লন্ডন, 4 জুন: আর্থিক প্রতারণায় অভিযুক্ত বিজয় মালিয়াকেদেশে ফেরাতে মরিয়া ভারত । তবে এখনই দেশে ফিরছেন না কিংফিশারের কর্ণধার । কারণ, ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে, তারা প্রত্যর্পণ এখনই সম্ভব নয়। এখনওকিছু আইনি জটিলতা রয়েছে।
গত মাসে বিজয় মালিয়া ব্রিটেন সুপ্রিমকোর্টে তাঁর প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেছিলেন । কিন্তু কোর্ট সেই আবেদন খারিজকরে দেয় । পাশাপাশি ব্রিটেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তিনি আর কোনও আবেদন করতেপারবেন না বলেও জানিয়ে দেওয়া হয় ।
তবেব্রিটিশ হাই কমিশনের মুখপাত্র জানিয়েছেন, এখনও কিছু আইনি সমস্যা রয়েছে । সেটিনা হলে মাল্যর প্রত্যর্পণ হবে না । তিনি আরও বলেন, বিষয়টি গোপণীয় তাই এ বিষয়ে বিস্তরেবলা যাবে না । আইনি বিষয়টি সমাধান হতে কত সময় লাগবে তাও এখন বলা যাচ্ছে না । তবেযত দ্রুত সম্ভব এটির সমাধানের চেষ্টা করা হচ্ছে ।