ETV Bharat / bharat

প্রয়াত সংগীত পরিচালক খৈয়াম - Khayyam passes away

ফুসফুসের সংক্রমণ নিয়ে কিছুদিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি হয়েছিলেন খৈয়াম ৷ আজ তিনি মারা যান ৷

খৈয়াম
author img

By

Published : Aug 19, 2019, 10:49 PM IST

Updated : Aug 19, 2019, 11:54 PM IST

মুম্বই, 19 অগাস্ট : প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক মহম্মদ জ়াহুর খৈয়াম হাসমি ৷ তাঁর বয়স হয়েছিল 92 ৷

ফুসফুসের সংক্রমণ নিয়ে কিছুদিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল ৷ আজ সন্ধ্যায় তিনি মারা যান ।

উমরাও জান, কাভি কাভি-র মতো জনপ্রিয় হিন্দি সিনেমার সংগীত পরিচালনা করেছেন খৈয়াম ৷

মুম্বই, 19 অগাস্ট : প্রয়াত বর্ষীয়ান সংগীত পরিচালক মহম্মদ জ়াহুর খৈয়াম হাসমি ৷ তাঁর বয়স হয়েছিল 92 ৷

ফুসফুসের সংক্রমণ নিয়ে কিছুদিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল ৷ আজ সন্ধ্যায় তিনি মারা যান ।

উমরাও জান, কাভি কাভি-র মতো জনপ্রিয় হিন্দি সিনেমার সংগীত পরিচালনা করেছেন খৈয়াম ৷


Srinagar (JandK), Aug 19 (ANI): While addressing a press conference on the current situation of Jammu and Kashmir, Director of Information and Public Relations of Jammu and Kashmir said, "There has been no major law and order situation reported from across the Valley, life is returning to normal, the public, in general, has been cooperative. Some rumours were spread yesterday by certain elements, the government urges people not to believe in any kind of rumour-mongering by the vested interests."
Last Updated : Aug 19, 2019, 11:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.