ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের রায় আমাকে তৃপ্তি দিল : আদবানি - সুপ্রিম কোর্টের রায় আমাকে তৃপ্তি দিল

স্মৃতিচারণের পাশাপাশি আজকের রায় ঘোষণা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিনন্দন জানান লালকৃষ্ণ আদবানি ৷ বলেন, আজকের দিনটি আমার কাছে তৃপ্তির ৷

ছবি
author img

By

Published : Nov 9, 2019, 8:27 PM IST

দিল্লি, 9 নভেম্বর : 92-র ঘটনার সময় গেরুয়া শিবিরের অন্যতম মুখ ছিলেন তিনি ৷ তাঁকে ঘিরে অনেকটা সময় আবর্তিত হয়েছে বাবরি বিতর্ক ৷ আজ যখন বহু চর্চিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হল, তখন সেদিনের 'লৌহমানব' আজ বয়সের ভারে নূব্জ ৷ কিন্তু সেদিনের স্মৃতি আজও উজ্জ্বল ৷

রায় ঘোষণার পরই 92 বছরের আদবানি বলেন, "আজকের দিনটা আমার কাছে অত্যন্ত তৃপ্তির ৷ কারণ, ঈশ্বর আমাকে একটা বড় সুযোগ দিয়েছিলেন সে দিনের জন আন্দোলনে শরিক হওয়ার জন্য ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের পর এটাই ছিল সব থেকে বড় জন আন্দোলন ৷"

সে দিনের স্মৃতিচারণের পাশাপাশি আজকের রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিনন্দন জানান লালকৃষ্ণ আদবানি ৷ পাঁচ সদস্যের বেঞ্চ যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানান আদবানি ৷

দিল্লি, 9 নভেম্বর : 92-র ঘটনার সময় গেরুয়া শিবিরের অন্যতম মুখ ছিলেন তিনি ৷ তাঁকে ঘিরে অনেকটা সময় আবর্তিত হয়েছে বাবরি বিতর্ক ৷ আজ যখন বহু চর্চিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হল, তখন সেদিনের 'লৌহমানব' আজ বয়সের ভারে নূব্জ ৷ কিন্তু সেদিনের স্মৃতি আজও উজ্জ্বল ৷

রায় ঘোষণার পরই 92 বছরের আদবানি বলেন, "আজকের দিনটা আমার কাছে অত্যন্ত তৃপ্তির ৷ কারণ, ঈশ্বর আমাকে একটা বড় সুযোগ দিয়েছিলেন সে দিনের জন আন্দোলনে শরিক হওয়ার জন্য ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের পর এটাই ছিল সব থেকে বড় জন আন্দোলন ৷"

সে দিনের স্মৃতিচারণের পাশাপাশি আজকের রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিনন্দন জানান লালকৃষ্ণ আদবানি ৷ পাঁচ সদস্যের বেঞ্চ যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানান আদবানি ৷

Bhubaneswar (Odisha), Nov 9 (ANI): India Meteorological Department (IMD) Director HR Biswas said that cyclone 'Bulbul' is laying over northwest Bay of Bengal moving towards West Bengal coast and Bangladesh. "Maximum impact of Bulbul will reduce in evening in Odisha. Heavy to very heavy rainfall likely to occur in north coastal districts of Odisha," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.