সুলতানপুর (উত্তরপ্রদেশ), 12 এপ্রিল : নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য মানেকা গান্ধির। গতকাল উত্তরপ্রদেশের সুলতানপুরে প্রচারে যান মানেকা। সেখানে মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি তো আগেই জিতে গেছি। এখন আপনারা ঠিক করুন কী করবেন।"
মানেকার 3 মিনিটের বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল। তিনি বলেন, "আমি জিতছি এটা গুরুত্বপূর্ণ। মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে জিতব। কিন্তু, যদি মুসলিমদের সাহায্য ছাড়াই নির্বাচনে জিতি, তাহলে তা ভালো হবে না। মনটা খারাপ হয়ে যাবে। তখন যদি কোনও মুসলিম ব্যক্তি আমার কাছে কাজের জন্য আসেন, আমি তো তাঁর কাজ সহজে করব না। সবকিছু তো দেওয়া-নেওয়া পদ্ধতির মতো। তাই নয় কী ? আমরা তো সবাই মহাত্মা গান্ধির ছেলে নয় (হাসি)। এরকম তো হতে পারে না, যে আমরা শুধু দিয়ে যাব তারপরও নির্বাচনে হারব। জয় আসবেই। সে আপনারা সাথে থাকুন আর না থাকুন।"
কিছুক্ষণ পর তিনি আরও বলেন, "আমি জিতেই গেছি। কিন্তু, আপনাদের আমাকে দরকার। এটাই বন্ধুত্ব গড়ার শুভ সময়। নির্বাচনের সময় দেখব, এই বুথ থেকে মাত্র 100টা ভোট পেয়েছি তখন খুব খারাপ লাগে। তারপর আপনারা আমার কাছে কিছু চাইতে আসবেন...আমি কখনই কাউকে আলাদা করে দেখতে চাই না। এবার আপনাদের উপর সবকিছু নির্ভর করছে।"
পিলভিটের বিদায়ি সাংসদ মানেকা গান্ধি। এবার তাঁকে সুলতানপুর কেন্দ্রে দাঁড় করানো হয়েছে। এই কেন্দ্রের বর্তমান সাংসদ মানেকা পুত্র বরুণ। বরুণকে দাঁড় করানো হয়েছে পিলভিটে।