ETV Bharat / bharat

বন্দে ভারত মিশন : 177 জন ভারতীয়কে নিয়ে মালয়েশিয়া থেকে ফিরল বিশেষ বিমান

IX – 0681 বিশেষ বিমানটি তিরুচি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রাত 10টা 20 মিনিটে । বিমানবন্দরেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং থার্মাল স্ক্রিনিং হয় । এরপর তাঁদের নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ।

author img

By

Published : May 10, 2020, 11:22 AM IST

Vande Bharat
Vande Bharat

তিরুচিরাপল্লি(তামিলনাড়ু), 10 মে : মালয়েশিয়া থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন 177 জন ভারতীয় । মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে গতরাতে তিরুচিরাপল্লি এসে পৌঁছান তাঁরা । "বন্দে ভারত মিশন"-এর আওতায় এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় ।

IX – 0681 বিশেষ বিমানটি তিরুচি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রাত 10টা 20 মিনিটে । বিমানবন্দরেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং থার্মাল স্ক্রিনিং হয় । এরপর তাঁদের নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে তাঁদের কোয়ারানটিনের খরচ দেওয়া হবে । তবে যে হোটেলে তাঁরা কোয়ারানটিনে থাকবেন, সেই হোটেলের খরচ দিতে হবে যাত্রীদের ।

লকডাউনে বিদেশে আটকে পড়েন বহু ভারতীয় । তাঁদের ভারতে ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র । বিশেষ বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে ।

তিরুচিরাপল্লি(তামিলনাড়ু), 10 মে : মালয়েশিয়া থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন 177 জন ভারতীয় । মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে গতরাতে তিরুচিরাপল্লি এসে পৌঁছান তাঁরা । "বন্দে ভারত মিশন"-এর আওতায় এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় ।

IX – 0681 বিশেষ বিমানটি তিরুচি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রাত 10টা 20 মিনিটে । বিমানবন্দরেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং থার্মাল স্ক্রিনিং হয় । এরপর তাঁদের নির্দিষ্ট কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে তাঁদের কোয়ারানটিনের খরচ দেওয়া হবে । তবে যে হোটেলে তাঁরা কোয়ারানটিনে থাকবেন, সেই হোটেলের খরচ দিতে হবে যাত্রীদের ।

লকডাউনে বিদেশে আটকে পড়েন বহু ভারতীয় । তাঁদের ভারতে ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র । বিশেষ বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.