ETV Bharat / bharat

"প্রাকৃতিক বিপর্যয়, ভুয়ো তথ্য ছড়াবেন না", অনুরোধ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করেন, আধিকারিকদের নির্দেশ দিয়েছে যাতে ভুয়ো খবর না ছড়ায় ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
author img

By

Published : Feb 9, 2021, 8:34 AM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ঘটনাটিকে স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় মানতে নারাজ অনেকেই । তাঁদের দাবি, প্রকৃতির ভালো-মন্দ পরোয়া না করে উন্নয়নে, এক্ষেত্রে জলবিদ্যুৎকেন্দ্র তৈরির কারণেই ঘটেছে ভয়াবহ ঘটনা । কিন্তু মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় হিসেবেই দেখছেন ঘটনাটিকে । গুজোব যাতে না ছড়ায় তার জন্য তাঁর আধিকারিকদের সংবাদমাধ্যমে নিয়মিত সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ।

  • I am leaving for disaster site and will spend night in the region itself. Our relief & rescue operations is continuing in full swing & we are getting help from all quarters. I request everyone to not use this natural disaster as a reason to build anti development narrative. https://t.co/rOkDBh0gxy

    — Trivendra Singh Rawat (@tsrawatbjp) February 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করেন, "তপোবনে আইজি, ডিআইজি, ডিএম, এসপি, সেনা, আইটিবিপি এবং বিআরও-এর আধিকারিকদের সঙ্গে উদ্ধারকাজ সম্পর্কে বৈঠক করেছি । যাতে ভুয়ো খবর না ছড়ায় তার জন্য আধিকারিকদের সময়ে সময়ে সংবাদমাধ্যমে সঠিক তথ্য দিতে বলেছি ।"

  • तपोवन में आज आईजी, डीआईजी, डीएम, एसपी, आर्मी, आईटीबीपी, बीआरओ के वरिष्ठ अधिकारियों एवं एनटीपीसी के प्रोजेक्ट इंचार्ज अधिकारियों की बैठक में राहत एवं बचाव कार्यों की समीक्षा की। साथ ही डीएम को समय-समय पर मीडिया को ब्रीफिंग करने के निर्देश दिए ताकि भ्रामक और गलत खबरें न फैले। pic.twitter.com/0nziutNDeO

    — Trivendra Singh Rawat (@tsrawatbjp) February 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : উত্তরাখণ্ডে ধসে মৃত বেড়ে 26, এখনও নিখোঁজ 171

মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত উদ্ধারকাজ সম্পর্ক তথ্য দিয়ে টুইট করেন, "যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । সমস্ত দিক থেকে সাহায্য মিলছে । সবার কাছে একটাই অনুরোধ, এই প্রাকৃতিক বিপর্যয়কে প্রাকৃতিবিরোধী উন্নয়ন কর্মের ফল হিসেবে দেখবেন না ৷"

দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ঘটনাটিকে স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় মানতে নারাজ অনেকেই । তাঁদের দাবি, প্রকৃতির ভালো-মন্দ পরোয়া না করে উন্নয়নে, এক্ষেত্রে জলবিদ্যুৎকেন্দ্র তৈরির কারণেই ঘটেছে ভয়াবহ ঘটনা । কিন্তু মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় হিসেবেই দেখছেন ঘটনাটিকে । গুজোব যাতে না ছড়ায় তার জন্য তাঁর আধিকারিকদের সংবাদমাধ্যমে নিয়মিত সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ।

  • I am leaving for disaster site and will spend night in the region itself. Our relief & rescue operations is continuing in full swing & we are getting help from all quarters. I request everyone to not use this natural disaster as a reason to build anti development narrative. https://t.co/rOkDBh0gxy

    — Trivendra Singh Rawat (@tsrawatbjp) February 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করেন, "তপোবনে আইজি, ডিআইজি, ডিএম, এসপি, সেনা, আইটিবিপি এবং বিআরও-এর আধিকারিকদের সঙ্গে উদ্ধারকাজ সম্পর্কে বৈঠক করেছি । যাতে ভুয়ো খবর না ছড়ায় তার জন্য আধিকারিকদের সময়ে সময়ে সংবাদমাধ্যমে সঠিক তথ্য দিতে বলেছি ।"

  • तपोवन में आज आईजी, डीआईजी, डीएम, एसपी, आर्मी, आईटीबीपी, बीआरओ के वरिष्ठ अधिकारियों एवं एनटीपीसी के प्रोजेक्ट इंचार्ज अधिकारियों की बैठक में राहत एवं बचाव कार्यों की समीक्षा की। साथ ही डीएम को समय-समय पर मीडिया को ब्रीफिंग करने के निर्देश दिए ताकि भ्रामक और गलत खबरें न फैले। pic.twitter.com/0nziutNDeO

    — Trivendra Singh Rawat (@tsrawatbjp) February 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : উত্তরাখণ্ডে ধসে মৃত বেড়ে 26, এখনও নিখোঁজ 171

মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত উদ্ধারকাজ সম্পর্ক তথ্য দিয়ে টুইট করেন, "যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । সমস্ত দিক থেকে সাহায্য মিলছে । সবার কাছে একটাই অনুরোধ, এই প্রাকৃতিক বিপর্যয়কে প্রাকৃতিবিরোধী উন্নয়ন কর্মের ফল হিসেবে দেখবেন না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.