ETV Bharat / bharat

স্বাস্থ্যবিধি মেনে নিজের ও অপরের ভ্রমণ সুগম করুন : ভিস্তারা - Corona

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে যাত্রীদের প্রতিক্রিয়া জানতে ভিস্তারা “ফ্লাইয়ার কোড” নামে একটি সমীক্ষা করে। সেখানে 55 শতাংশ যাত্রী এখন আতঙ্কিত তাঁদের সহযাত্রীরা সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না তা নিয়ে।

Vistara
Vistara
author img

By

Published : Jul 13, 2020, 10:49 PM IST

দিল্লি, 13 জুলাই : পূর্ণ-পরিষেবা দিতে প্রস্তুত ভিস্তারা উড়ান পরিষেবা । সম্প্রতি এই উড়ান পরিষেবা সংস্থাটি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে যাত্রীদের প্রতিক্রিয়া জানতে “ফ্লাইয়ার কোড” নামে একটি সমীক্ষা করে। সেই সমীক্ষা থেকে জানা যায়, 55 শতাংশ যাত্রী এখন আতঙ্কিত তাঁদের সহযাত্রীদের নিয়ে। আজ সেই সমীক্ষার ফলাফলটিকে একটি প্রতিবেদন আকারে বের করে সংস্থাটি যাত্রীদের অনুরোধ করে যে পরিবহনের সময় তাঁদের সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই ঘোষণাটিতে বলা হয়েছে, বুকিং এবং ওয়েব চেক ইন করার সময় যাত্রীরা যেন তাঁদের সমস্ত যোগাযোগের তথ্য সঠিকভাবে দেন । যাতে প্রয়োজনে তাঁদের সাথে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও, পরিবহনের সময় অবশ্যই ফেসমাস্কটি পরে থাকতে হবে। তা যদি না করেন তাহলে শুধু নিজের নয়, অন্যের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবেন । উড়ানে বসার সময় সহযাত্রী থেকে দূরত্ব বজায় রাখুন। কোনও কিছু স্পর্শ করার পরে প্রতিবার হাত স্যানিটাইজ় করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকার কর্তৃক সর্বশেষ ভ্রমণ সংক্রান্ত নিয়মনীতি এবং গাইডলাইন সম্পর্কে অবহিত থাকুন।

ভিস্তারার চিফ কমার্শিয়াল অফিসার বিনোদ কান্নান বলেন, "আমরা নতুন নিয়ন্ত্রক নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্য রেখে গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে কয়েকটি অত্যন্ত কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা একত্রিত করেছি। প্রতিটি টাচপয়েন্টে আমাদের দলগুলি প্রতিদিন এই সমস্ত বাধ্যবাধকতাগুলি নিশ্চিত করছে। তবে এটি একা লড়াইয়ের সময় নয়। এটির জন্য সমানভাবে দরকার গ্রাহকদের অংশগ্রহণ এবং প্রচেষ্টা। “ফ্লাইয়ার কোড ” খুব সাধারণ পদক্ষেপ । তবে , উড়়ান পরিষেবাকে আরও সুরক্ষিত করতে এটির প্রভাব অপরিসীম।"

দিল্লি, 13 জুলাই : পূর্ণ-পরিষেবা দিতে প্রস্তুত ভিস্তারা উড়ান পরিষেবা । সম্প্রতি এই উড়ান পরিষেবা সংস্থাটি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে যাত্রীদের প্রতিক্রিয়া জানতে “ফ্লাইয়ার কোড” নামে একটি সমীক্ষা করে। সেই সমীক্ষা থেকে জানা যায়, 55 শতাংশ যাত্রী এখন আতঙ্কিত তাঁদের সহযাত্রীদের নিয়ে। আজ সেই সমীক্ষার ফলাফলটিকে একটি প্রতিবেদন আকারে বের করে সংস্থাটি যাত্রীদের অনুরোধ করে যে পরিবহনের সময় তাঁদের সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই ঘোষণাটিতে বলা হয়েছে, বুকিং এবং ওয়েব চেক ইন করার সময় যাত্রীরা যেন তাঁদের সমস্ত যোগাযোগের তথ্য সঠিকভাবে দেন । যাতে প্রয়োজনে তাঁদের সাথে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও, পরিবহনের সময় অবশ্যই ফেসমাস্কটি পরে থাকতে হবে। তা যদি না করেন তাহলে শুধু নিজের নয়, অন্যের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবেন । উড়ানে বসার সময় সহযাত্রী থেকে দূরত্ব বজায় রাখুন। কোনও কিছু স্পর্শ করার পরে প্রতিবার হাত স্যানিটাইজ় করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকার কর্তৃক সর্বশেষ ভ্রমণ সংক্রান্ত নিয়মনীতি এবং গাইডলাইন সম্পর্কে অবহিত থাকুন।

ভিস্তারার চিফ কমার্শিয়াল অফিসার বিনোদ কান্নান বলেন, "আমরা নতুন নিয়ন্ত্রক নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্য রেখে গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে কয়েকটি অত্যন্ত কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা একত্রিত করেছি। প্রতিটি টাচপয়েন্টে আমাদের দলগুলি প্রতিদিন এই সমস্ত বাধ্যবাধকতাগুলি নিশ্চিত করছে। তবে এটি একা লড়াইয়ের সময় নয়। এটির জন্য সমানভাবে দরকার গ্রাহকদের অংশগ্রহণ এবং প্রচেষ্টা। “ফ্লাইয়ার কোড ” খুব সাধারণ পদক্ষেপ । তবে , উড়়ান পরিষেবাকে আরও সুরক্ষিত করতে এটির প্রভাব অপরিসীম।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.