ETV Bharat / bharat

স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর - V Muraleedharan, Union Minister of State for External Affairs

আজ থেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 17, 2020, 1:40 PM IST

তিরুবনন্তপুরম, 17 মার্চ : নিজে থেকেই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন । যদিও তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই । কেরালার এক চিকিৎসক COVID19 -এ আক্রান্ত হওয়ার পরই আজ এই সিদ্ধান্ত নেন মুরলিধরন ।

14 মার্চ কেরালার একটি মেডিকেল কলেজের অনুষ্ঠানে গেছিলেন ভি মুরলিধরন । মেডিকেল কলেজের নানা বিভাগের প্রধানরাও ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । এরপর সেখানকারই এক রেডিয়োলজিস্টের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । মেডিকেল কলেজ সূত্রে খবর, সম্প্রতি স্পেন থেকে ফিরেছিলেন তিনি । বর্তমানে মেডিকেল কলেজের ছটি বিভাগের চিকিৎসকদেরও কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে । মোট 75 জনকে শনাক্ত করা হয়েছে । তার মধ্যে 25 জন চিকিৎসক ওই রেডিয়োলজিস্টের সংস্পর্শে এসেছেন । তাঁদেরও পৃথকভাবে রাখা হয়েছে । তারপরই আজ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন মুরলিধরন ।

ইতিমধ্যেই সংসদ থেকে পৃথক থাকার কথা জানিয়েছেন মুরলিধরন । আপাতত দিল্লির বাসভবনে থেকেই সমস্ত কাজ করবেন তিনি ।

তিরুবনন্তপুরম, 17 মার্চ : নিজে থেকেই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন । যদিও তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই । কেরালার এক চিকিৎসক COVID19 -এ আক্রান্ত হওয়ার পরই আজ এই সিদ্ধান্ত নেন মুরলিধরন ।

14 মার্চ কেরালার একটি মেডিকেল কলেজের অনুষ্ঠানে গেছিলেন ভি মুরলিধরন । মেডিকেল কলেজের নানা বিভাগের প্রধানরাও ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । এরপর সেখানকারই এক রেডিয়োলজিস্টের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । মেডিকেল কলেজ সূত্রে খবর, সম্প্রতি স্পেন থেকে ফিরেছিলেন তিনি । বর্তমানে মেডিকেল কলেজের ছটি বিভাগের চিকিৎসকদেরও কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে । মোট 75 জনকে শনাক্ত করা হয়েছে । তার মধ্যে 25 জন চিকিৎসক ওই রেডিয়োলজিস্টের সংস্পর্শে এসেছেন । তাঁদেরও পৃথকভাবে রাখা হয়েছে । তারপরই আজ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন মুরলিধরন ।

ইতিমধ্যেই সংসদ থেকে পৃথক থাকার কথা জানিয়েছেন মুরলিধরন । আপাতত দিল্লির বাসভবনে থেকেই সমস্ত কাজ করবেন তিনি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.