ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু - রাজ্য়সভার বাদল অধিবেশন

উপরাষ্ট্রপতির শরীরে ভাইরাসের কোনও উপসর্গ নেই । স্বাস্থ্যও ভালো আছে । চিকিৎসক তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন ।

বেঙ্কইয়া নাইডু
বেঙ্কইয়া নাইডু
author img

By

Published : Sep 29, 2020, 9:55 PM IST

দিল্লি, 29 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু । আজ সকালেই তিনি কোরোনা পরীক্ষা করান এবং তাঁর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তবে উপরাষ্ট্রপতির শরীরে ভাইরাসের কোনও উপসর্গ নেই । স্বাস্থ্যও ভালো আছে । চিকিৎসক তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন ।

ভেঙ্কাইয়া নাইডুর স্ত্রী উষা নাইডুরও কোরোনা পরীক্ষা করানো হয় । তবে তাঁর রিপোর্টে কোরোনার সংক্রমণ ধরা পড়েনি । তবে তিনিও আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছে ।

উপরাষ্ট্রপতির টুইটার হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত একটি টুইটও করা হয় । 71 বছর বয়সি ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভারও চেয়ারম্যান । সম্প্রতি সংসদের বাদল অধিবেশনেও উপস্থিত ছিলেন তিনি । বাদল অধিবেশনের সময়ে প্রত্যেক সাংসদের কোরোনো পরীক্ষা বাধ্যতামূলক করা হয় । এখনও পর্যন্ত 25 জন সাংসদ কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

দিল্লি, 29 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু । আজ সকালেই তিনি কোরোনা পরীক্ষা করান এবং তাঁর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তবে উপরাষ্ট্রপতির শরীরে ভাইরাসের কোনও উপসর্গ নেই । স্বাস্থ্যও ভালো আছে । চিকিৎসক তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন ।

ভেঙ্কাইয়া নাইডুর স্ত্রী উষা নাইডুরও কোরোনা পরীক্ষা করানো হয় । তবে তাঁর রিপোর্টে কোরোনার সংক্রমণ ধরা পড়েনি । তবে তিনিও আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছে ।

উপরাষ্ট্রপতির টুইটার হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত একটি টুইটও করা হয় । 71 বছর বয়সি ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভারও চেয়ারম্যান । সম্প্রতি সংসদের বাদল অধিবেশনেও উপস্থিত ছিলেন তিনি । বাদল অধিবেশনের সময়ে প্রত্যেক সাংসদের কোরোনো পরীক্ষা বাধ্যতামূলক করা হয় । এখনও পর্যন্ত 25 জন সাংসদ কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.