ETV Bharat / bharat

সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে ধুন্ধুমার, নিহত তিন, জখম 60 পুলিশকর্মী

ফেসবুক পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে পুলকেশিনগরে উত্তেজনা । এলাকায় শান্তি বজায় রাখতে জারি করা হল 144 ধারা ।

বেঙ্গালুরু
বেঙ্গালুরু
author img

By

Published : Aug 12, 2020, 7:03 AM IST

Updated : Aug 12, 2020, 7:58 AM IST

বেঙ্গালুরু, 12 অগাস্ট : সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট ঘিরে বেঙ্গালুরুর পুলকেশিনগরে ধুন্ধুমার । বিধায়কের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার । গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসা পুলিশকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের । জখম হন 60 জন পুলিশকর্মী । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন । জারি করা হয়েছে 144 ধারা ।

ঘটনার সূত্রপাত কংগ্রেস বিধায়ক আখন্দ শ্রীনিবাস মূর্তির এক আত্মীয়ের ফেসবুক পোস্ট ঘিরে । সেই পোস্টে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ । যিনি পোস্ট করেছেন তাঁর শাস্তির দাবিতে বিধায়কের বাড়ির বাইরে জমায়েত করেন ওই সম্প্রদায়ের একাংশ । অভিযোগ, বিধায়কের বাড়িতে আক্রমণ করা হয় । বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগানো হয় ।

আর একদল বিক্ষোভকারী স্থানীয় কে জি হাল্লি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখায় । বিধায়কের আত্মীয়কে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলে তারা । পুলিশ বিক্ষোভকারীদের বোঝাতে এলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ।

সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে ধুন্ধুমার...

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্থ জানান, সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয়েছে । জখম আর এক জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । 60 জন পুলিশকর্মী জখম হয়েছেন । এলাকায় শান্তি বজায় রাখতে 144 ধারা জারি করা হয়েছে । সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে ।

এদিকে যার বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার অভিযোগ, তিনি দাবি করেছেন পোস্ট তিনি করেননি । তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছিল । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে ।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমানি জানিয়েছেন, হিংসা ছড়ানো, লুটপাট চালানো অন্যায় । কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না । কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

বেঙ্গালুরু, 12 অগাস্ট : সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট ঘিরে বেঙ্গালুরুর পুলকেশিনগরে ধুন্ধুমার । বিধায়কের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার । গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসা পুলিশকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের । জখম হন 60 জন পুলিশকর্মী । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন । জারি করা হয়েছে 144 ধারা ।

ঘটনার সূত্রপাত কংগ্রেস বিধায়ক আখন্দ শ্রীনিবাস মূর্তির এক আত্মীয়ের ফেসবুক পোস্ট ঘিরে । সেই পোস্টে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ । যিনি পোস্ট করেছেন তাঁর শাস্তির দাবিতে বিধায়কের বাড়ির বাইরে জমায়েত করেন ওই সম্প্রদায়ের একাংশ । অভিযোগ, বিধায়কের বাড়িতে আক্রমণ করা হয় । বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগানো হয় ।

আর একদল বিক্ষোভকারী স্থানীয় কে জি হাল্লি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখায় । বিধায়কের আত্মীয়কে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলে তারা । পুলিশ বিক্ষোভকারীদের বোঝাতে এলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ।

সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে ধুন্ধুমার...

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্থ জানান, সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয়েছে । জখম আর এক জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । 60 জন পুলিশকর্মী জখম হয়েছেন । এলাকায় শান্তি বজায় রাখতে 144 ধারা জারি করা হয়েছে । সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে ।

এদিকে যার বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার অভিযোগ, তিনি দাবি করেছেন পোস্ট তিনি করেননি । তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছিল । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে ।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমানি জানিয়েছেন, হিংসা ছড়ানো, লুটপাট চালানো অন্যায় । কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না । কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

Last Updated : Aug 12, 2020, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.