চেন্নাই, 3 নভেম্বর : প্রয়াত বিখ্যাত বেহালা বাদক টি এন কৃষ্ণন । পদ্মভূষণ প্রাপ্ত কৃষ্ণনের বয়স হয়েছিল 92 । গত সন্ধ্যায় চেন্নাইয়ে তাঁর মৃত্যু হয় ।
1926 সালের 6 অক্টোবর কৃষ্ণনের জন্ম হয় । পরবর্তীতে চেন্নাইয়ে চলে আসেন তিনি । সেখানেই থাকতেন ।
পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সংগীতা কালানিধির মতো সম্মান পেয়েছেন টি এন কৃষ্ণন । হাজারের বেশি সংগীত সমাবেশ করেছেন ।
চেন্নাই মিউজ়িক কলেজে তিনি দীর্ঘদিন শিক্ষাকতা করেছেন । প্রচুর ছাত্র-ছাত্রীকে বেহালা বাদ্যযন্ত্র শিখিয়েছেন টি এন কৃষ্ণন । দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ মিউজ়িক অ্যান্ড ফাইন আর্টস বিভাগেও শিক্ষাকতা করেছেন তিনি ।