ETV Bharat / bharat

সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : কানহাইয়া কুমার - War against student

কানহাইয়া টুইট করেন, "এই সরকারের কোনও লজ্জা নেই । প্রথমে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি বাড়ানো হল ৷ সেই ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ জানালেন, তখন পুলিশ দিয়ে তাঁদের পেটানো হল ৷ কিন্তু তাতেও যখন ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে দমানো গেল না, তখন সরকার গুন্ডা লেলিয়ে দিল ৷"

Ex JNU leader Kanhaiya
কানহাইয়া কুমার
author img

By

Published : Jan 6, 2020, 6:12 AM IST

দিল্লি, 6 জানুয়ারি : রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন কানহাইয়া কুমার । JNUSU (জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) - এর প্রাক্তন সভাপতি কানহাইয়া বলেন, "BJP নেতৃত্বাধীন সরকার দেশের ছাত্রসমাজের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে । "

কানহাইয়া টুইট করেন, "এই সরকারের কোনও লজ্জা নেই । প্রথমে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি বাড়ানো হল ৷ সেই ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ জানালেন, তখন পুলিশ দিয়ে তাঁদের পেটানো হল ৷ কিন্তু তাতেও যখন ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে দমানো গেল না, তখন সরকার গুন্ডা লেলিয়ে দিল ৷"

  • कितनी बेशर्म सरकार है, पहले फ़ीस बढ़ाती है, विद्यार्थी विरोध करें तो पुलिस से पिटवाती है और छात्र तब भी ना झुके, तो अपने गुंडे भेजकर हमला करवाती है। जब से सत्ता में आए हैं, तब से देश के हर कोने में देश के विद्यार्थियों के ख़िलाफ़ इन्होने जंग छेड़ रखी है।

    — Kanhaiya Kumar (@kanhaiyakumar) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কানহাইয়া তাঁর টুইটে আরও লেখেন, "যেদিন থেকে এই সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকে তারা দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ৷" কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কানহাইয়ার হুঁশিয়ারি, "আপনারা দমানোর চেষ্টা করতে পারেন ৷ কিন্তু ভারতের ছাত্রসমাজ গর্জে উঠবে ৷ সংবিধান ও দেশের গরীবদের প্রতি আপনারা যে অবিচার করছেন, তা ছাত্ররা ব্যর্থ করে দেবে । "

  • फिर कहता हूँ, जितना दबाओगे, उतनी ज़ोर से भारत के विद्यार्थी दोबारा उठ खड़े होंगे और आपकी संविधान और ग़रीब-विरोधी तमाम साज़िशों को ये विद्यार्थी एकजुट होकर नाकाम करेंगे।

    — Kanhaiya Kumar (@kanhaiyakumar) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 6 জানুয়ারি : রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন কানহাইয়া কুমার । JNUSU (জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) - এর প্রাক্তন সভাপতি কানহাইয়া বলেন, "BJP নেতৃত্বাধীন সরকার দেশের ছাত্রসমাজের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে । "

কানহাইয়া টুইট করেন, "এই সরকারের কোনও লজ্জা নেই । প্রথমে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি বাড়ানো হল ৷ সেই ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ জানালেন, তখন পুলিশ দিয়ে তাঁদের পেটানো হল ৷ কিন্তু তাতেও যখন ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে দমানো গেল না, তখন সরকার গুন্ডা লেলিয়ে দিল ৷"

  • कितनी बेशर्म सरकार है, पहले फ़ीस बढ़ाती है, विद्यार्थी विरोध करें तो पुलिस से पिटवाती है और छात्र तब भी ना झुके, तो अपने गुंडे भेजकर हमला करवाती है। जब से सत्ता में आए हैं, तब से देश के हर कोने में देश के विद्यार्थियों के ख़िलाफ़ इन्होने जंग छेड़ रखी है।

    — Kanhaiya Kumar (@kanhaiyakumar) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কানহাইয়া তাঁর টুইটে আরও লেখেন, "যেদিন থেকে এই সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকে তারা দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ৷" কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কানহাইয়ার হুঁশিয়ারি, "আপনারা দমানোর চেষ্টা করতে পারেন ৷ কিন্তু ভারতের ছাত্রসমাজ গর্জে উঠবে ৷ সংবিধান ও দেশের গরীবদের প্রতি আপনারা যে অবিচার করছেন, তা ছাত্ররা ব্যর্থ করে দেবে । "

  • फिर कहता हूँ, जितना दबाओगे, उतनी ज़ोर से भारत के विद्यार्थी दोबारा उठ खड़े होंगे और आपकी संविधान और ग़रीब-विरोधी तमाम साज़िशों को ये विद्यार्थी एकजुट होकर नाकाम करेंगे।

    — Kanhaiya Kumar (@kanhaiyakumar) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Mumbai, Jan 06 (ANI): After violence in Jawaharlal Nehru University campus, Indian Institute of Technology (IIT) Bombay students took out protest march in solidarity with JNU students. Students of several colleges gathered at Gateway of India to demonstrate. Several students including JNUSU president got injured after they were assaulted by masked goons inside campus. Professors of the college also received injuries.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.