ETV Bharat / bharat

সান ফ্রান্সিসকো থেকে 222 ভারতীয়কে নিয়ে রওনা বিশেষ বিমানের

সান ফ্রান্সিসকো থেকে 222 জন আটকে পড়া ভারতীয়কে নিয়ে রওনা দিল বিশেষ বিমান ৷ এখনও পর্যন্ত বন্দে ভারত মিশনের আওতায় দেশে ফিরেছে মোট 3 লাখ 64 হাজার 209 জন ৷

author img

By

Published : Jun 29, 2020, 10:28 AM IST

Vande Bharat flight departs with 222 Indians from San Francisco
সান ফ্রান্সিসকো থেকে 222 জন ভারতীয়দের নিয়ে রওনা দিল বিশেষ বিমান

সান ফ্রান্সিসকো, 29 জুন : বিশেষ বিমানে অ্যামেরিকার সান ফ্রান্সিসকো থেকে দেশে ফিরছে 222 জন ভারতীয় ৷ বন্দে ভারত মিশনের আওতায় সেখানে আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছিল ৷ আজ তাদের দিল্লি ও বেঙ্গালুরুতে বিশেষ বিমানে আনা হচ্ছে ৷

সান ফ্রান্সিসকোতে থাকা ভারতীয় কনসুলেট থেকে টুইট করে জানানো হয়, "ফ্লাইট # 21 সান ফ্রান্সিসকো থেকে AI 178 , 11 টা 5 মিনিটে দিল্লি ও বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছে ৷ তাতে 222 জন যাত্রী আছে ৷ তাদের যাত্রা সুরক্ষিত হোক ৷ শুভেচ্ছা রইল ৷ "

বিশ্বব্যাপী কোরোনা সংক্রমণের জেরে লকডাউন জারি হওয়ায় বিদেশে আটকে পড়েছে অনেকেই ৷ বিদেশে আটকে পড়াদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে "বন্দে ভারত মিশন" ৷ 7 মে শুরু হয়েছিল এই মিশনের প্রথম পর্যায় ৷ দ্বিতীয় পর্যায় শুরু হয় 16 মে ৷ আর 11 জুন তৃতীয় পর্যায় শুরু হয় ৷ যা চলবে 30 জুন পর্যন্ত ৷

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের একটি বিবৃতি বের হয় ৷ তাতে জানানো হয় , "বন্দে ভারত মিশন"-এর আওতায় মোট 3 লাখ 64 হাজার 209 জনকে ফেরানো হয়েছে দেশে ৷ "বন্দে ভারত মিশন"-এর প্রথম তিনটি পর্যায়ে 5 টি মহাদেশের 50 টি দেশে মোট 875 টি বিমানের ব্যবস্থা করেছে সরকার ৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য আরও বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ ইতিমধ্যেই প্রায় 700 টির বেশি বিমান দেশে পৌঁছেছে ৷ বিদেশে আটকে পড়া আরও প্রায় দেড় লাখ ভারতীয়দের দেশে ফেরানো হবে ৷

সান ফ্রান্সিসকো, 29 জুন : বিশেষ বিমানে অ্যামেরিকার সান ফ্রান্সিসকো থেকে দেশে ফিরছে 222 জন ভারতীয় ৷ বন্দে ভারত মিশনের আওতায় সেখানে আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছিল ৷ আজ তাদের দিল্লি ও বেঙ্গালুরুতে বিশেষ বিমানে আনা হচ্ছে ৷

সান ফ্রান্সিসকোতে থাকা ভারতীয় কনসুলেট থেকে টুইট করে জানানো হয়, "ফ্লাইট # 21 সান ফ্রান্সিসকো থেকে AI 178 , 11 টা 5 মিনিটে দিল্লি ও বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছে ৷ তাতে 222 জন যাত্রী আছে ৷ তাদের যাত্রা সুরক্ষিত হোক ৷ শুভেচ্ছা রইল ৷ "

বিশ্বব্যাপী কোরোনা সংক্রমণের জেরে লকডাউন জারি হওয়ায় বিদেশে আটকে পড়েছে অনেকেই ৷ বিদেশে আটকে পড়াদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে "বন্দে ভারত মিশন" ৷ 7 মে শুরু হয়েছিল এই মিশনের প্রথম পর্যায় ৷ দ্বিতীয় পর্যায় শুরু হয় 16 মে ৷ আর 11 জুন তৃতীয় পর্যায় শুরু হয় ৷ যা চলবে 30 জুন পর্যন্ত ৷

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের একটি বিবৃতি বের হয় ৷ তাতে জানানো হয় , "বন্দে ভারত মিশন"-এর আওতায় মোট 3 লাখ 64 হাজার 209 জনকে ফেরানো হয়েছে দেশে ৷ "বন্দে ভারত মিশন"-এর প্রথম তিনটি পর্যায়ে 5 টি মহাদেশের 50 টি দেশে মোট 875 টি বিমানের ব্যবস্থা করেছে সরকার ৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য আরও বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ ইতিমধ্যেই প্রায় 700 টির বেশি বিমান দেশে পৌঁছেছে ৷ বিদেশে আটকে পড়া আরও প্রায় দেড় লাখ ভারতীয়দের দেশে ফেরানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.