ETV Bharat / bharat

RSS-এর সদর দপ্তরে মিঠুন চক্রবর্তী - Actor Mithun Chakraborty

মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে । নাগপুরে তাঁর হাজিরা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা ৷

RSS-এর সদর দপ্তরে মিঠুন চক্রবর্তী
author img

By

Published : Oct 3, 2019, 7:27 PM IST

নাগপুর, 3 অক্টোবর : সারদাকাণ্ডে নাম যোগ হওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন । পরবর্তীতে সারদা থেকে পারিশ্রমিক হিসাবে নেওয়া পুরো টাকা ED-কে ফিরিয়ে কার্যত অন্তরালে চলে গেছিলেন তিনি । এহেন মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে । নাগপুরে তাঁর হাজিরা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা ৷

সারদা-কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর 2016 সালের ডিসেম্বরে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিঠুন চক্রবর্তী ৷ মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বাংলার এই প্রখ্যাত অভিনেতা ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়ে দেন তিনি । এরপর ছোটোপর্দায় কয়েকটি রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখা গেলেও বড়পর্দায় খুব একটা ঝলক দেখা যায়নি ৷

মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে
মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে

এদিকে কয়েকদিন আগেই BJP নেতা অনুপম হাজরা ফেসবুক পোস্ট-এ মিঠুনের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি পোস্ট করেন । যার ট্যাগ লাইনে লেখা রয়েছে "..শীঘ্র..."। এরপর প্রশ্ন ওঠে, তবে কি BJP-তে যোগ দিতে চলেছেন মিঠুন? তাই আজ মিঠুন নাগপুর যাওয়ার পর আরও জোরালো হয়েছে সেই জল্পনা ।

নাগপুর, 3 অক্টোবর : সারদাকাণ্ডে নাম যোগ হওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন । পরবর্তীতে সারদা থেকে পারিশ্রমিক হিসাবে নেওয়া পুরো টাকা ED-কে ফিরিয়ে কার্যত অন্তরালে চলে গেছিলেন তিনি । এহেন মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে । নাগপুরে তাঁর হাজিরা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা ৷

সারদা-কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর 2016 সালের ডিসেম্বরে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিঠুন চক্রবর্তী ৷ মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বাংলার এই প্রখ্যাত অভিনেতা ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়ে দেন তিনি । এরপর ছোটোপর্দায় কয়েকটি রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখা গেলেও বড়পর্দায় খুব একটা ঝলক দেখা যায়নি ৷

মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে
মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে

এদিকে কয়েকদিন আগেই BJP নেতা অনুপম হাজরা ফেসবুক পোস্ট-এ মিঠুনের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি পোস্ট করেন । যার ট্যাগ লাইনে লেখা রয়েছে "..শীঘ্র..."। এরপর প্রশ্ন ওঠে, তবে কি BJP-তে যোগ দিতে চলেছেন মিঠুন? তাই আজ মিঠুন নাগপুর যাওয়ার পর আরও জোরালো হয়েছে সেই জল্পনা ।

Chhindwara (Madhya Pradesh), Oct 3 (ANI): At least two patients allegedly lost their eyesight after undergoing cataract surgery in a district hospital in Madhya Pradesh's Chhindwara. While speaking to ANI, Chhindwara DM Shrinivas Sharma said, "On Sep 25, 4 persons underwent surgery, 2 of them are unable to see. The matter will be investigated by a team of doctors."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.