ETV Bharat / bharat

হায়দরাবাদ গণধর্ষণে অভিযুক্তরা আগেও এমন কাজ করেছিল ? সন্দেহ পুলিশের - হায়দ্রাবাদে যুবতী পশু চিকিৎসককে গণধর্ষণ ও হত্যা

পুলিশের হাতে ইতিমধ্যে কিছু প্রমাণ এসেছে । তবে নিশ্চিত হতে আরও কিছু প্রমাণ সংগ্রহে ব্যস্ত পুলিশ । পুলিশ জানিয়েছে, নির্যাতিতার ও অভিযুক্তদের  DNA পরীক্ষা করা হয়েছে । কর্নাটক  এবং অন্ধ্রপ্রদেশে এর আগে  ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে এমন মহিলাদের DNA সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে পুলিশ ।

Victim  Rapists atTelangana
হায়দ্রাবাদে যুবতী চিকিৎসককে গণধর্ষণ
author img

By

Published : Dec 7, 2019, 3:20 PM IST

হায়দরাবাদ, 7 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজন আগেও এমন ঘটনায় জড়িত বলে সন্দেহ পুলিশের । শুক্রবার ভোর রাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় ওই 4 জনের ।পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সম্ভবত আগে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় এই ধরণের কাজ করেছে ।

পুলিশের হাতে ইতিমধ্যে কিছু প্রমাণ এসেছে । তবে নিশ্চিত হতে আরও কিছু প্রমাণ সংগ্রহে ব্যস্ত পুলিশ । পুলিশ জানিয়েছে, নির্যাতিতার ও অভিযুক্তদের DNA পরীক্ষা করা হয়েছে । কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে এর আগে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে এমন মহিলাদের DNA সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে পুলিশ ।

27 নভেম্বর শামশাবাদ এলাকায় ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও পুড়িয়ে হত্যা করার অভিযোগে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছিল । পরে তাদের গ্রেপ্তার করে শুক্রবার ভোরে ঘটনাস্থানে নিয়ে গিয়েছিল পুলিশ । ঘটনাটির পুনর্গঠনের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল । অভিযুক্তরা ঘটনাস্থান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় । ঘটনাস্থানেই চারজনের মৃত্যু হয় ।

হায়দরাবাদ, 7 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজন আগেও এমন ঘটনায় জড়িত বলে সন্দেহ পুলিশের । শুক্রবার ভোর রাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় ওই 4 জনের ।পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সম্ভবত আগে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় এই ধরণের কাজ করেছে ।

পুলিশের হাতে ইতিমধ্যে কিছু প্রমাণ এসেছে । তবে নিশ্চিত হতে আরও কিছু প্রমাণ সংগ্রহে ব্যস্ত পুলিশ । পুলিশ জানিয়েছে, নির্যাতিতার ও অভিযুক্তদের DNA পরীক্ষা করা হয়েছে । কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে এর আগে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে এমন মহিলাদের DNA সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে পুলিশ ।

27 নভেম্বর শামশাবাদ এলাকায় ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও পুড়িয়ে হত্যা করার অভিযোগে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছিল । পরে তাদের গ্রেপ্তার করে শুক্রবার ভোরে ঘটনাস্থানে নিয়ে গিয়েছিল পুলিশ । ঘটনাটির পুনর্গঠনের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল । অভিযুক্তরা ঘটনাস্থান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় । ঘটনাস্থানেই চারজনের মৃত্যু হয় ।

New Delhi, Dec 06 (ANI): Reacting to the encounter of all four accused in the rape and murder of Telangana veterinarian, Lok Sabha MP and BJP leader Gautam Gambhir said that he the accused were trying to escape, then he stands with the police, adding that judicial system needs to reform. "Judicial system needs to be reformed. Verdict of fast track court should be final and there should be no further appeals or mercy petitions for death penalty. If they (accused in veterinarian rape and murder case) were trying to escape then, I stand with police," said Gambhir.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.