ETV Bharat / bharat

রাজ্যসভায় ভাইস চেয়ারম্যান প্যানেলে 6 সাংসদের নাম নথিভূক্ত করলেন ভেঙ্কাইয়া নাইডু - Chairman deputy chairman

রাজ্যসভায় ভাইস চেয়ারম্যান প্যানেলের পুনর্গঠন করলেন ভেঙ্কাইয়া নাইডু । প্যানেলে রাজ্যসভার 6 জন সদস্যের নাম নথিভূক্ত করেন তিনি ।

Venkaiyah naidu
Venkaiyah naidu
author img

By

Published : Jul 25, 2020, 10:37 PM IST

দিল্লি, 25 জুলাই: রাজ্যসভায় ভাইস চেয়ারম্যান প্যানেলের পুনর্গঠন করলেন রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু । প্যানেলে রাজ্যসভার 6 জন সাংসদের নাম নথিভূক্ত করেন তিনি ।

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের সদস্য হলেন ভুবনেশ্বর কলিতা , বন্দনা ছাভান , সুখেন্দুশেখর রায় , সুরেন্দ্র সিং নাগার , এল হানুমানথাইয়া ও সস্মিত পাত্র । এই 6 জন সদস্যের মধ্যে সাংসদ সস্মিত পাত্র ও এল হানুমানথাইয়ার নাম প্রথমবারের জন্য নির্বাচিত করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু । তাঁরা প্রথমবারের জন্য রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের সদস্য হলেন ।

নাইডুর নির্বাচিত সদস্যদের মধ্যে ভুবনেশ্বর কলিতা ও সুরেন্দ্র সিং নগর হলেন BJP সাংসদ, L হানুমানথাইয়া হলেন কংগ্রেস সাংসদ । অন্যদিকে, বন্দনা ছাভান হলেন NCP সাংসদ, তৃণমূলের সাংসদ হলেন সুখেন্দুশেখর রায় ও সস্মিত পাত্র হলেন BJD - র সাংসদ ।

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের সদস্য নির্বাচন করার সময় সভার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সংখ্যাগরিষ্ঠতার দিকটিও বিবেচনা করতে হয় চেয়ারম্যানকে । রাজ্যসভার সাংসদ সদস্যদের মধ্যে থেকেই এই প্যানেলের সদস্য নির্বাচন করা হয়েছে । নিয়মমতো চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের যেকোনও একজন সদস্য রাজ্যসভার দায়িত্ব নেবেন ।

দিল্লি, 25 জুলাই: রাজ্যসভায় ভাইস চেয়ারম্যান প্যানেলের পুনর্গঠন করলেন রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু । প্যানেলে রাজ্যসভার 6 জন সাংসদের নাম নথিভূক্ত করেন তিনি ।

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের সদস্য হলেন ভুবনেশ্বর কলিতা , বন্দনা ছাভান , সুখেন্দুশেখর রায় , সুরেন্দ্র সিং নাগার , এল হানুমানথাইয়া ও সস্মিত পাত্র । এই 6 জন সদস্যের মধ্যে সাংসদ সস্মিত পাত্র ও এল হানুমানথাইয়ার নাম প্রথমবারের জন্য নির্বাচিত করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু । তাঁরা প্রথমবারের জন্য রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের সদস্য হলেন ।

নাইডুর নির্বাচিত সদস্যদের মধ্যে ভুবনেশ্বর কলিতা ও সুরেন্দ্র সিং নগর হলেন BJP সাংসদ, L হানুমানথাইয়া হলেন কংগ্রেস সাংসদ । অন্যদিকে, বন্দনা ছাভান হলেন NCP সাংসদ, তৃণমূলের সাংসদ হলেন সুখেন্দুশেখর রায় ও সস্মিত পাত্র হলেন BJD - র সাংসদ ।

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের সদস্য নির্বাচন করার সময় সভার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সংখ্যাগরিষ্ঠতার দিকটিও বিবেচনা করতে হয় চেয়ারম্যানকে । রাজ্যসভার সাংসদ সদস্যদের মধ্যে থেকেই এই প্যানেলের সদস্য নির্বাচন করা হয়েছে । নিয়মমতো চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের যেকোনও একজন সদস্য রাজ্যসভার দায়িত্ব নেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.