দিল্লি, 26 মে : একদিনে বিদেশ থেকে ফিরলেন 833 জন ভারতীয় । গতকাল মোট চারটি বিমানে দোহা, সান ফ্রান্সিসকো, মেলবোর্ন এবং সিডনি থেকে তাঁদের ফেরানো হয় । তাঁরা দিল্লি, গয়া, কোচি ও আহমেদাবাদের বাসিন্দা ।
এবিষয়ে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করে জানান, বন্দে ভারত মিশনের আওতায় বিদেশে আটকে পড়েছিলেন এমন 833 জনকে ফেরানো হয়েছে 25 তারিখে । এর জন্য মোট চারটি বিমানের ব্যবস্থা করা হয়েছিল ।
কোরোনার জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বিমান পরিষেবা । এদিকে, বিশ্বের অন্যান্য দেশেও লকডাউন ঘোষণা হওয়ায় সেসব জায়গায় আটকে পড়েন ভারতীয়রা । এরপর মে মাসে বন্দে ভারত মিশনে ভারতীয়দের বিদেশ থেকে ফেরানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার । প্রথম দফায় 7 মে থেকে ফেরানোর কাজ শুরু হয় । এরপর দ্বিতীয় দফায় ফেরানো শুরু হয় 16 মে । অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী জানান, গত সপ্তাহে 20 হাজারেরও বেশি মানুষকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে । এখনও একাজ চলছে । এবং আগামী আরও বেশ কিছুদিন চলবে ।
সম্প্রতি বিদেশমন্ত্রক ঘোষণা করে, বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে । 13 জুন পর্যন্ত দ্বিতীয় দফায় বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর কাজ চলবে । এবিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, "47 টি দেশ থেকে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে । দ্বিতীয় দফায় 162 টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে । জুনের 13 তারিখ পর্যন্ত একাজ চলবে ।" তিনি আরও জানান, এই বন্দে ভারত মিশনের এই দফায় ইস্তানবুল, হো-চি-মিন শহর, লাগোস থেকে ভারতীয়দের ফেরানো হচ্ছে । পাশাপাশি অ্যামেরিকা ও ইউরোপের জন্যও ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে ।