হায়দরাবাদ, 7 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজন আগেও এমন ঘটনায় জড়িত বলে সন্দেহ পুলিশের । শুক্রবার ভোর রাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় ওই 4 জনের ।পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সম্ভবত আগে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় এই ধরণের কাজ করেছে ।
পুলিশের হাতে ইতিমধ্যে কিছু প্রমাণ এসেছে । তবে নিশ্চিত হতে আরও কিছু প্রমাণ সংগ্রহে ব্যস্ত পুলিশ । পুলিশ জানিয়েছে, নির্যাতিতার ও অভিযুক্তদের DNA পরীক্ষা করা হয়েছে । কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে এর আগে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে এমন মহিলাদের DNA সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে পুলিশ ।
27 নভেম্বর শামশাবাদ এলাকায় ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও পুড়িয়ে হত্যা করার অভিযোগে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছিল । পরে তাদের গ্রেপ্তার করে শুক্রবার ভোরে ঘটনাস্থানে নিয়ে গিয়েছিল পুলিশ । ঘটনাটির পুনর্গঠনের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল । অভিযুক্তরা ঘটনাস্থান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় । ঘটনাস্থানেই চারজনের মৃত্যু হয় ।