ETV Bharat / bharat

বন্দে ভারত মিশন : সিঙ্গাপুর থেকে 149 জন ভারতীয়কে নিয়ে বেঙ্গালুরু ফিরল বিশেষ বিমান - লকডাউন

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং সিঙ্গাপুরে ভারতের অনেকে লকডাউনে আটকে পড়েন । তাঁরা ফিরতে পারছিলেন না । আটকে পড়েছিলেন অনেক মহিলা, শিশু , বৃদ্ধ, ভ্রমণকারীও । কাজের সূত্রে বিদেশ গিয়েও আটকে পড়েছিলেন অনেকে । কারণ 23 মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ । ”

Vande Bharat
Vande Bharat
author img

By

Published : May 14, 2020, 2:21 PM IST

বেঙ্গালুরু, 14 মে : সিঙ্গাপুর থেকে 149 জন ভারতীয়কে নিয়ে কর্নাটকে ফিরল বিশেষ বিমান । বন্দে ভারত মিশনের আওতায় তাঁদের ফেরানো হয় । বিমানবন্দরের এক আধিকারিক জানান, “এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান গতরাতে 9টা 51মিনিটে ওই যাত্রীদের নিয়ে বেঙ্গালুরু পৌঁছায় ।”

25 মার্চ ভারতে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী । দীর্ঘমেয়াদি লকডাউনে অন্য দেশে আটকে পড়েন অনেক ভারতীয় । তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার । বন্দে ভারত মিশনে বিশেষ বিমানে তাঁদের দেশে ফেরানো হচ্ছে । বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং সিঙ্গাপুরে ভারতের অনেকে লকডাউনে আটকে পড়েন । তাঁরা ফিরতে পারছিলেন না । আটকে পড়েছিলেন অনেক মহিলা, শিশু , বৃদ্ধ, ভ্রমণকারীও । কাজের সূত্রে বিদেশ গিয়েও আটকে পড়েছিলেন অনেকে । কারণ 23 মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ । ”

বেঙ্গালুরুতে পৌঁছানোর পর প্রত্যেককে নতুন মাস্ক দেওয়া হয় । স্যানিটাইজ়ার দেওয়া হয় । বিমানবন্দর চত্বরে থাকা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া প্রত্যেক যাত্রীকে । বিমানবন্দরে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । কারোও মধ্যে কোরোনার উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছেন এক আধিকারিক । 149 জন যাত্রীকে সরকারি বাসে করে নিকটবর্তী একটি হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । সেখানে তাঁদের আগামী 14দিন কোয়ারানটিনে রাখা হবে । প্রত্যেকের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক । এনিয়ে এখনও পর্যন্ত বিদেশ থেকে 691জনকে কর্নাটকে ফেরানো হল ।

বেঙ্গালুরু, 14 মে : সিঙ্গাপুর থেকে 149 জন ভারতীয়কে নিয়ে কর্নাটকে ফিরল বিশেষ বিমান । বন্দে ভারত মিশনের আওতায় তাঁদের ফেরানো হয় । বিমানবন্দরের এক আধিকারিক জানান, “এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান গতরাতে 9টা 51মিনিটে ওই যাত্রীদের নিয়ে বেঙ্গালুরু পৌঁছায় ।”

25 মার্চ ভারতে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী । দীর্ঘমেয়াদি লকডাউনে অন্য দেশে আটকে পড়েন অনেক ভারতীয় । তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার । বন্দে ভারত মিশনে বিশেষ বিমানে তাঁদের দেশে ফেরানো হচ্ছে । বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং সিঙ্গাপুরে ভারতের অনেকে লকডাউনে আটকে পড়েন । তাঁরা ফিরতে পারছিলেন না । আটকে পড়েছিলেন অনেক মহিলা, শিশু , বৃদ্ধ, ভ্রমণকারীও । কাজের সূত্রে বিদেশ গিয়েও আটকে পড়েছিলেন অনেকে । কারণ 23 মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ । ”

বেঙ্গালুরুতে পৌঁছানোর পর প্রত্যেককে নতুন মাস্ক দেওয়া হয় । স্যানিটাইজ়ার দেওয়া হয় । বিমানবন্দর চত্বরে থাকা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া প্রত্যেক যাত্রীকে । বিমানবন্দরে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । কারোও মধ্যে কোরোনার উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছেন এক আধিকারিক । 149 জন যাত্রীকে সরকারি বাসে করে নিকটবর্তী একটি হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । সেখানে তাঁদের আগামী 14দিন কোয়ারানটিনে রাখা হবে । প্রত্যেকের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক । এনিয়ে এখনও পর্যন্ত বিদেশ থেকে 691জনকে কর্নাটকে ফেরানো হল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.