মুম্বই, 19 অগাস্ট : প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক মহম্মদ জ়াহুর খৈয়াম হাসমি ৷ তাঁর বয়স হয়েছিল 92 ৷
ফুসফুসের সংক্রমণ নিয়ে কিছুদিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল ৷ আজ সন্ধ্যায় তিনি মারা যান ।
উমরাও জান, কাভি কাভি-র মতো জনপ্রিয় হিন্দি সিনেমার সংগীত পরিচালনা করেছেন খৈয়াম ৷