ভাগলপুর,22 ডিসেম্বর : রাজ্যে খুঁজে পাওয়া পুরাকীর্তি যাচাইয়ের জন্য বিহার পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভিড় জমায় কৃষকরা ৷ পাঁচ একর জমির উপর দিয়েই ছুটে যায় তারা ৷ ফলে নষ্ট হয় মাঠ ভরতি ফসল ৷ ঘটনাটি ঘটে বিহারের ভাগলপুর জেলার বিরপুর গ্রামে গত রবিবার ৷ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ ৷ উত্তেজিত কৃষকদের বাধা দেওয়ার চেষ্টাও করে তারা ৷ কিন্তু ব্যর্থ হয় সেই চেষ্টা ৷ ক্ষয়ক্ষতির পরিমান হয় বিপুল ৷
'ফসলের ক্ষতির পরিমান বিচার করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷' এমনটাই জানান জেলা শাসক প্রণব কুমার ৷ জেলা কর্তা বলরাম প্রসাদের কথায়, সঠিক পরিমান ক্ষয়ক্ষতি পরিমাপ করার পরই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ তিনি আরও বলেন, খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন কৃষকরা ৷