল দেশগুলিকেও স্থায়ী উন্নয়নের জন্য সাহায্য করে যাচ্ছে ভারত । "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।'' এই মন্ত্রেই উন্নতিসাধন হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী । পাশাপাশি আজকের বৈঠকে "সকলের জন্য গৃহ" প্রকল্পেরও মাধ্যমে প্রতিটি ভারতীয় আবাস নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন । 2022 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও জানান । প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার 75 তম বর্ষপূর্তিতে এই প্রকল্প উৎসর্গ করা হবে ।

সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত ৷ সদস্য দেশগুলির 192টি ভোটের মধ্যে 184টি ভোটই ভারতের পক্ষে গেছিল ৷ এই সদস্যপদের মেয়াদ দু'বছর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.