ETV Bharat / bharat

এক্ষুনি হোয়াটসঅ্যাপ আপডেট করুন - whats app malware

NSO গ্রুপ নামে ইজ়রায়েলের একটি ফার্ম হোয়াটসঅ্যাপ BUG-এর মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোন (অ্যানড্রয়েড হোক বা iPhone) থেকে ব্যক্তিগত ফাইল অ্যাকসেস করতে পারছে।

ছবি সৌজন্যে: PIXABAY
author img

By

Published : May 14, 2019, 9:36 PM IST

Updated : May 14, 2019, 11:28 PM IST

দিল্লি, 14 মে : 2014 তে ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে । তারপর থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মনে প্রশ্ন ছিল অ্যাপটি ব্যবহার করা কতটা নিরাপদ? তাদের গোপন মেসেজ অজান্তেই অন্য কারও হাতে পৌঁছে যাচ্ছে না তো ?

সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে । হোয়াটসঅ্যাপ BUG ব্যবহার করে স্মার্টফোনের সমস্ত নথি না কি অন্যের কাছে চলে হচ্ছে । NSO গ্রুপ নামে ইজ়রায়েলের একটি ফার্ম হোয়াটসঅ্যাপ BUG-এর মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোন (অ্যানড্রয়েড হোক বা iPhone) থেকে ব্যক্তিগত ফাইল অ্যাকসেস করতে পারছে ।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করলে এই সমস্যা হবে না। পাশাপাশি মোবাইল অপারেটিং সিস্টেমও আপ টু ডেট রাখা উচিত । হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, ফোন থেকে তথ্য চুরি করছে সরকারকে স্পাইওয়্যার সরবরাহকারী কোনও বেসরকারি সংস্থা। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক অ্যাপ ব্যবহারকারীকেই টার্গেট করা হচ্ছে ।

কিন্তু BUG মানে কী ?

BUG অর্থাৎ ছারপোকা । কিন্তু কম্পিউটার বিজ্ঞানে BUG বলতে মূলত সফটওয়্যার প্রোগ্রামিং-এ কোনও ত্রুটিকে বোঝানো হয় ।

কী এই হোয়াটসঅ্যাপ BUG ?

এটি একটি বিশেষ ধরনের BUG যার সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে স্মার্টফোনে থাকা সমস্ত তথ্য চুরি করা সম্ভব। হোয়াটসঅ্যাপ কলটি যদি রিসিভ না-ও করা হয় তাহলেও ফোনে থাকা গোপন তথ্য চুরি যেতে পারে ।

কীভাবে বিষয়টি প্রকাশ্যে আসে ?

লণ্ডনের এক আইনজীবী NSO গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তারা এমন কিছু টুলস তৈরি করে যা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ফোন হ্যাক করতে পারে । তাঁর সন্দেহ হয় যখন একটি নরওয়েজিয়ান নম্বর থেকে অসময়ে তাঁর কাছে একটি হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল আসে । এর পর তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজ়েন ল্যাবের সঙ্গে যোগাযোগ করেন । এই ল্যাবই NSO গ্রুপের এই প্রোডাক্টটি কী তা স্পষ্ট করে ।

এর পর স্পাইওয়্যারটি নিয়ে গবেষণা করতে গিয়ে হোয়াটসঅ্যাপের ইঞ্জিনিয়ররা তাঁদের সিস্টেমে একটি অস্বাভাবিক ভয়েস কলিং অ্যাক্টিভিটি লক্ষ্য করেন । এরপরই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে মানবাধিকার সংগঠনগুলিকে এই সাইবার থ্রেট সম্পর্কে সতর্ক করা হয় । সেইসঙ্গে জানানো হয় মূলত আইনজীবীদেরই টার্গেট করা হচ্ছে ।

NSO-র বক্তব্য : তারা মূলত তাদের প্রোডাক্ট সরকারি এজেন্সিগুলিকেই বিক্রি করে । তারা তাদের প্রোডাক্ট মূলত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও সেই সংক্রান্ত তদন্তের কাজের জন্যই বিক্রি করে । সোমবার একটি বিবৃতি দিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা তাদের প্রোডাক্টের অপব্যবহারের সম্ভাবনা সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে ।

আপাতত হোয়াটসঅ্যাপ ব্যবহারীরা অ্যাপটির লেটেস্ট ভার্সন ফোনে ইনস্টল করুন। সেইসঙ্গে ফোনের অপারেটিং সিস্টেমটিকেও আপ টু ডেট রাখুন ।

দিল্লি, 14 মে : 2014 তে ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে । তারপর থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মনে প্রশ্ন ছিল অ্যাপটি ব্যবহার করা কতটা নিরাপদ? তাদের গোপন মেসেজ অজান্তেই অন্য কারও হাতে পৌঁছে যাচ্ছে না তো ?

সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে । হোয়াটসঅ্যাপ BUG ব্যবহার করে স্মার্টফোনের সমস্ত নথি না কি অন্যের কাছে চলে হচ্ছে । NSO গ্রুপ নামে ইজ়রায়েলের একটি ফার্ম হোয়াটসঅ্যাপ BUG-এর মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোন (অ্যানড্রয়েড হোক বা iPhone) থেকে ব্যক্তিগত ফাইল অ্যাকসেস করতে পারছে ।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করলে এই সমস্যা হবে না। পাশাপাশি মোবাইল অপারেটিং সিস্টেমও আপ টু ডেট রাখা উচিত । হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, ফোন থেকে তথ্য চুরি করছে সরকারকে স্পাইওয়্যার সরবরাহকারী কোনও বেসরকারি সংস্থা। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক অ্যাপ ব্যবহারকারীকেই টার্গেট করা হচ্ছে ।

কিন্তু BUG মানে কী ?

BUG অর্থাৎ ছারপোকা । কিন্তু কম্পিউটার বিজ্ঞানে BUG বলতে মূলত সফটওয়্যার প্রোগ্রামিং-এ কোনও ত্রুটিকে বোঝানো হয় ।

কী এই হোয়াটসঅ্যাপ BUG ?

এটি একটি বিশেষ ধরনের BUG যার সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে স্মার্টফোনে থাকা সমস্ত তথ্য চুরি করা সম্ভব। হোয়াটসঅ্যাপ কলটি যদি রিসিভ না-ও করা হয় তাহলেও ফোনে থাকা গোপন তথ্য চুরি যেতে পারে ।

কীভাবে বিষয়টি প্রকাশ্যে আসে ?

লণ্ডনের এক আইনজীবী NSO গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তারা এমন কিছু টুলস তৈরি করে যা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ফোন হ্যাক করতে পারে । তাঁর সন্দেহ হয় যখন একটি নরওয়েজিয়ান নম্বর থেকে অসময়ে তাঁর কাছে একটি হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল আসে । এর পর তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজ়েন ল্যাবের সঙ্গে যোগাযোগ করেন । এই ল্যাবই NSO গ্রুপের এই প্রোডাক্টটি কী তা স্পষ্ট করে ।

এর পর স্পাইওয়্যারটি নিয়ে গবেষণা করতে গিয়ে হোয়াটসঅ্যাপের ইঞ্জিনিয়ররা তাঁদের সিস্টেমে একটি অস্বাভাবিক ভয়েস কলিং অ্যাক্টিভিটি লক্ষ্য করেন । এরপরই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে মানবাধিকার সংগঠনগুলিকে এই সাইবার থ্রেট সম্পর্কে সতর্ক করা হয় । সেইসঙ্গে জানানো হয় মূলত আইনজীবীদেরই টার্গেট করা হচ্ছে ।

NSO-র বক্তব্য : তারা মূলত তাদের প্রোডাক্ট সরকারি এজেন্সিগুলিকেই বিক্রি করে । তারা তাদের প্রোডাক্ট মূলত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও সেই সংক্রান্ত তদন্তের কাজের জন্যই বিক্রি করে । সোমবার একটি বিবৃতি দিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা তাদের প্রোডাক্টের অপব্যবহারের সম্ভাবনা সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে ।

আপাতত হোয়াটসঅ্যাপ ব্যবহারীরা অ্যাপটির লেটেস্ট ভার্সন ফোনে ইনস্টল করুন। সেইসঙ্গে ফোনের অপারেটিং সিস্টেমটিকেও আপ টু ডেট রাখুন ।

Gurdaspur (Punjab), May 13 (ANI): Convoy of actor-turned-politician Sunny Deol met with an accident in Punjab's Gurdaspur. The incident took place at Gurdaspur-Amritsar National Highway when one of the tyres of the sport utility vehicle burst. At least four vehicles in Deol's convoy rammed into each other but no one was injured. The actor was on his way for a roadshow. Sunny Deol is BJP's candidate from Gurdaspur parliamentary constituency in the Lok Sabha elections. Gurdaspur seat was represented four times by late actor Vinod Khanna, who passed away due to cancer in April 2017.
Last Updated : May 14, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.